টুকরো খবর
থানার নতুন ভবন হিড়বাঁধে
ছবি: উমাকান্ত ধর।
বাঁকুড়ার হিড়বাঁধ থানার নতুন ভবনের উদ্বোধন হল শনিবার। ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি খাতড়া থানাকে ভেঙে নতুন হিড়বাঁধ থানা গঠন করা হলেও থানার কাজ চলছিল পুরনো একটি বাড়িতেই। শনিবার নতুন ভবনের উদ্বোধন করেন রাজ্য পুলিশের আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ। ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার প্রণব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রজা, এসডিপিও (খাতড়া) নগেন্দ্রনাথ ত্রিপাঠী, মহকুমাশাসক (খাতড়া) দেবপ্রিয় বিশ্বাস-সহ পদস্থ আধিকারিকরা।

ব্লক সম্মেলন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব
নিহত দলীয় নেতার স্মরণে তাঁর নামেই সম্মেলন মঞ্চের নামকরণের দাবি করা হয়েছিল। কিন্তু সেই দাবি উপেক্ষা করায় তৃণমূলের ব্লক সম্মেলন ‘বয়কট’ করলেন দলেরই একটি অঞ্চলের নেতৃত্ব। রবিবার বোরো থানার বড়গড়িয়ায় মানবাজার ২ ব্লক তৃণমূলের সম্মেলনে এই ঘটনাটি ঘটে। বছর দুয়েক আগে দিঘি গ্রামের বাসিন্দা হলধর মাহাতোকে রাস্তার উপর খুন করা হয়। তিনি মানবাজার ২ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য ছিলেন। হলধরবাবুর পরিবারের সদস্যরা ওই খুনে সিপিএমের স্থানীয় নেতাদের দায়ী করেন। তাঁর স্মরণেই সম্মেলন মঞ্চের নামকরণ করার দাবি জানিয়েছিল দিঘি অঞ্চল কমিটি। দিঘি অঞ্চল কমিটির সভাপতি তৃণমূলের তপন মাহাতো বলেন, “হলধরবাবুর নেতৃত্বে মানবাজার ২ ব্লকে তৃণমূলের সংগঠন বৃদ্ধি পায়। তাই তাঁর নামেই সম্মেলন মঞ্চের নামকরণের দাবি জানানো হয়। কিন্তু তা না হওয়ায়, তাঁকে অসম্মান করা হয়েছে। ক্ষোভে আমরা ওই সম্মেলনে যোগ দিইনি।” তৃণমূলের ব্লক সভাপতি প্রভাস মণ্ডল বলেন, “ওই সম্মেলন মঞ্চের নাম কি হবে তা আগেই ব্লক কমিটি ঠিক করেছিল। তাই এ নিয়ে অন্য উদ্দেশ্য খোঁজা অর্থহীন।” তাঁর দাবি, “দিঘি অঞ্চলের কিছু কর্মী সম্মেলনে এসেছিলেন।” সম্মেলনে যোগ দেওয়া তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “হলধরবাবু দক্ষ সংগঠক ছিলেন। তাঁকে নিয়ে কেন বিতক, খোঁজ নিয়ে দেখব।”

আবেদনের পরেও মেলেনি চাল
রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আশ্বাস দিয়েছিলেন, নিরন্ন মানুষ প্রশাসনের কাছে সাহায্য চাইলে দু’ঘণ্টার মধ্যে তাঁর কাছে খাবার পৌঁছে দেওয়া হবে। অথচ, পুরুলিয়া ২ ব্লকের বোঙাবাড়ি গ্রামের বিনন্দ গরাইয়ের পরিবার বিডিও-র কাছে আবেদন জানানোর তিন সপ্তাহের পরেও খাবার পেলেন না বলে অভিযোগ উঠেছে।পরিবারের এক মাত্র উপার্জনশীল ডেকোরেটার কর্মী বিনন্দবাবুর মাস খানেক আগে দুর্ঘটনায় দু’টি পা ভাঙে। এখন তিনি শয্যাশায়ী। তাঁর স্ত্রী টুসুদেবীর অভিযোগ, “স্বামীর আয় বন্ধ হওয়ায় এখন লোকের কাছে চেয়ে আধপেটা খেয়ে থাকতে হচ্ছে। কিছুটা চাল চেয়ে ১৩ মার্চ রাঘবপুর পঞ্চায়েতের প্রধান ও বিডিও-র কাছে আবেদন জানিয়ে ছিলাম। কিন্তু আজও চাল পেলাম না।” ওঁদের বিপিএল কার্ডও নেই। পঞ্চায়েত প্রধান আদরি মাহাতো বলেন, “পঞ্চায়েতে চাল না থাকায় বিডিও-র কাছে ওদের আবেদন পত্র পাঠাই।” পুরুলিয়া ২ ব্লকের বিডিও প্রদীপকুমার দাস বলেন, “আবেদনপত্রটি খতিয়ে দেখতে বলা হয়েছে। শীঘ্রই তাঁদের চাল দেওয়া হবে।” এত দিনেও কেন খতিয়ে দেখা হল না, তার সদুত্তর বিডিও দেননি।

চিকিৎসকের জেল
বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত হোমিওপ্যাথি চিকিৎসক অরুণ ঘোষের জেল হাজত হল। শুক্রবার সকালে পাত্রসায়র থানার বেতুড় গ্রামে চিকিৎসা করতে আসা এক বধূকে চেম্বারের মধ্যে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে ওই প্রৌঢ় চিকিৎসকের বিরুদ্ধে। বধূর অভিযোগের ভিত্তিতে ওই দিন দুপুরে গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

সম্মেলন
তিলিদের অন্যান্য অনগ্রসর শ্রেণির তালিকা ভুক্ত করার দাবি তুলল বাঁকুড়া জেলা তিলি সমাজ। রবিবার গঙ্গাজলঘাটির দুর্লভপুর হাইস্কুল মাঠে ওই সমাজের সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.