বর্ধমানে স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বাম অ্যাপোলো স্পোর্টস কোচিং সেন্টারের উদ্যোগে বর্ধমানের ক্যামরি মাঠে অনুষ্ঠিত আব্দুর রশিদ স্মৃতি টি-২০ প্রতিযোগিতার প্রথম ম্যাচে তেওয়ারি বাগান সাথী সঙঘ ৫ রানে হারিয়েছে দিঘিরপাড় অ্যাথলেটিক ক্লাবকে। তেওয়ারি বাগান ২০ ওভারে ১২৬-৯ করে। ২০ ওভারে দিঘিরপাড় করে ১২১। তেওয়ারি বাগানের সায়ন্তন দে ৪০ ও দিঘিরপাড়ের রাজা চট্টোপাধ্যায় করেন ৩৮। দ্বিতীয় ম্যাচে জাতীয় সঙ্ঘ ৮ উইকেটে হারিয়েছে ব্লিজ ক্লাবকে। প্রথমে ব্যাট করে ব্লিজ ১৭ ওভারে করে ৮৩-৭। জাতীয় ১৩.৫ ওভারে করে ৮৪-২। তৃতীয় ম্যাচে মিলনী ক্লাব ২ উইকেটে হারায় সাহারা স্পোর্টস্-কে। প্রথমে সাহারা ১৭ ওভারে করে ১০২-৩। জবাবে মিলনী করে ১৮ ওভারে ১০৩-৮ । মিলনীর সৌরভ মণ্ডল ৫২ করেন। ১৩ এপ্রিল প্রথম সেমিফাইনালে মিলনী খেলবে তেওয়ারি বাগানের বিরুদ্ধে।
|
জয়ী গায়ত্রীদেবী
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুরে চলছে অনূর্ধ্ব ১৭ ক্রিকেট। বুধবার ছবিটি তুলেছেন বিশ্বনাথ মশান। |
সিএবি আয়োজিত ২৯ নম্বর গ্রুপের অনূর্ধ্ব ১৭ ক্রিকেট লিগে ডিসিসি মাঠের খেলায় বুধবার বিজয়ী হল আসানসোলের গায়ত্রীদেবী সিসিসি। তারা ২ উইকেটে দমদম এসসিকে হারায়। প্রথমে ব্যাট করে দমদম ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। বাবুল ধারা ৫৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে জয়ের রান তুলে নেয় গায়ত্রীদেবী সিসিসি। দীপককুমার সিংহ অপরাজিত ৬৪।
|
খেতাব পেল ইতিহাস বিভাগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আয়োজিত আন্তঃ বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেতাব জিতল ইতিহাস বিভাগ। তাদের পয়েন্ট ১৫। যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে পদার্থবিদ্যা ও দর্শন। তারা পেয়েছে ৮ পয়েন্ট করে। ব্যক্তিগত ছেলেদের বিভাগে পাঁচ পয়েন্ট পাওয়া বাপন মুর্মুও খেতাব জিতেছেন। মেয়েদের বিভাগে খেতাবজয়ী গীতা সোরেন পেয়েছেন একই পয়েন্ট। দু’জনেই ইতিহাস বিভাগের। বর্ধমানের মোহনবাগান মাঠে অনুষ্ঠিত এই মিটে ৩০টি ইভেন্টে প্রায় ৯০০ প্রতিযোগী যোগ দিয়েছেন। |