ভারতীয়দের জন্য ফুলব্রাইট
ম্প্রতি ‘ইউনাইটেড স্টেটস ইন্ডিয়া এডুকেশনাল ফাউন্ডেশন’ বা ‘ইউসিয়েফ’ ভারতীয়দের জন্য ফুলব্রাইট-নেহরু ফেলোশিপ এবং অন্যান্য ফুলব্রাইট গ্রান্টের ঘোষণা করেছে। ২০১৩-১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বাছাই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি করতে আগ্রহী ভারতীয় ছাত্রছাত্রীদের ‘ফুলব্রাইট-নেহরু মাস্টার্স ফেলোশিপস ফর লিডারশিপ ডেভেলপমেন্ট’ বৃত্তি দেওয়া হবে। কলকাতায় ইউসিয়েফ-এর পূর্বাঞ্চলীয় শাখার রিজিয়োনাল অফিসার সেবন্তী নারায়ণ জানালেন, ২০১৩ সালে ভারতীয়দের জন্য আনুমানিক ১০০টি ফুলব্রাইট-নেহরু ফেলোশিপ দেবে ইউসিয়েফ।
মাস্টার্স স্তরে যে সমস্ত বিষয়ের এই স্কলারশিপ পাওয়া যাবে সেগুলি হল: হেরিটেজ কনসারভেশন এবং মিউজিয়াম স্টাডিজ সহ আর্টস এবং কালচার ম্যানেজমেন্ট, কমিউনিকেশন স্টাডিজ, কনফ্লিক্ট রিসোলিউশন, ইকনমিক্স, এনভায়রনমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আর্বান অ্যান্ড রিজিয়োনাল প্ল্যানিং এবং উইমেন’স স্টাডিজ। ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে মার্কিন ব্যাচেলর ডিগ্রির সমতুল্য ডিগ্রিতে কম পক্ষে ৫৫ শতাংশ নম্বর, তিন বছর বা তার বেশি পূর্ণ সময়ের পেশাদার কাজের অভিজ্ঞতা, নেতৃত্ব দেওয়া ও কমিউনিটি সার্ভিসের অভিজ্ঞতা সম্পন্ন ভারতীয় শিক্ষার্থীরা মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার্স ডিগ্রি কোর্স করতে আগ্রহী হলে ফুলব্রাইট-নেহরু মাস্টার্স ফেলোশিপস ফর লিডারশিপ ডেভেলপমেন্ট-এর জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীর হয় ৪ বছরের ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে অথবা ৩ বছরের ব্যাচেলর্স-এর পর মাস্টার্স ডিগ্রি করা থাকতে হবে। বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া চাই। এ ক্ষেত্রে আবেদনের সময়সীমা হল ১৬ জুলাই, ২০১২।
গবেষকদের জন্য রয়েছে ‘ফুলব্রাইট-নেহরু ডক্টরাল অ্যান্ড প্রফেশনাল রিসার্চ ফেলোশিপ’। কেবল মাত্র ৯ মাসের জন্য এই ফেলোশিপ পাওয়া যাবে। যাঁরা ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে পিএইচ ডি করার জন্য রেজিস্ট্রার করিয়েছেন অথবা পেশাদার ব্যক্তি, যাঁর তাৎপর্যপূর্ণ কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরাই এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারেন। মূলত যে সমস্ত ক্ষেত্রে এই বৃত্তি প্রদান করা হবে সেগুলি হল এগ্রিকালচারাল সায়েন্সেস, ইকনমিক্স, এডুকেশন, এনার্জি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এনভায়রমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশনস্, ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস্ (মূলত পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং-এর ওপর জোর দেওয়া হবে এ ক্ষেত্রে), পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক হেলথ, সায়েন্স অ্যান্ড টেকনলজি, এখনকার ঘটনাক্রম সহ ভারত নিয়ে পড়াশোনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে পড়াশোনা। আবেদনের সময়সীমা: ১৬ জুলাই, ২০১২।
এ ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও আরও কিছু ফুলব্রাইট স্কলারশিপ দেওয়া হবে। এই সব ফেলোশিপগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য, আবেদনের নিয়ম-কানুন ও নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানতে হলে দেখতে হবে ওয়েবসাইট www.usief.org.in. কলকাতা ইউসিয়েফ-এর ঠিকানা: দি আমেরিকান সেন্টার, ৩৮এ জওহরলাল নেহরু রোড, কলকাতা- ৭০০০৭১। ফোন: ৩৯৮৪৬৩১০।
২০১৩ সালে ভারতীয়দের জন্য আনুমানিক ১০০টি ফুলব্রাইট-নেহরু ফেলোশিপ দেবে ইউসিয়েফ।
‘ফুলব্রাইট-নেহরু ডক্টরাল অ্যান্ড প্রফেশনাল রিসার্চ ফেলোশিপ’-এর মেয়াদ সর্বাধিক নয় মাসের।
ওয়েবসাইট: www.usief.org.in.
ভূবিজ্ঞান নিয়ে কানাডায় পড়তে চাই। কোথায় পড়া যেতে পারে?


কানাডার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে জিয়োলজি এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে উচ্চশিক্ষা করা যায়। ইউনিভার্সিটি অব ক্যালগারিতে (http://www.ucalgary.ca/) জিয়োলজি, জিয়োফিজিক্স নিয়ে এম এসসি করা যায়। ইউনিভার্সিটি অব ওয়াটারলু-তে (http://uwaterloo.ca/) জিয়োগ্রাফিতে মাস্টার অব আর্টস, মাস্টার অব এনভায়রনমেন্টাল স্টাডিজ কিংবা মাস্টার অব সায়েন্স। রিসার্চ-এর বিষয়গুলির মধ্যে রয়েছে আর্থ সিস্টেমস সায়েন্সেস, ডেভলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টস, জিয়োম্যাটিক্স। ইউনিভার্সিটি অব অ্যালবার্টার (http://www.ualberta.ca/) আর্থ অ্যান্ড অ্যাটমোসফেরিক সায়েন্সেস বিভাগে এনভায়রনমেন্টাল আর্থ সায়েন্সেস, অ্যাটমোসফেরিক সায়েন্সেস, জিয়োলজি, হিউম্যান জিয়োগ্রাফিতে রিসার্চ করা যাবে। ইউনিভার্সিটি অব টরোন্টোয় (http://www.utoronto.ca/) জিয়োলজিতে আর্থ অ্যান্ড প্ল্যানেটারি মেটিরিয়ালস, জিয়োডায়নামিক্স, এনভায়রনমেন্টাল জিয়োসায়েন্সেস, জিয়োবায়োলজি, মতো বিষয়ে রিসার্চ করা যাবে। যোগ্যতা: গ্র্যাজুয়েশন করার ক্ষেত্রে অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই ব্যাচেলর্স স্তরে ফার্স্ট ক্লাস সহ আই ই এল টি এস কিংবা টোয়েফল-এ ভাল স্কোর চায়। আর পিএইচ ডি-র ক্ষেত্রে জিয়োগ্রাফি, জিয়োলজি বা আনুষঙ্গিক বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.