গুদাম নির্মাণ বিতর্ক ঘিরে বরাকে সড়ক অবরোধের ডাক
ফসিআই-এর গুদাম নির্মাণ ঘিরে বিতর্কে বদরপুর-শিলচর জাতীয় সড়কে কাল থেকে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করেছে বৃহত্তর শালচাপড়া সংগ্রাম সমন্বয় সমিতি। এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শিলচর-রানিঘাট-কালাইন সড়কেও অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বড়খলা গ্রাম বিকাশ পরিষদ। এর ফলে শিলচর থেকে বাইরের সঙ্গে যোগাযোগের দুটি প্রধান রাস্তাই বন্ধ হয়ে পড়বে। এমনকী পার্শ্ববর্তী জেলা করিমগঞ্জের সঙ্গেও যোগাযোগ বিপর্যয় দেখা দেবে বলে আশঙ্কা।
সংগ্রাম সমিতির পক্ষে সমরেন্দ্র দাস, ফারুক আহমদ লস্কর, স্বপন দাসরা বলেন, ব্রডগেজ প্রকল্পে শালচাপড়ায় রেল টার্মিনাস গড়ে উঠছে। এর সঙ্গে সঙ্গতি রেখে ভারতীয় খাদ্য নিগমও তাদের ৭৫ হাজার মেট্রিক টন সামগ্রী রাখার ক্ষমতাসম্পন্ন মেগা গোডাউন তৈরির জন্য শালচাপড়ায় স্থান নির্বাচন করে। ২০১০ সালে বিজ্ঞপ্তি জারি করে কাছাড় জেলা প্রশাসন। জমি মালিকদেরও ক্ষতিপূরণ নিয়ে জমি হস্তান্তরের জন্য চিঠি দেওয়া হয়। এই প্রক্রিয়ার মধ্যেই গত ২ এপ্রিল জেলা প্রশাসন আর এক বিজ্ঞপ্তি জারি করে আগের সমস্ত প্রক্রিয়াকে বাতিল বলে ঘোষণা করে। তাদের কথায়, খাদ্য নিগম ওই জায়গায় জমি চেয়েছিল বলে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এখন বলছে জমি লাগবে না, তাই পুরনো বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।কেন এখন জমি লাগবে না বলছে? এফসিআই-এর বক্তব্য, শালচাপড়া বড় বন্যাপ্রবণ। গুদামে জল ঢুকে গেলে সব অর্থহীন হয়ে পড়বে। বন্যার কথা মাথায় রেখে সেখানে গুদাম করতে গেলে প্রচুর মাটি ভরাট করতে হবে। এতে জমির দাম দাঁড়াবে অনেক বেশি। তাই তাঁরা এখন অন্য দিকে ভাল জমির সন্ধান করছেন।
আন্দোলনকারীরা এই সব যুক্তিকে মানতে নারাজ। তাঁদের বক্তব্য, এফসিআই কোনও ধরনের আন্দোলন বা অনুরোধে শালচাপড়ায় গুদাম তৈরির সিদ্ধান্ত নেয়নি। নিজেরাই তাদের লাভালাভ হিসেব কষে এবং বিভাগীয় সমীক্ষার পর স্থান নির্ধারণ করে। সে সময় বন্যার কথা না-এলে এখন উঠছে কেন? ২০১০ সালের পর কি কোনও বন্যা হয়েছে বরাক উপত্যকায়, প্রশ্ন রাখেন তাঁরা। সংগ্রাম সমন্বয় সমিতির কর্মকর্তারা বলেন, স্বাধীনতার পর কখনও শালচাপড়া রেলস্টেশন সংলগ্ন ওই এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি। এ ছাড়া রেল বিভাগ সেখানে গুডস টার্মিনাস তৈরি করতে পারলে এফ সি আই-এর ক্ষেত্রে আপত্তি কেন?অল বরাক ইউথ-স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বাহারুল ইসলাম বড়ভুইয়াঁ বলেন, পরিবহণ লবির সঙ্গে চুক্তি করে কিছু রাজনৈতিক নেতা চাইছেন রেলের গুডস টার্মিনাস থেকে এফ সি আই-এর গুদাম অনেকটা দূরে সরিয়ে নিতে। তাঁরাই চাপ সৃষ্টি করে অফ সি আই-কে পুরনো সিদ্ধান্ত বদলে বাধ্য করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.