শাস্তি চেয়ে স্মারকলিপি সিপিএমের |
সেবক রোডের ধর্ষণের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে ডিএসপিকে স্মারকলিপি দিলেন সিপিএম সমর্থকরা। শনিবার দুপুরে শিলিগুড়ি ২ নম্বর লোকাল কমিটির পক্ষ থেকে ওই স্মারকলিপি দেওয়া হয়। দলের পক্ষে জানানো হয়, বৃহস্পতিবার রাতে সেবক রোডের একটি হোটেলের ৫ জন কর্মী ছাদ টপকে একটি বহুতলে গিয়ে যেভাবে এক তরুণীকে ধর্ষণ করেছে তা উদ্বেগজনক। ওই ঘটনার পর পুলিশকে আরও সতর্ক হওয়া উচিত। এ ছাড়াও খালপাড়া ফাঁড়িতে পুলিশ কর্মীদের সংখ্যা বাড়ানোর দাবি করেন তাঁরা। সংগঠনের ২ নম্বর লোকাল কমিটির সম্পাদক সঞ্জয় টিবরুয়াল বলেন, “চারদিকে ডাকাতি, ছিনতাই, ধর্ষণ হচ্ছে। এই অবস্থায় আমরা পুলিশের কাছে কড়া নজরদারির দাবি করেছি।” এদিন দলের মিছিলে যোগ দেন সিপিএম কাউন্সিলর কমল অগ্রবাল এবং শালিনী ডালমিয়া। শিলিগুড়ির ডিএসপি প্রদীপ পাল বিষয়গুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সেখানে ছিলেন শিলিগুড়ি থানার আইসি পিনাকী মজুমদার।
|
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন |
পৃথক ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ ৩ যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ও কালিয়াগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, এদিন করণদিঘি থানার ডালখোলা এলাকা থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ রাজেন সিংহ ও দীপক গোয়ালা নামে ২ যুবককে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি জলপাইগুড়ি জেলার ফাটাপুকুরে। ধৃতরা ওই এলাকায় ডাকাতির পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। অন্যদিকে, একই সময়ে কালিয়াগঞ্জের ধুকুরঝাড়ি হাট এলাকা থেকে শরত রায় নামে আরেক যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই এলাকাতেই তার বাড়ি। ধৃতের কাছ থেকেও একটি পাইপগান ও একরাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গরু পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
|
বহু পুরনো দিনের এক শ্মাশাঘাট দখল করার অভিযোগ উঠেছে একশ্রেণির দালাল চক্রের বিরুদ্ধে। সম্প্রতি দার্জিলিং জেলাশাসক ও ফাঁসিদেওয়া ভূমি সংস্কার দফতরে ওই অভিযোগ জানিয়েছেন ফাঁসিদেওয়ার মালিগছ এলাকার কয়েকশো বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৭ একরের মতো খাস জমির উপর ওই শ্মশানঘাট রয়েছে।
|
ভারত শিক্ষারত্ন পেলেন রাজগঞ্জের আমবাড়ি-ফালাকাটা চিন্তামোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশচন্দ্র রায়। গত ২৭ ফেব্রুয়ারি দিল্লিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকার তাঁকে সম্মানে ভূষিত করেন। ‘গ্লোবাল সোসাইটি ফর হেল্থ অ্যান্ড এডুকেশনাল গ্রোথ’ নামে একটি ভারতীয় সংস্থার পক্ষ থেকে সম্মান ফলক ও সার্টিফিকেট দেওয়া হয়। ফলক ও সার্টিফিকেট দেন প্রাক্তন নির্বাচন কমিশনার জি বি কৃষ্ণমূর্তি। গ্রামের শিক্ষায় পিছিয়ে পড়া গরিব ছেলেমেয়েদের শিক্ষার আঙিনায় নিয়ে আসা এবং শিক্ষার মানবৃদ্ধি করা জোর দিয়েছিলেন তিনি।
|
রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চল কংগ্রেস কমিটির বার্ষিক সম্মেলন হল রবিবার। স্থানীয় হাই স্কুল মাঠে ওই সম্মেলন হয়। উদ্বোধন করেন অঞ্চল সভাপতি নজরুল ইসলাম। ছিলেন জেলা কংগ্রেস নেতা হাজি নূরল ইসলাম, সৈকত চট্টোপাধ্যায়, দুলাল দেবনাথ, রাজগঞ্জ ব্লক যুব কংগ্রেস নেতা মোস্তাফা আলি প্রমুখ। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনা ছাড়া আগামী পঞ্চায়েত নির্বাচনকে ঢেলে সাজতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।
|
আগামী ৮ এপ্রিল বিধাননগরের সন্তোষিনী হাই স্কুল মাঠে তৃণমূলের ফাঁসিদেওয়া ব্লক সম্মেলেন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করে তুলতে রবিবার ফাঁসিদেওয়ার চটহাটে একটি প্রচার ও পথ সভা করা হল বলে স্থানীয় তৃণমূল নেতা দলিল মহম্মদ জানান। |