|
|
|
|
পোলবায় খুন, ধর্ষণের কিনারা হয়নি এখনও |
নিজস্ব সংবাদদাতা • পোলবা |
পাঁচ দিন কেটে গেলেও হুগলির পোলবায় কৃষককে খুন এবং তাঁর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। এই অবস্থায় এখনও আতঙ্ক কাটেনি গ্রামবাসীদের। জেলায় একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটতে থাকায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
পুলিশ অবশ্য দাবি করছে, শীঘ্রই ঘটনার কিনারা করা সম্ভব হবে। হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। দুষ্কৃতীরা শীঘ্রই ধরা পড়বে।”
গত ২৭ মার্চ রাতে পোলবার পাটনা দক্ষিণপাড়ার ওই কৃষকের বাড়িতে হানা দেয় জনা সাতেক দুষ্কৃতী। অভিযোগ, তিনটি আলাদা ঘরে নিয়ে গিয়ে ওই দম্পতি এবং তাঁদের স্কুল-পড়ুয়া ছেলের উপর অত্যাচার করা হয়। কুপিয়ে খুন করা হয় ওই কৃষককে। তাঁর স্ত্রী গণধর্ষণের শিকার হন। ঘরে থাকা ৪০ হাজার টাকা এবং ৮ ভরি সোনাও দুষ্কৃতীরা লুঠ করে বলে অভিযোগ। ঘটনার নৃশংসতায় শোরগোল পড়ে যায়। নড়েচড়ে বসে পুলিশ। পুলিশ কুকুর আনা হয়। জেলার পুলিশকর্তারা তো বটেই, আই জি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ নিজেও সরেজমিনে তদন্তে আসেন। কেউ অবশ্য এখনও ধরা পড়েনি।
ইতিমধ্যেই ওই মহিলা-সহ অন্যদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী পুলিশ অফিসারেরা। তাঁদের অনুমান, দুষ্কৃতীদের মধ্যে ওই পরিবারের পূর্ব পরিচিত কেউ না কেউ ছিলেন। দোলের দিন সেই পরিচিত জনই ১০ হাজার টাকা চেয়ে বেনামে হুমকি চিঠি সেঁটে গিয়েছিল ওই কৃষকের ট্রাক্টরে। রবিবার সন্ধ্যায় জেলা পুলিশের এক কর্তা বলেন, “নির্দিষ্ট সূত্র ধরে তদন্ত এগোচ্ছে। সন্দেহভাজনেরা গ্রেফতার হলেই ঘটনার জট খুলে যাবে।” |
|
|
|
|
|