চাহিদা অনুযায়ী পণ দিতে পারেননি। তাই মেয়েকে খুন করেছেন শ্বশুরবাড়ির লোকজন। শনিবার বিকেলে কাটোয়া থানায় এমনই অভিযোগ করলেন মুর্শিদাবাদের সালার থানার বাসিন্দা নূর মহম্মদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৩ সালে ১৯ অক্টোবর কাটোয়া শহরের বাগানে পাড়ার বাসিন্দা রাজু শেখের সঙ্গে নূর মহম্মদের মেয়ে হিমার বিবি হয়। তঁদের সাত বছরের এক ছেলে রয়েছে। মৃত্যুর সময়ে হিমা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নূর এদিন কাটোয়া থানায় অভিযোগ করেন, “গত বৃহস্পতিবার আমার মেয়েকে খুন করা হয়েছে। বিয়ের পর থেকেই পণের জন্য শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।” তিনি তাঁর মেয়ের স্বামী রাজু শেখ, শ্বশুর সদাই শেখ, শাশুড়ি কোহিনূর বিবি-সহ শ্বশুরবাড়ির ৭ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। কাটোয়া থানা সূত্রে জানা গিয়েছে, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা পলাতক।
|
শনিবার সন্ধ্যায় কাটোয়া মহকুমা গ্রন্থাগারের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শুরু হল। অনুষ্ঠানের উদ্বোধন করেন ওই গ্রন্থাগারের প্রথম গ্রন্থাগারিক মৃত্যুঞ্জয় দে। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা গ্রন্থাগার পরিচালন সমিতির সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাহিত্যিক প্রগতি মাইতি-সহ বহু প্রবীণ পাঠক। গ্রন্থাগার সূত্রে জানা গিয়েছে, ১৯৬২ সালের ৯ আগষ্ট ওই গ্রন্থাগারের সূচনা হয়েছিল। ২৫ হাজারেরও বেশি বই রয়েছে ওই গ্রন্থাগারে। পাঠকের সংখ্যা প্রায় ৪ হাজার। এতদিন ধরে গ্রন্থাগার কীভাবে চলছে, তা নিয়ে এ দিন একটি আলোচনা করেন পরিচালন কমিটির সম্পাদক তুষার পণ্ডিত। |