টুকরো খবর |
পুর-ভোটের জন্য কমিটি কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
নিজস্ব চিত্র। |
আসন্ন দুর্গাপুর পুরভোটে জোট হবে কি না, তা ঠিক করতে কমিটি গড়া হবে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রবিবার দলের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র জেলা (গ্রামীণ) সম্মেলনে এ কথা জানান প্রদীপবাবু। তিনি জানান, সেই কমিটি তৃণমূলের সঙ্গে আলোচনা করবে। স্থানীয় স্তরে সহমত হলে পুরভোটে জোট হবে। না হলে কংগ্রেস একা লড়বে। বুদবুদ হিন্দি হাইস্কুলে এ দিনের সম্মেলনে ছিলেন প্রদীপবাবু, শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্য আইএনটিইউসি-র সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামার প্রমুখ। প্রদীপবাবুর দাবি, বর্তমান জোট সরকার বেশ কিছু ভাল কাজ করেছে। আবার কিছু ক্ষেত্রে তেমন ভাল করতে পারেনি। মানুষের সঙ্গে মিশে তাঁদের অভাব-অভিযোগ নিয়ে আন্দোলনের পাশাপাশি প্রশাসনের কাছে সেগুলি নিয়ে আবেদন করতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, “লোকসভা ও বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কংগ্রেস জোট বেঁধে লড়লেও পুর ও পঞ্চায়েত নির্বাচনে জোট হবে কি না, তা স্থানীয় কর্মীদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে হাইকম্যান্ডের কোনও নির্দেশিকা নেই।” এই প্রসঙ্গেই তিনি বলেন, “দুর্গাপুরে একটি কমিটি গড়া হচ্ছে। এ ছাড়া জেলা নেতারাও আছেন। সবাই বসে সিদ্ধান্ত নেবেন। কথা বলা হবে তৃণমূল নেতৃত্বের সঙ্গে। সদর্থক সাড়া মিললে জোট হবে। না হলে কংগ্রেস একাই লড়বে।” একা লড়ার মতো সাংগঠনিক ক্ষমতাদুর্গাপুর শিল্পাঞ্চলে কংগ্রেসের আছে বলে দাবি করেন তিনি।
|
নিউ কেন্দা খনিতে ঝামেলা, ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
প্রায় কুড়ি জন কেরানি ও কর্মী প্রতিদিন প্রথমার্ধের পরে আর কার্যালয়ে ফেরেন না বলে অভিযোগ। শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ জামুড়িয়ার নিউ কেন্দা কোলিয়ারির কার্যালয়ে গিয়ে কারও দেখা পাননি ম্যানেজার। নির্দিষ্ট সময়ের আগে বাড়ি যাওয়ার চিহ্ন তিনি বসিয়ে দেন হাজিরা খাতায়। ক্ষুব্ধ কর্মীরা শনিবার সকালে আইএনটিইউসি নেতা পার্থ ভট্টাচার্যের নেতৃত্বে ম্যানেজারের অফিসে চড়াও হয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ। ম্যানেজার মহম্মদ মুকিম জামুড়িয়ার কেন্দা ফাঁড়িতে লিখিত অভিযোগে জানান, কার্যালয়ের নিয়মভঙ্গকারী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি। তাতে ক্ষিপ্ত হয়ে পার্থবাবুর নেতৃত্বে এক দল কর্মী তাঁর কার্যালয়ে চড়াও হন। টেবিল, চেয়ার ভাঙচুর করেন। পার্থবাবুও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর পাল্টা অভিযোগ, ম্যানেজার স্বৈরতন্ত্র চালাচ্ছেন। প্রতিবাদ করতে গেলে ম্যানেজার তাঁকে ধাক্কা মারেন। টাল সামলাতে না পেরে তিনি টেবিলের উপরে পড়ে যান। তাতেই টেবিলের কাচ ভাঙে। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
কোলিয়ারিতে চুরি, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • লাউদোহা |
ইসিএলের চুরি যাওয়া বেশ কয়েক লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করল ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক জনকে। পুলিশ জানায়, ১ এপ্রিল রাতে ইসিএলের মাধাইপুর লস্করবাঁধ কোলিয়ারিতে বয়লার এবং বৈদ্যুতিন সরঞ্জাম চুরি যায়। সেই রাতেই লুঠ হয় ইসিএলের সাবমার্সিবল পাম্পও। ইসিএলের পক্ষ থেকে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানানো হয়, প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শনিবার রাতে তদন্তকারী অফিসার সিকান্দর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বীরভূমের দুবরাজপুর থানার ঝিড়ুল গ্রাম থেকে দুষ্কৃতী দলটির অন্যতম পান্ডা শেখ আনসারিকে গ্রেফতার করে। তাকে জেরা করে স্থানীয় মুটুক পুকুর থেকে চুরি যাওয়া সামগ্রী বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করগ হয়। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
|
মহিলার দেহ উদ্ধার রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
|
নিজস্ব চিত্র। |
মাঠ থেকে এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে বর্ধমানে রানিগঞ্জের রানিসায়র এলাকায় অর্ধনগ্ন দেহটি মেলে। পুলিশের প্রাথমিক অনুমান, ধর্ষণের পরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ভারতী দেবী (৪৫) নামে ওই মহিলাকে। পুলিশ জানায়, ওই মহিলা আগে দুর্গাপুরের কাদা রোডে যৌনপল্লিতে থাকতেন। সম্প্রতি আসানসোলের নিয়ামতপুরে থাকছিলেন। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পরে আর ফেরেননি তিনি। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, ধর্ষণ করে খুনের মামলা শুরু হয়েছে। তদন্ত চলছে।
|
বিজেপি-র সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আসন্ন দুর্গাপুর পুরসভার নির্বাচন উপলক্ষে বিজেপি-র আসানসোল জেলা কমিটির রবিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এক কর্মী সম্মেলনের আয়োজন করে। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ, আসানসোল জেলার সভাপতি রামকুমার সিংহ, সম্পাদক পবনকুমার সিংহ প্রমুখ। রাহুলবাবু দাবি করেন, রাজ্যের মানুষ সিপিএম ও বর্তমান তৃণমূল সরকারের কাজকর্মে বীতশ্রদ্ধ। কাজেই আসন্ন পুর ও পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকেই সমর্থন করবেন তাঁরা।
|
অফিস ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
স্বৈরতন্ত্র চালাচ্ছেন ম্যানেজার, এই দাবিতে এক আইএনটিইউসি নেতার নেতৃত্বে অফিসে চড়াও হয়ে ভাঙচুরের অভিযোগ উঠল জামুড়িয়ার নিউকেন্দা কোলিয়ারিতে। শনিবার সকালের ঘটনা। ম্যানেজার মহম্মদ মুকিম কেন্দা ফাঁড়িতে অভিযোগে করেন, প্রথমার্ধের পরে বেরিয়ে যাওয়ায় তিনি শুক্রবার জনা কুড়ি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেন। তাই এমন হামলা। অভিযুক্ত আইএনটিইউসি নেতা পার্থ ভট্টাচার্যের অবশ্য অভিযোগ, ম্যানেজার খেয়ালখুশি মতো কাজ করছেন। পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
সিপিএম নেতার স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
প্রয়াত সিপিএম বিধায়ক প্রদীপ তা এবং সিপিএম নেতা কমল গায়েন স্মরণসভার আয়োজন করল সিপিএমের জামুড়িয়া জোনাল কমিটি। ৫ নম্বর লোকাল কমিটির কার্যালয়ের সামনে বক্তৃতা করেন জোনাল সম্পাদক মনোজ দত্ত।
|
পালাতে গিয়ে জখম তিন |
কারখানার চিমনির উপরে বাজ পড়ার সময় ভয় পেয়ে পালাতে গিয়ে জখম হলেন তিন কর্মী। তাঁদের রানিগঞ্জের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। রবিবার বিকেল ৪টে নাগাদ এই ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ইকড়া শিল্পতালুকের একটি স্পঞ্জ আয়রন কারখানায়।
|
কোথায় কি |
দুর্গাপুর
হ্যান্ডলুম এক্সপো। গাঁধী মোড় ময়দান। দুপুর ১২ টা।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। সকাল ৯টা। উদ্যোগ: এনএসএইচএম।
বারাবনি
ক্রিকেট প্রতিযোগিতা। আছড়া হাইস্কুল মাঠ। দুপুর ১টা। উদ্যোগ: আছড়া নেতাজি ক্লাব।
কেতুগ্রাম
শিবের গাজন উপলক্ষে যাত্রা। নিরোল। রাত ৮টা। উদ্যোগ: ঈশানেশ্বর বারোয়ারি কমিটি। |
|