সুপার ডিভিশন লিগ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ঝড়ের জন্য টসের মাধ্যমে ফলাফল চূড়ান্ত হল। রবিবার মহকুমা ক্রীড়া সংস্থার সুপার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় সেমিফাইনালে হরিপুর সিএ আসানসোল স্টেডিয়ামের খেলায় চিত্তরঞ্জন সানডে সিএ-কে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর সিএ ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে। জবাবে সানডে সিএ ৩৪ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান তুলে নেয়। এর পরে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। আয়োজক সংস্থার পক্ষে সুখেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টসের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
|
জিতল ভিনসেন্ট
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমানের কামারকিটা গ্রামে চলছে ক্রিকেট প্রতিযোগিতা। রবিবার উদিত সিংহের তোলা ছবি।
|
বর্ধমানের কামারকিতা মাঠে পূর্ণচন্দ্র পাল স্মৃতি তৃতীয় বর্ষ ক্রিকেটে খেতাব জিতল ভিনসেন্ট ক্লাব। তারা ফাইনালে সামারসেটকে তিন উইকেটে হারায়। ম্যাচের সেরা ভিনসেন্টের প্রলয় ভৌমিক ও প্রতিযোগিতার সেরা সমারসেটের সুজয় গোস্বামী। প্রাক্তন রনজি ক্রিকেটার পলাশ নন্দী, সিএবি-র সচিব সুজন মুখোপাধ্যায় পুরস্কার বিতরণ করেন। উদ্যোক্তাদের অন্যতম শিল্পপতি কৃষ্ণদাস পাল বলেন, “এই প্রতিযোগিতার এ বার তৃতীয় বর্ষ। সব জেলা থেকে দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে।”
|
অনূর্ধ্ব ১৭ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সিএবি আয়োজিত ২৯ নম্বর গ্রুপের অনূধ্বর্র্ ১৭ ক্রিকেট লিগের রবিবারের খেলায় বিজয়ী হল ডিসিসি। তারা ২ উইকেটে গায়ত্রী দেবী সিসি-কে হারায়। প্রথমে ব্যাট করে গায়ত্রীদেবী ১৭৪ রান করে। অমরজিৎ সা ৫৩ রান করে। জবাবে ৮ উইকেটে জয়ের রান তুলে নেয় ডিসিসি। রাহুলকুমার সিংহ অপরাজিত ৫১ রান করে। বিজয়ী দলের হয়ে আকাশদীপ ঘোষ, অভিজিৎ কুমার ও অনুরাগ নাথ দু’টি করে উইকেট নেয়। ম্যাচটি পরিচালনা করেন ভবানীপ্রসাদ মুখোপাধ্যায়, প্রদীপ্ত সরকার।
|
জয়ী ক্লাব স্যান্টোস
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হকি লিগে ফাইনালে গেল ক্লাব স্যান্টোস এবং দুর্গাপুর টাউন ক্লাব। রবিবার টাউন ক্লাব মাঠের প্রথম খেলায় বিজয়ী হয় ক্লাব স্যান্টোস। তারা ৩-২ গোলে বিধান স্পোর্টিংকে হারায়। বিজয়ী দলের হয়ে বসন্তকুমার রায় ২টি গোল করেন। অপর গোলটি করেন আজাদ আলি। অন্য দিকে, বিজিত দলের হয়ে গোল করেন হিতেশ সিংহ ও প্রণব মান্ডি। এ দিন দ্বিতীয় খেলায় টাউন ক্লাব ১-০ গোলে সানডে ক্লাবকে হারায়। সঞ্জয়জিৎ মুর্মু গোলটি করেন।
|
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
চলছে রাজীব গান্ধী স্মৃতি ক্রিকেট। নিজস্ব চিত্র।
|
রাজীব গাঁধী মেমোরিয়াল সোসাইটি আয়োজিত রাজীব গাঁধী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পুটু চৌধুরী এমসিসিসি। রবিবার কাশীরাম দাস মাঠে ফাইনাল খেলায় তারা ডিসিসি-কে ২৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৬ রান করে এমসিসিসি। শুভাশিস চক্রবর্তী ১০৩ রান করেন। তিনিই ফাইনাল ও প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হন। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৭ রান করে ডিসিসি। রাজা বাউরি ৪৩ রান করেন। বিজয়ী দলের শুকদেব সোরেন ১৪ রানে ৩টি উইকেট নেন। ম্যাচটি পরিচালনা করেন পার্থসারথি বন্দ্যোপাধ্যায় ও চন্দন চট্টোপাধ্যায়।
|
জয়ী পানুড়িয়া
নিজস্ব সংবাদদাতা • রাবাবনি |
আছড়া নেতাজি ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় জয়ী হল পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব। আছড়া হাইস্কুল মাঠে তারা জেমারি কৃষক সঙ্ঘকে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে জেমারি সব উইকেট হারিয়ে ১১৬ রান করে। ২ উইকেটেই জয়ের রান তুলে নেয় পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব।
|