টুকরো খবর
মাস পয়লায় বেতন হল না
সরকারি নিয়মে মাসের ১ তারিখে আগের মাসের বেতন পেলেন না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষকরা। তা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষকদের মধ্যে। জলপাইগুড়ি জেলার বিদ্যালয় পরিদর্শক নারায়ণ সরকার জানান, রাজ্যে বাজেট পেশের পর অর্থ দফতর থেকে শিক্ষা অধিকর্তার কাছে টাকা আসতে দেরি হয়। সেই জন্য নতুন আর্থিক বছরের শুরুতে শিক্ষকদের বেতন কয়েক দিন দেরিতে হয়। তিনি বলেন, “জেলায় প্রায় আট হাজার শিক্ষক রয়েছেন। আমরা শিক্ষকদের বেতনের বিল তৈরি করে রেখেছি। সরকারি নির্দেশ এলেই তা ট্রেজারিতে জমা দেব। অর্থ দফতর থেকে ঠিক সময়ে নির্দেশ এলে এপ্রিল মাসের ১১-১২ তারিখের মধ্যে বেতন দেওয়া সম্ভব হবে।” মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির জেলা সম্পাদক কনজবল্লভ গোস্বামী অভিযোগ করে জানান, মার্চ মাসের বেতন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পার হয়ে গেলেও পাননি শিক্ষকরা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেখানে ১ তারিখে শিক্ষকদের বেতন দেওয়ার কথা ঘোষনা করেছিলেন তা মানা না হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বাজেট পেশের কারণে এই দেরি হয়ে থাকে তাহলে রাজ্য সরকারের উচিত ছিল আগে থেকে ব্যবাস্থা নেওয়া। বিষয়টি আমরা জেলার বিদ্যালয় পরিদর্শককে জানিয়েছি।” নিখিল বঙ্গ শিক্ষক সমিতির আলিপুরদুয়ার পশ্চিম জোনের সম্পাদক বিদু সরকার বলেন, “প্রাথমিক শিক্ষকদের বেতন হলেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষকদের বেতন না হওয়ায় শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষকদের শিক্ষা সংসদ সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন দেন। শিক্ষা দফতর ট্রেজারি না হয়ে সরাসরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন দিক তাহলে এই সমস্যা হবে না। বিষয়টি নিয়ে আমরা জেলা বিদ্যালয় পরিদর্শক ও অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেব।’’

কংগ্রেসে যোগদান
ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রায় দেড়শো তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিলেন। রবিবার ফুলবাড়ির কামরাঙাগুড়ি স্কুল ময়দানে কংগ্রেসের এক সম্মেলনে ওই কর্মীরা কংগ্রেসে যোগ দেন। দসত্যাগীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন দার্জিলি জেলা কংগ্রেসের সভাপতি তথা মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক শঙ্কর মালাকার। কংগ্রেস বিধায়কের দাবি, দলত্যাগীদের মধ্যে তৃণমূলের অঞ্চল সভাপতি স্তরের নেতাও রয়েছেন। সম্মেলনে কংগ্রেস বিধায়ক পঞ্চায়েত ভোটের জন্য কর্মীদের বুথ স্তরে সংগঠন গড়ে তোলার পরামর্শ দেন। রাজ্যে কংগ্রেস কর্মীদের উপরে হামলা, সংবাদপত্রের উপরে ফতোয়া জারির অভিযোগ তুলে আজ, সোমবার বেলা ১১টায় শিলিগুড়িতে মহামিছিলের ডাক দিয়েছে কংগ্রেস।

সমাবেশে অভিযোগ
রবিবার জলপাইগুড়ির প্রয়াস হলে যুব আইএনটিইউসির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে রাজ্য আইএনটিইউসি-র কার্যকরী সভাপতি সহ অন্য রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাজ্যের বিভিন্ন পুরসভাগুলিতে অত্যন্ত কম টাকার বিনিয়মে চুক্তিভিত্তিক শ্রমিক বা কর্মী নিয়োগ করা হচ্ছে বলে সমাবেশে অভিযোগ করা হয়। পরিবর্তনের পরেও রাজ্য জুড়ে শ্রমিকদের অধিকার সঠিক ভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে সমাবেশে বিভিন্ন বক্তারা অভিযোগ করেছেন. সংগঠনের কার্যকরী সভাপতি রমেন পান্ডে বলেন, “শ্রমিকদের সংগঠিত করার ডাক দেওয়া হয়েছে। মহিলা শ্রমিকদের ঐকবদ্ধ করে তাঁদের স্বনির্ভরতার উদ্যোগ নিয়েছে সংগঠন।” রাজ্য সরকারের গ্রন্থাগারে সংবাদপত্র রাখা নিয়ে নির্দেশিকার তীব্র প্রতিবাদ জানান রমন পাণ্ডে।

খুনে অভিযুক্ত ভাই গ্রেফতার
দিদির প্রেমিককে খুনের অভিযোগে ভাইকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় ধূপগুড়ি থানার পুলিশ দেবজিৎ রায় নামে ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে বাড়িতে দিদির সঙ্গে গ্রামের এক তরুণকে একা দেখে লাঠি দিয়ে ওই যুবককে খুনের অভিযোগ রয়েছে দেবজিতের বিরুদ্ধে। ঘটনার পর দেবজিতের দিদিও কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। ধূপগুড়ি থানার আইসি সুভাষ প্রধান বলেন, “খুনের ঘটনার অভিযুক্তকে ধরা হয়েছে। তাকে জেরা করে কী হয়েছিল জানার চেষ্টা করা হচ্ছে।”

তৃণমূলের সম্মেলন বিধাননগরে
তৃণমূলের ফাঁসিদেওয়া ব্লকের সম্মেলন হল বিধাননগরে। রবিবার আয়োজিত ওই সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ছাড়াও তৃণমূল নেতা কৃষ্ণ পাল, রঞ্জন সরকার, সৌমিত্র কুণ্ডু-সহ অন্যান্যরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দলের কর্মীদের এলাকার উন্নয়নের দাবিতে আন্দোলনে নামার পরামর্শ দেন। রাজ্য সরকারের পক্ষ থেকে ফাঁসিদেওয়ার উন্নতিতে জোর দেওয়া হবে বলেও আশ্বাস দেন।

চালসায় সম্মেলন
ওয়েস্ট বেঙ্গল টি গার্ডেন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন-এর দ্বি বার্ষিক সম্মেলন হল ডুয়ার্সের চালসায়। সংগঠন সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই সভায় ডুয়ার্সের ১৫০টিরও বেশি চা বাগান থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগঠনের সম্পাদক শ্রীপতি চক্রবর্তী জানান, সংগঠনটি অরাজনৈতিক। চা বাগানের কর্মীদের বেতন কাঠামের রদবদলের দাবি প্রশাসনকে জানানো হবে। তাতেও যদি কাজ না হয় তা হলে আন্দোলন শুরু করা হবে।

ত্রাণ বিলি
জলপাইগুড়ির বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের নাথুয়ার চর এলাকায় রবিবার সিপিএমের তরফে ত্রাণ বিলি করা হয়েছে। গত ১ এপ্রিল নাথুয়ার চরে জমি দখলকে কেন্দ্র করে বহিরাগতরা হামলা চালায় বলে অভিযোগ। সেই হামলায় এলাকার কয়েকটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালানো হয়। সিপিএমের তরফে এলাকার বাসিন্দাদের এদিন জামাকাপড়, বাসনপত্র, খাদ্যসামগ্রী বিলি করা হয়। পাশাপাশি এলাকায় হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানানো হয়েছে সিপিএমের তরফে।

ডাকাতির অভিযোগে ধৃত
এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। শনিবার রাতে বড় সিয়াভিটা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার প্রকৃত নাম ফুলেশ সিংহ। বাড়ি ওই এলাকাতেই। তার নামে একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.