|
|
|
|
উদ্ধার দুই বোন |
মাদক-বিস্কুটে পাচারের চেষ্টা |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
মাদক মেশানো বিস্কুট খাইয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়া দুই বোনকে পাচারের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রবিবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর পূর্ব সীমান্ত রেলের সামসি স্টেশনে। ওই ঘটনায় পাচারকারী সন্দেহে এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আরপিএফ। ঘটনার পরই মহিলার স্বামী এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে রেল পুলিশ দাবি করেছে। রেল পুলিশ জানায়, ওই মহিলার বাড়ি হরিশ্চন্দ্রপুরের দ্বেগনে। আরপিএফের সামসি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রত্নেশ যাদব বলেনষ ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সব খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুই বোনেরই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।” রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রতুয়ার সালাবতপুরের দুই বোন রোজিনা খাতুন ও মুশরেফা খাতুন দাদুর বাড়ি বান্ধাকুড়িতে যায়। তারা দুজনেই কুমারগঞ্জ হাই স্কুলের ছাত্রী। এদিন তারা বাড়ি ফিরবে বলে সামসি স্টেশনে আসে ট্রেন ধরতে। কুমারগঞ্জে নেমে তাদের বাড়ি ফেরার কথা। স্টেশনে ঘোরাঘুরি করার সময় তাদের কাছে গিয়ে ভাব জমায় ওই মহিলা। তাদের বিস্কুট খেতে দেয়। কিন্তু ওই খাবার খেয়েই তারা অসুস্থ বোধ করতে থাকে। ওই সময় ভয় পেয়ে তারা চিৎকার করতে শুরু করলে ছুটে যায় আরপিএফ। বেগতিক দেখে মহিলার স্বামী পালিয়ে গেলেও আটক করা হয় ওই মহিলাকে। দুই ছাত্রীকে একা কেন আত্মীয়ের বাড়ি যেতে দেওয়া হল তা নিয়েও তদন্তে করছে পুলিশ। দুই বালিকার বাবা মহম্মদ ইব্রাহিম বলেন, “একটা স্টেশনের ব্যাপার। আগেও ওরা দুজনে মিলে মামা বাড়ি গিয়েছে। যা ঘটল তাতে এ ভাবে কখনও পাঠাব না।” |
|
|
|
|
|