সম্প্রতি উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসাবাটি বসন্তোৎসব কমিটির তরফে পালন করা হল বসন্ত উৎসব। উপস্থিত ছিলেন সাহিত্যিক এম মজিদ আলি, হাড়োয়ার সার্কল ইন্সপেক্টর প্রসূন বিশ্বাস প্রমুখ। অষ্টম বর্ষে পা দেওয়া এই উৎসবে এ বার স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে রাখিবন্ধন উৎসব পালিত হয়। এ ছাড়া আবির খেলা, সঙ্গীত ও নৃত্যনুষ্ঠান পরিবেশিত হয়।
|
বনগাঁর গোবরাপুর সংবিত্তি এবং গোবরডাঙার রবীন্দ্র নাট্য সংস্থার পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হল বিশ্ব নাট্য দিবস। এই উপলক্ষে গোবরাপুরে প্রভাতফেরি, অলোচনাসভা, গান, আবৃত্তি প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোদন করেন নাট্য ব্যক্তিত্ব দীপা ব্রহ্ম। অন্যদিকে, গোবরডাঙা স্টেশন সংলগ্ন বিধানচন্দ্র রায়ের মূর্তির নীচে রবীন্দ্র নাট্য সংস্থার পক্ষ থেকে কোলাজনৃত্য, গান, আবৃত্তির পাশাপাশি সুনির্মল বসুর লেখা নাটক ‘বীর শিকারি’ মঞ্চস্থ হয়। ‘বিশ্ব নাট্য দিবস ও বাংলা থিয়েটারের ২০০ বছর’ শীর্ষক এক আলোচনা চক্রে অংশগ্রহণ করেন পবিত্র মুখোপাধ্যায়। সংস্থার তরফে বিশ্বনাথ ভট্টচার্য বলেন, “মূলত শিশু ও কিশোরদের মধ্যে নাট্য চেতনা বাড়াতে এই উৎসব।”
|
সম্প্রতি বসিরহাটের ধান্যকুড়িয়ায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পণ্ডিতজী কলোনি এলাকায় এক মেলার আয়োজন করা হয়েছিল। চারদিনের এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। ছিল কীর্তন, বাউলগান, যাত্রার আসর। মেলা উপলক্ষে কবি সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
|
|
শান্তিপুরের হরিপুরে রামনবমী উপলক্ষে মেলা। ছবি সুদীপ ভট্টাচার্য। |
|