প্রণবানন্দ সমবায় ব্যাঙ্কের ‘বেপাত্তা’ সিইও ভাস্কর মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ১৪ মে-র মধ্যে আদালতে হাজির করাতে হবে। ডিআইজি (বর্ধমান রেঞ্জ) এবং জেলার পুলিশ সুপারকে এ বিষয়ে উদ্যোগী হতে নির্দেশ দিয়েছে আদালত।
বর্ধমানের আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিশেষ আদালতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল মঙ্গলবার এই নির্দেশ দেন। তাঁর আদালতে ভাস্করবাবু ছাড়াও প্রণবানন্দ ব্যাঙ্কের চেয়ারম্যান অসীম চট্টোপাধ্যায় এবং ভাইস চেয়ারম্যান জয়দীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ৫ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাত সংক্রান্ত একটি মামলার বিচার চলছিল। সেই মামলায় সরকারি আইনজীবী পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রণবানন্দ ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য আমানতকারী তাঁদের গচ্ছিত টাকা ফেরত পাননি। অন্তত ১১টি মামলা চলছে ব্যাঙ্কের বিভিন্ন কর্তার বিরুদ্ধে। পুলিশের উচিত অবিলম্বে ভাস্করবাবুকে আদালতে হাজির করানো।”
বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “আমরা যত দূর জেনেছি, ওই ব্যাঙ্ককর্তা কলকাতায় আছেন। আমরা ওঁর মোবাইলের ফোনগুলি ট্র্যাক করব। এটুকু বলতে পারি, গা-ঢাকা দিয়ে উনি বেশি দিন থাকতে পারবেন না। পুলিশ তাঁকে ঠিক খুঁজে বের করবে।”
এই মামলায় অভিযুক্ত অন্য দু’জন নিয়মিত আদালতে হাজিরা দিলেও গত ১৩ জানুয়ারি থেকে উধাও হয়ে যান ভাস্করবাবু। ১০ এপ্রিলের মধ্যে এক দিনও তিনি ওই আদালতে হাজিরা দেননি। ২৭ ফেব্রুয়ারি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পরে ২০ মার্চ বর্ধমান থানার পুলিশ আদালতকে জানায়, বহু চেষ্টা করেও ভাস্করবাবুকে ধরা যায়নি। মঙ্গলবার, ১০ এপ্রিল আদালতে একই রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। |