জমে উঠেছে রূপনারায়ণপুর বইমেলা। পশ্চিম রাঙামাটিয়া ইউথ ক্লাব আয়োজিত ওই বইমেলার শনিবার আনুষ্ঠানিক সূচনা করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক গৌতম সান্যাল। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রায় ৩০টি বইয়ের স্টল দেওয়া হয়েছে মেলায়।
মেলা আয়োজক কমিটির কার্যকরী সভাপতি রবিশঙ্কর কুণ্ডু জানান, এই মেলা দশ বছরের পুরনো। দশ বছর আগে বছর দুয়েক চিত্তরঞ্জনের মেলা বন্ধ থাকায় এলাকাবাসীর চাহিদায় এই মেলা শুরু হয়। সভাপতিত্ব করেছিলেন কবি অরুণকুমার চট্টোপাধ্যায়। এখন সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই মেলা। স্থানীয় একটি ছোট পত্রিকা ‘আজকের যোধনে’র সম্পাদক বাসুদেব মণ্ডলের কথায়, “বইমেলা এখন জনপ্রিয় বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছে।” |
বইমেলায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে স্বভাবতই খুশি স্থানীয়রা। স্থানীয় শিল্পী শ্রাবণী চক্রবর্ত্তী, প্রিয়দর্শী দত্ত, শ্বাশ্বতী নন্দীদের কথায় “ছোট থেকে বড়, স্থানীয় শিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পান এই মেলায়। তাতে আত্মবিশ্বাস বাড়ে তাঁদের।”
এ দিন মেলায় ২০ জন কবি নিজেদের কবিতা পড়ে শোনান। সাহিত্য ও আলোচনাচক্রে বক্তব্য রাখেন শিবশঙ্কর ঘটক। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার ৫ জন স্থানীয় প্রবীণ ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়া হবে। রয়েছে সরোদ বাদনের আয়োজন। মঙ্গলবার থাকছে স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন নিয়ে আলোচনাচক্র। শুক্রবার শিল্পাঞ্চলের সাহিত্যচর্চা নিয়ে একটি আলোচনার আয়োজন করা হয়েছে। মেলার শেষ দিন রবিবার থাকবে এলাকার কচিকাঁচাদের নিয়ে নানা অনুষ্ঠান। এছাড়াও প্রতিদিনই থাকছে গান, আবৃত্তি। বসবে বাউলগানেরও আসর। |