টুকরো খবর |
বসিরহাটে কংগ্রেস নেতাকে কুপিয়ে জখম |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
কংগ্রেস নেতাকে দায়ের কোপ মেরে পালাল দুষ্কৃতীরা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পশ্চিম মধ্যমপুর গ্রামে। গুরুতর জখম মজনুর রহমান ওরফে বাবলুবাবুকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অঞ্চল কংগ্রেস কমিটি এবং আর জি পার্টির সম্পাদক বাবলুবাবুর উপরে হামলায় স্থানীয় কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বাবলুবাবুকে খুনের চেষ্টার অভিযোগে পশ্চিম মধ্যমপুর গ্রামের ফারুক দফাদার এবং আলমামুদ দফাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের ওলাইচণ্ডী গ্রামের বাসিন্দা বাবলুবাবু এ দিন সকাল ৭টা নাগাদ মোটর সাইকেলে কাজে বের হন। পশ্চিম মধ্যমপুর গ্রামে একটি দোকানে বসে তিনি চা খাচ্ছিলেন। অভিযোগ সেই সময় হঠাৎই দা, রড নিয়ে দুই যুবক তাঁকে আক্রমণ করে। তাঁর মাথা লক্ষ্য করে দা দিয়ে কোপ মারলে তিনি হাত দিয়ে বাধা দিলে হাতে দায়ের কোপ পড়ে। সেই সময় আর একজন তাঁর মাথায় রড দিয়ে সজোরে আঘাত করে। ইতিমধ্যে চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এলে ওই দুই দুষ্কৃতী পালিয়ে যায়। কী কারণে তাঁর উপরে এই হামলা তা বাবলুবাবু বুঝতে না পারলেও পুলিশের অনুমান ব্যবসা সংক্রান্ত বিবাদেই এই ঘটনা।
|
বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • মগরাহাট |
বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের পক্ষপাতের অভিযোগ তুলল কংগ্রেস। নিয়ম না মেনে তৃণমূলের বিধায়ক তাঁর দলের কর্মী-সমর্থকদের এলাকায় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করছেন এই অভিযোগে রবিবার দক্ষিণ ২৪ পরগনায় মগরাহাট-দক্ষিণ বারাসত রোডে ভরত ঘোষ মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ব্লক কংগ্রেস কর্মী-সমর্থকেরা। বিক্ষোভের ফলে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বিডিও রিজওয়ান ওয়ার সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
এ দিন বিক্ষোভের নেতৃত্ব দেন মগরাহাট ব্লক কংগ্রেসের নেতা সুজিত পাটোয়ারি। তিনি জানান, ওই এলাকার কড়ামনুরাজ গ্রামের পূর্বদিকে বিপিএল তালিকাভুক্ত পরিবারের জন্য বিদ্যুৎ সংযোগের অনুমোদন হয়। ওই এলাকায় বেশিরভাগ বাসিন্দাই তাঁদের দলের সমর্থক। সেই কারণে স্থানীয় তৃণমূল বিধায়ক নিজের প্রভাব খাটিয়ে গ্রামের যে পাড়ায় তাঁদের দলেক কর্মী-সমর্থকেরা বাস করেন সেখানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করছেন। এমনকী বিদ্যুতের স্তম্ভ তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাঁর নেতৃত্বে।
এ বিষয়ে মগরাহাট পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক নমিতা সাহা বলেন, “কংগ্রেস মিথ্যা অভিযোগ করছে। বিদ্যুৎ সংযোগ নিয়ে রাজনীতি করছে। বিদ্যুয স্তম্ভ তোলার কোনও ঘটনা ঘটেনি। ধীরে ধীরে সমস্ত গ্রামেই বিদ্যুয সংযোগের ব্যবস্থা হচ্ছে।” বিডিও বলেন, “কংগ্রেসের দাবিমত ঠিকাদারের কাছ থেকে কোন কোন এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে তার তালিকা চেয়ে তা খতিয়ে দেখে কাজ শুরু করতে বলা হবে।”
|
ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠাল প্রশাসন |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
কালবৈশাখীর জেরে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার বাসন্তী, গোসাবায় দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্তা করেছে জেলা প্রশাসন।
রবিবার জেলাশাসক নারায়ণস্বরূপ নগম এবং সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডল ক্ষতিগ্রস্ত ওই দুই ব্লক পরিদর্শন করেন। পরে ক্যানিং মহকুমা শাসকের দফতরে মন্ত্রী প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে মন্ত্রী বলেন, “কালবৈশাখীতে অনন্ত সাড়ে ছশো হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। প্রায় আট হাজার মানুষ দুর্গত হয়েছেন। কয়েকশো ঘরবাড়ি ভেঙেছে। বেশ কিছু জায়গায় নদীবাঁধের অবস্থা বিপজ্জনক।” তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্গতদের জন্য সাড়ে আটশো কুইন্টাল চাল, ২২০০টি ত্রিপল ত্রাণ হিসাবে পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও ত্রাণ পাঠানো হবে। এ ব্যাপারে মহকুমাশাসকের দফতরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ক্ষতিগ্রস্ত নদীবাঁধ রক্ষণাবেক্ষণের জন্য সেচ দফতরকে বলা হয়েছে। এ ছাড়া বিপর্যয় মোকাবিলায় ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট’-এর লোকজনকে তৈরি থাকতে বলা হয়েছে।
|
কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রঘুনাথ বৈদ্য নামে ওই যুবককে বসিরহাটের চৌরচর পাড়া থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। রবিবার তাকে বসিরহাটের এসিজেএমের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে ইছামতী নদীর ধারে একটি আলাঘরে ধর্ষণ করে ধৃত যুবক। ভয়ে প্রথমে বাড়িতে কাউকে কিছু না জানালেও পরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ওই কিশোরীকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরেই ঘটনাটি জানাজানি হয়। কিশোরীর মা পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এর পরেই এলাকা ছেড়ে পালায় রঘুনাথ। শনিবার সে বাড়ি ফিরেছে জানতে পেরে তাকে গ্রেফতার করে পুলিশ।
|
গোবরডাঙায় সাংস্কৃতিক উৎসব |
নিজস্ব সংবাদদাতা • গোবরডাঙা |
|
নিজস্ব চিত্র। |
গোবরডাঙার নাট্যসংস্থা ‘কথা প্রসঙ্গ’-এর সাংস্কৃতিক উৎসব শেষ হল রবিবার। শুক্রবার উৎসবের উদ্বোধন করেন গোবরডাঙার পুরপ্রধান সুভাষ দত্ত। বিভিন্ন দিনে রবীন্দ্রসঙ্গীত, নৃত্যনাট্য, নাটক, নাচ এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ছিল চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে বাংলাদেশের নৃত্যশিল্পী আব্দুস সামাদ পলাশকে সংবর্ধনা দেওয়া হয়। উৎসবের শেষ দিন উদ্যোক্তারা ‘চোকলা’ এবং কলকাতার নাট্যসংস্থা সোহন ‘জুতো’ নামে দু’টি নাটক পরিবেশন করে।
|
বার্ষিক সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • গোবরডাঙা |
উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় বাবুপাড়া সম্মিলনী ক্লাবের বার্ষিক সম্মেলন হয়েছে শনিবার। অনুষ্ঠানে গোবরডাঙা পুরসভা এলাকার ৫০ জন দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পাঠ্যবই দেওয়া হয়। নাচ-গান পরিবেশন করেন স্থানীয় এবং বহিরাগত শিল্পীরা।
|
বজ্রাঘাতে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় ঢোলাহাট থানার শরৎনগরে। মৃতের নাম দেবলা হালদার (৪৪)। পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যায় মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বাজ পড়ে তিনি মারা যান। |
|