পেশায় অঙ্গনওয়াড়ি সহায়িকা এক বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহিবুল মল্লিক (২৫)। বাড়ি পাত্রসায়র থানার তাজচক গ্রামে। শনিবার রাতে ময়রাপুকুর মোড় থেকে মহিবুলকে পাত্রসায়রের ওসি মানবেন্দ্রনাথ পাল গ্রেফতার করেন। রবিবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১২ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২৪ জানুয়ারি সকালে অঙ্গনওয়াড়ি সহায়িকা বধূ সাইকেলে ডান্না গ্রামে যাচ্ছিলেন। সেই সময় গামছায় মুখ ঢাকা এক যুবক তাঁকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দেওয়ায় যুবকটি তাঁকে মারধরও করে বলে অভিযোগ। কিন্তু পাত্রসায়র থানার তৎকালীন ওসি সঞ্জীব চক্রবর্তী ধর্ষণের চেষ্টার অভিযোগকে শ্লীলতাহানি বলে লঘু করে দেন বলে অভিযোগ ওঠে। এর পর ওই বধূ পুলিশের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ করেন। সম্প্রতি জাতীয় মহিলা কমিশন এই বিষয়ে বাঁকুড়া পুলিশ সুপারের রিপোর্ট তলব করে। এর পরেই নড়েচড়ে বসে পুলিশ। গত বুধবার পাত্রসায়রের নতুন ওসি মানবেন্দ্রনাথ পাল ওই মহিলার বাড়িতে গিয়ে তাঁর অভিযোগ শোনেন।
জেলা পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “ধৃত যুবকের বিরুদ্ধে ওই বধূকে ধর্ষণের চেষ্টার জামিন অযোগ্য ধারার মামলা করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। আদালতের অনুমতি নিয়ে অভিযুক্তদের সনাক্তকরণের জন্য ওই মহিলাকে টি আই প্যারেডে ডাকা হবে।” তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা অভিযুক্তকে চিহ্নিত করতে পারেননি। নতুন ওসি ওই মহিলা এবং ঘটনার সময় আশপাশের মানুষের সঙ্গে কথা বলে তাজচকের এক যুবককে চিহ্নিত করে। কিন্তু এই যুবক গ্রামছাড়া বলে জানা যায়। পরে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ময়রাপুকুর মোড় থেকে মহিবুলকে ধরে পুলিশ। |