সাঁইবাড়ি হত্যায় তদন্ত কমিশন নিয়েই মামলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বর্ধমানের সাঁইবাড়ি হত্যার তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি অরুণাভ বসুর নেতৃত্বে কমিশন ঘোষণা করেছে রাজ্য কমিশন। ওই কমিশন পুরো বিষয়টির তদন্ত করে সরকারের কাছে রিপোর্ট পেশ করবে। কিন্তু রাজ্য সরকারের এই কমিশন গঠনের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার রজত বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা। ১৯৭০ সালের ১৭ মার্চ বর্ধমানের সাঁইবাড়িতে প্রণবকুমার ও নবকুমার সাঁই এবং তাঁদের শিক্ষক জিতেন রায় খুন হন। অভিযোগ ওঠে, সিপিএমের মিছিল থেকেই লোকজন সাঁইবাড়িতে ঢুকে এই হত্যাকাণ্ড চালায়। সেই সময় বর্ধমানের জেলাশাসক ছিলেন তরুণ দত্ত। পরে তিনি মুখ্যসচিব হন। সাঁইবাড়ির হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন মামলা চলে। পুলিশ অধিকাংশ সাক্ষীকেই হাজির করতে পারেনি। ওই হত্যাকাণ্ডের তদন্তে তারাপদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিশনও গড়া হয়েছিল। বামফ্রন্ট সরকার ১৯৭৭ সালে ক্ষমতায় আসার পরে ৩২১ ধারায় এই বিষয়ে মামলা প্রত্যাহার করে নেয়। বর্তমানে এই একই ধারায় তৃণমূলের কর্মী-সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। রজতবাবুর আইনজীবী বিকাশ ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালত কোনও মামলায় অভিযুক্তদের নির্দোষ ঘোষণা করার পরে সেই বিষয়ে নতুন করে আর কোনও কমিশন গড়া যায় না। |
মারামারি, কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড এবং দু’হাজার টাকা করে জরিমানার সাজা শুনিয়েছেন আসানসোল আদালতের ফাস্ট ট্র্যাক তৃতীয় কোর্টের বিচারক এম ভট্টাচার্য। বুধবার এই সাজা শুনিয়েছেন তিনি। অভিযুক্তদের নাম ভারত যাদব ও সঞ্জয় যাদব। তাদের বাড়ি সালানপুর থানার রূপনারায়ণপুরের নিউ মার্কেট এলাকায়। তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন প্রতিবেশী কমল যাদব। ২০০৬ সালের ১৫ এপ্রিল সালানপুর থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। মামলায় অভিযুক্ত আরও দু’জনকে বেকসুর খালাস করেছেন বিচারক। |
সংঘর্ষে জখম ৩ পাণ্ডবেশ্বরে
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
তৃণমূলের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হলেন একটি নকশালপন্থী সংগঠনের তিন সমর্থক। তবে বুধবার রাত পর্যন্ত কেউ মারা যাননি। এ দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বর্ধমানের পাণ্ডবেশ্বরে এই সংঘর্ষ চলে। নকশালপন্থী সিপিআই (এমএল)-এর অভিযোগ, তৃণমূলের লোকজন
তাদের দুই কর্মীকে মারধর করায় গণ্ডগোলের সূত্রপাত। তৃণমূলের পাল্টা দাবি, তাদের সমর্থকেরা স্থানীয় বৈদ্যনাথপুর পঞ্চায়েতে বিক্ষোভ দেখাতে গেলে নকশালপন্থীরা চড়াও হয়। রাত পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। আহতেরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। |
পেনশনের দাবি, খনিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
অবসর নেওয়ার ৯ মাস পরেও বকেয়া পিএফের টাকা মেলেনি। চালু হয়নি পেনশনও। সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মীকে উৎকোচ না দেওয়াতেই এমন বিপত্তি বলে অভিযোগ উঠেছে অন্ডালের মধুসূদনপুর কোলিয়ারিতে। অবসরপ্রাপ্ত খনিকর্মী অজিত সাধুকে সঙ্গে নিয়ে এজেন্টকে ঘিরে এ দিন বিক্ষোভ দেখাল সিটু। অজিতবাবু জানান, তিনি ২০১১ সালের ১ জুলাই অবসর নিয়েছেন। বকেয়া পিএফ না পাওয়ায় এবং পেনশেন চালু না হওয়ায় তিনি গত বছর ১৮ অগস্ট এজেন্টের কাছে বিষয়টি নিষ্পত্তির জন্য লিখিত আবেদন জানান। সমস্যা মেটেনি। ২০১২ সালের ১৩ মার্চ ফের একই আবেদন করেন তিনি। দিন কুড়ি আগে আসানসোল কোল মাইনস প্রভিডেন্ট ফান্ড কার্যালয়েও যান। ১০ এপ্রিল তিনি সেখানে গিয়ে জানতে পারেন তাঁর কার্যালয় থেকেই সম্পূর্ণ কাগজপত্র না আসায় তিনি বকেয়া পাচ্ছেন না। বুধবার বিক্ষোভ শেষে অজিতবাবু এজেন্টকে লিখিত অভিযোগে জানান, সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মী অসীম রায়ের দাবি মতো ৫ হাজার টাকা উৎকোচ না দেওয়ায় অসীমবাবু ইচ্ছাকৃত ভাবে এমন কাজ করছেন। এজেন্ট রঞ্জিত কুমার নায়েক বলেন, “তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে এরিয়ার পার্সোনাল ম্যানেজারের কাছে আবেদন জানিয়েছি।” |
বুধবার রাতে এক মহিলার হার ছিনতাই নিয়ে অশান্তি ছড়াল আসানসোল গ্রামে। পুলিশ ঘটনাস্থলে গেল এলাকাবাসী তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। |
দুর্গাপুর
হ্যান্ডলুম এক্সপো। গাঁধী মোড় ময়দান। বারাবনি: ক্রিকেট প্রতিযোগিতা।
আছড়া হাইস্কুল মাঠ। দুপুর ১ টা। উদ্যোগ: আছড়া নেতাজি ক্লাব।
কেতুগ্রাম
শিবের গাজন উপলক্ষে যাত্রা। নিরোল। রাত ৮ টা। উদ্যোগ: ঈশানেশ্বর বারোয়ারি কমিটি। |