|
|
|
|
সহায়িকা নিয়োগে দুর্নীতি |
জামবনিতে ঝাড়খণ্ডী-বন্ধ |
নিজস্ব সংবাদদাতা • জামবনি |
জামবনি ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সহায়িকা পদে নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি ও কারচুপির অভিযোগ তুলেছে ঝাড়খণ্ড পার্টি (অর্জুন হাঁসদা গোষ্ঠী)। এরই প্রতিবাদে আজ, সোমবার জামবনি ব্লকে ২৪ ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন অর্জুন হাঁসদারা। অর্জুনবাবুদের অভিযোগ, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে সহায়িকা পদে যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের বেশির ভাগই শিক্ষাগত যোগ্যতার প্রকৃত তথ্য গোপন করে চাকরি পেয়ে গিয়েছেন। সহায়িকা পদে কেবলমাত্র মাধ্যমিক অনুত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করতে পারেন। কিন্তু এমন অনেক প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, যাঁরা মাধ্যমিক উত্তীর্ণ। নিয়োগের ক্ষেত্রে স্থানীয় আদিবাসী প্রার্থীদের গুরুত্ব দেওয়া হয়নি। অর্জুনবাবুদের অভিযোগের তির সিডিপিও (ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিক)-এর দফতরের বিরুদ্ধে। মোটা টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের সহায়িকা পদে নিয়োগপত্র দেওয়ার অভিযোগ করেছেন অর্জুনবাবুরা। গত বুধবার একই অভিযোগে জামবনির চিল্কিগড়ে সিডিপিও কার্যালয়ের সামনে বিক্ষোভ-সভা করে কংগ্রেস। বুধবার কংগ্রেসের পক্ষ থেকে সিডিপিও-কে স্মারকলিপিও দেওয়া হয়।
জামবনির সিডিপিও হর্ষ বর্ধন বলেন, “নিয়োগের ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়নি। গত নভেম্বরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। প্রায় তিন হাজার প্রার্থী আবেদন করেন। আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে প্রার্থীকে ডিক্লারেশন দিতে হয়। ঘোষণাপত্রে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা আবেদনপত্রেই বলা আছে।” সিডিপিও জানান, তিন হাজারটি স্কুলে গিয়ে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার তথ্য যাচাই করা সম্ভব নয়। সহায়িকার ৬৩ টি শূণ্যপদে এখনও পর্যন্ত ৫১ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে তিনি জানান। |
|
|
|
|
|