কর্মীদের শূন্যপদ পূরণের দাবিতে আজ সোমবার থেকে আরামবাগ মহকুমা আদালতে চার দিন কর্মবিরতির ডাক দিয়েছে সেখানকার বার অ্যাসোসিয়েশন এবং ল’ক্লার্কদের সংগঠন। আরামবাগ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অরূপ হাজরা বলেন, “আদালতে পেশকার, পিওন, করণিক এমন নানা পদে প্রয়োজনের তুলনায় অর্ধেক কর্মীও নেই। ফলে, কাজকর্ম হচ্ছে না বললেই চলে। বিচারপ্রার্থীরা এসে ফিরে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে নানা মহলে জানিয়েও লাভ হয়নি।” অটোর ধাক্কায় মৃত্যু যুবকের। অটো রিকশার ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে বাদুড়িয়ার কলিঙ্গা গ্রামের ব্রাহ্মণপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম সুব্রত মণ্ডল (৩৭)।
|
হাওড়া জেলার শ্যামপুরের ‘অরুণোদয় সাহিত্য পরিষদ’ এবং ‘ভোরের আলো’ পত্রিকার যৌথ উদ্যোগে গত রবিবার স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে সাহিত্যসভার আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে শ্যামপুরের নীলাচল ভবনে ওই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, গান, আবৃত্তিতে যোগ দেন বহু বিশিষ্ট শিল্পী। স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনাও হয়। এ দিনের অনুষ্ঠানে সত্যব্রত দাস সম্পাদিত কবিতা সংকলন ‘অনন্য পৃথিবী’ এবং অজিতকুমার জানার ‘ছড়গ্রন্থ’ প্রকাশিত হয়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক কৃষ্ণা বসু, কবি আয়ুব আলি খান, কণ্ঠশিল্পী বসুমতী দাস প্রমুখ।
|
পথ দুর্ঘটনায় বালিকার মৃত্যু |
যন্ত্রচালিত ভ্যানের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বালিকার। জখম ৫ জন। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে পুড়শুড়ার সামন্ত রোডে। মৃতের নাম মান্তু রুইদাস (১২)। বাড়ি পুড়শুড়ার ধাপধারা গ্রামে। আহতেরা তার আত্মীয়। আহতে শ্রীরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি।
|
রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশন |
চুঁচুড়ায় হুগলি পুলিশ লাইনের মাঠে চার দিন ধরে হ্যান্ডবল প্রতিযোগিতা হয়ে গেল। জেলা পুলিশের সহযোগিতায় ওই প্রতিযোগিতার আয়োজন করেছিল রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশন। কলকাতা এবং অবশিষ্ট বাংলা দলের মধ্যে ৪ দিনে ৪টি ম্যাচ হয়। মেয়েদের বিভাগেও ওই দু’টি দলের মধ্যে খেলা হয়। শুক্রবার ছিল শেষ দিন। ছেলেদের বিভাগে জয়ী হয় কলকাতা। মেয়েদের বিভাগে জেতে অবশিষ্ট বাংলা দল। মাঠে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হ্যান্ডবল দল এবং সাইয়ের হ্যান্ডবল কোচ অতনু মজুমদার, পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী প্রমুখ। আয়োজকেরা জানান, হ্যান্ডবলের রেফারি তৈরির জন্য এই প্রতিযোগিতার আয়োজন। |