টুকরো খবর |
প্রতারণায় ধৃত |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে গরিব বৃদ্ধ-বৃদ্ধাদের বার্ধক্যভাতা ও কৃষি পেনশনের টাকা তুলে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের তপন থানার গোফানগরে। ধৃতের নাম আজিজ সরকার। তার বাড়ি দাঁড়ালহাটে। ধৃতের হেফাজত থেকে পুলিশ ২০টি পাশবই, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের সই ও সিল দেওয়া পাশবই খোলার প্রচুর আবেদনপত্র এবং টিপ সই দেওয়াু ব্যাঙ্কের টাকা তোলার নথি উদ্ধার করেছে। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, অসৎ উপায়ে সম্পত্তি হাতানো, ও অপরাধমূলক ষড়যন্ত্রে মামলা রুজু করা হয়েছে। পঞ্চায়েতের কেউ এই চক্রে জড়িত কি না তা দেখা হচ্ছে।” রবিবার ধৃত ব্যক্তিকে পুলিশ বালুরঘাটের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে ভারপ্রাপ্ত বিচারক সুজয় বল ধৃতের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। এলাকায় আরএসপি সমর্থক বলে পরিচিত অভিযুক্ত আজিজ সরকার আদালতে তিনি বলেন, “মিথ্যা অভিযোগ। আমাকে ফাঁসাতে ষড়যন্ত্র করা হয়েছে।” আরএসপি পরিচালিত গোফানগর পঞ্চায়েতের প্রধানের সই করা কাগজ অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে। ধৃত ব্যক্তি কত জনকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূলের তপন ব্লক সভাপতি ঋষিকেশ মুখোপাধ্যায় বলেন, “বার্ধক্য ভাতার টাকা, ১০০ দিনের প্রকল্পে ভুয়ো জব কার্ড তৈরি করে টাকা আত্মসাতের চক্র তপনে সক্রিয়। আরএসপি পরিচালিত পঞ্চায়েতের একাংশ এই জালচক্রের সঙ্গে যুক্ত। প্রশাসনের কাছে তদন্ত দাবি করেছি।” আরএসপি নেত্রী গোফানগর পঞ্চায়েতের প্রধান নিবেদিতা বর্মন বলেন, “আমি কিছুই জানি না। আমার সিল, সই করা কাগজপত্র কী ভাবে বাইরে গেল তা দেখছি।”
|
২৬শে যন্তরমন্তরে বিক্ষোভ সমন্বয় কমিটির |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
ছিটমহল বিনিময়ের দাবি জোরালো করতে এ বার দিল্লি গিয়ে আন্দোলনের সিদ্ধান্ত নিল ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। রবিবার দিনহাটার সংহতি ময়দানে ২৮ দিন ধরা অনশন প্রত্যহার করে নেয় সংগঠনের সহকারি সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত। তিনি জানান, চলতি মাসের ২৬ তারিখে দিল্লির যন্তরমন্তরের সামনে দুই হাজারের বেশি ছিটমহলের বাসিন্দাকে জমায়েত করে বিক্ষোভ দেখানো হবে। তিনি বলেন, “২৮ দিন ধরা টানা অনশন চালানোর পরেও রাজ্য সরকার বিষয়টিকে গুরুত্ব দেননি। বিভিন্ন সংগঠন ও দলের নেতারা আমাদের দাবি সমর্থন করেছেন। বিধানসভাতেও বিষয়টি উঠেছে। তাদের আবেদনে সাড়া দিয়ে আন্দোলনকে আরও বৃহত্তর মঞ্চে ছড়িয়ে দিতে কমিটি আমাকে অনশন প্রত্যাহারের নির্দেশ দেয়। তা মেনেই দিল্লির কর্মসূচি সফল করার ডাক দিয়ে অনশন তুলে নিয়েছি।” ১২ মার্চ থেকে দিনহাটার সংহতি ময়দানে অনশনে বসেন কমিটির ৮ সদস্য। তাঁদের মধ্যে দীপ্তিমানবাবু ছাড়া সকলেই এক সপ্তাহের মধ্যে অনশন তুলে নেন। শনিবার মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অভিরঞ্জন ভট্টাচার্য অনশন মঞ্চে যান। তিনি বলেন, “ছিটমহলের সমস্যা দ্রুত মেটা দরকার। কিন্তু এই বিষয়ে এমন অনশন রাজ্য সরকার গুরুত্ব দেয়নি, যা দুর্ভাগ্যজনক। আমরা নৈতিক সমর্থন জানানোর পাশাপাশি তাই ওদের অনশন প্রত্যাহারের জন্য বলেছি।” ভারত-বাংলাদেশ-পাকিস্তান পিপলস ফোরাম সহ আরও কয়েকটি সংগঠনও অনশন প্রত্যাহারের পরামর্শ দেয় বলে কমিটির দাবি। এদিন দিনহাটার সংহতি ময়দানে কমিটির তরফে একটি সভা করা হয়।
|
ডিপো থেকে বাস ছাড়বে |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
নাগরিক মঞ্চের আন্দোলনের চাপে চাঁচল ডিপো না তোলার সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। সংস্থা সূত্রের খবর, ডিপোতে বাস থাকার পাশাপাশি চালক, কন্ডাক্টর ও টিকিট চেকিং স্টাফ থাকবেন। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সি মুরুগন বলেন, “ওই ডিপোতে প্রশাসনিক কাজকর্ম ও ওয়ার্কশপের কাজ হবে না। কিন্তু ডিপোতে গাড়ি থাকবে। চালক, কন্ডাক্টর, চেকিং স্টাফ থাকবেন। তারা বাস চালিয়ে সংগৃহীত অর্থ জমা করবেন মালদহে। আশা করছি ওই ডিপো থেকে শীঘ্রই বাস চলাচল শুরু হবে।” ডিপো আগের মতোই পুরোদস্তুর চালু করতে ২৯ ফেব্রুয়ারি থেকে মঞ্চ বেঁধে আন্দোলন করছে নাগরিক কমিটি। এক মাসেরও বেশি সময় ডিপো থেকে বাস বেরোতে পারেনি। চাঁচল ডিপো তোলার সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানিয়ে পরিবহণ মন্ত্রীর দ্বারস্থ হন উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নূর। সম্প্রতি বিধানসভায় বিষয়টি নিয়ে সরব হন হরিশ্চন্দ্রপুরের ফরওয়ার্ড ব্লক বিধায়ক তজমূল হোসেন। বিধায়ক বলেন, “দফতরের মন্ত্রী ডিপো তোলার বিষয়টি নিয়ে ভাবা হবে বলে জানিয়েছিলেন। এলাকার মানুষের আবেগকে গুরুত্ব না দিলে তার ফল ভয়ানক হতে পারে।”
|
ক্ষতিপূরণের আশ্বাস মিলল |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জের আগাবহর গ্রামের ডাইনি অপবাদে নিহতদের পরিবারের সদস্যদের সরকারি ক্ষতিপূরণের আশ্বাস দিলেন রাজ্য মহিলা কমিশনের সদস্য কেয়া চৌধুরী। শনিবার ও রবিবার দুইদিন কেয়াদেবী আদিবাসী পাড়ায় গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা তিলক চৌধুরী। কেয়াদেবী বলেন, “কুসংস্কারের জেরেই ডাইনি অপবাদে দুষ্কৃতীরা দুজনকে খুন করেছে। নিহতদের পরিবার যাতে সরকারি ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে রাজ্য মহিলা কমিশন উদ্যোগ নেবে।” সম্প্রতি, ওই আদিবাসি পাড়ায় দু’জনকে ডাইনি সন্দেহে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও দুষ্কৃতীরা ধরা না পড়ায় পুলিশি ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে।
|
ভিন রাজ্যে গিয়ে মৃত ২ |
নিজস্ব সংবাদাদতা • চাঁচল |
দিল্লিতে একটি ঠিকাদারের অধীনে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মালদহের চাঁচলের দুই শ্রমিকের। রবিবার ডোমাপীর গ্রামে ওই দুই শ্রমিকের দেহ এসে পৌঁছলে গ্রামে শোকের ছায়া নেমে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই শ্রমিকের নাম আসগর আলি (২৪) ও রৈসুদ্দিন আলি (২৩)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে ওই পথ দুর্ঘটনাটি ঘটে। ছ’মাস আগে গ্রামের কয়েকজনের সঙ্গে দিল্লিতে যান ওই দুই শ্রমিক। সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে একটি ছোট গাড়ি ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় রৈসুদ্দিনের।
|
উঃদিনাজপুরের ২০তম বর্ষপূর্তি |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুর জেলার ২০ তম বর্ষপূর্তির অনুষ্ঠান পালন করল রায়গঞ্জ জেলা সদর রূপায়ণ কমিটি। রবিবার দিনভর রায়গঞ্জের ইনস্টিটিউট হলে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কিরণময় নন্দ সহ জেলার বিভিন্ন বিধায়ক এবং প্রশাসনিক কর্তাব্যক্তিরা। অনুষ্ঠানে গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করে স্থানীয় শিল্পীরা। এছাড়াও বসে আঁকো এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কমিটি সম্পাদক তপন চৌধুরী বলেন, “স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা ও পানীয় জলের পরিষেবার উন্নয়ন নিয়ে বক্তরা মত দিয়েছেন। কমিটি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে জেলার সামগ্রিক উন্নয়নের দাবিতে নানা প্রস্তাব পাঠাবে।” ১৯৯২ সালে পশ্চিম দিনাজপুর ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা গড়া হয়।
|
মারধর, ছিনতাইয়ের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
এক মুহুরিকে তুলে নিয়ে গিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদহের কালিয়াচকে। রবিবার মুহুরির দাদা বিষয়টি নিয়ে রাজ্যের নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্র মিত্রের দ্বারস্থ হন। পুলিশ জানায়, মুহুরির নাম মহম্মদ মুরসেলিন। তাঁর বাড়ি কালিয়াচকের মোসিমপুরে। তাঁকে মালদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দাদা বাহিউলের অভিযোগ, “মুরসেলিনের কাছ থেকে দেড় লক্ষ লক্ষ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ৫ দুষ্কৃতী। ওর পুরুষাঙ্গে ইট বেঁধে অত্যাচার করা হয়। মন্ত্রীকে সব জানিয়েছি।” মন্ত্রী বলেন, “মুরসেলিন আমাদের দলের সমর্থক। সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে তুলে নিয়ে যায়। থানায় অভিযোগ করার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি। আমি পুলিশ সুপারকে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করতে বলেছি।” পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “অভিযোগ পাওয়ার পরই মামলা করা হয়েছে। দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চলছে।” প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই মুহুরি’র বিরুদ্ধে বহু লোকের কাছে টাকা নিয়ে একই জমি বহু বার বিক্রির অভিযোগ রয়েছে। যারা টাকা দিয়ে জমি পাননি তারাই মুহুরিকে তুলে নিয়ে যায়। মালদহ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বনাথ ঘোষ বলেন, “মিথ্যা অভিযোগ করছে তৃণমূল। আমরা চাই পুলিশ-প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক।”
|
ডালখোলায় ত্রাণের দাবি |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ত্রাণের দাবিতে প্রায় ৪ ঘন্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। রবিবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় ঘটনাটি ঘটেছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা অবধি অবরোধ চলে। পরে প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবারের ঝড়, শিলাবৃষ্টিতে ডালখোলার বহু বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ধান, ভুট্টা-সহ বিঘার পর বিঘার ফসলের ক্ষতি হয়েছে। কিন্তু কোনও ত্রাণ মেলেনি। তার উপরে শনিবার এবং রবিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত দফতর বন্ধ থাকায় কেউ কোনও ত্রাণের আবেদনও করতে পারেননি। করণদিঘির বিডিও সৌম্যদীপ সরকার বলেন, “পঞ্চায়েত দফতর বন্ধ থাকায় সমস্যা হয়েছে। এলাকায় চারটি দল পাঠানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” এদিনই ঝড়ে বিধ্বস্ত চোপড়ায় যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ঝড়ে মৃত দুই বাসিন্দার পরিবারের সঙ্গে কথা বলে সরকারি সাহায্যের আশ্বাস দেন। এদিকে, গত শুক্রবার থেকে ইসলামপুরের বিদ্যুৎ পরিষেবা ব্যহত হয়ে পড়েছে। এদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা অবধি বিদ্যুৎ ছিল না। কিছুক্ষণের জন্য আসলেও রাত অবধি বিদ্যুৎহীন ছিল ইসলামপুর। |
|