|
|
|
|
|
|
|
ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়্যাল সার্ভিস |
রাজ্যের বিভিন্ন আদালতে আধিকারিক (ম্যাজিস্ট্রেট) পদে নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়্যাল সার্ভিস এগজ্যামিনেশন পরিচালনা করে থাকে।
পরীক্ষায় রয়েছে তিনটে ধাপ: ১) প্রিলিমিনারি ২) মেনস্ ও ৩) ইন্টারভিউ। সাধারণত মে মাস নাগাদ হয় প্রিলিমিনারি। মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকে, সবই মাল্টিপল চয়েস অবজেকটিভ ধরনের। সময় দেওয়া হয় আড়াই ঘণ্টা। প্রশ্ন থাকে ইংরেজি, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং টেস্ট অব রিজনিং, ভারতীয় সংবিধান, ল অব কনট্রাক্টস অ্যান্ড টর্টস, ল অব এভিডেন্স, সিভিল প্রসিডিয়োর কোডস, ক্রিমিনাল প্রসিডিয়োর কোড অ্যান্ড ইন্ডিয়ান পিনাল কোড, পার্সোনাল ল, ল অব লিমিটেশন থেকে।
আর ফাইনাল পরীক্ষা হয় জুন-জুলাই নাগাদ। এখন প্রশ্নগুলি রচনা ভিত্তিক। থাকে আটটা কম্পালসারি পেপার ও তিনটি ঐচ্ছিক বিষয়ের ওপর। প্রত্যেক পেপার টোটাল নম্বর ১০০, সময় তিন ঘণ্টা। মেনস্-এ কম্পালসারি ও ঐচ্ছিক বিষয়ে আইনের সিলেবাসটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এলএলবি ডিগ্রি কোর্সের সমান। আর সব শেষে থাকে ইন্টারভিউ, ১০০ নম্বরের।
• আইনে স্নাতক, সেই সঙ্গে রাজ্যের বার কাউন্সিলে আইনজীবী রূপে নাম নথিভুক্ত থাকা চাই।
• যে দিন পরীক্ষার বিজ্ঞাপন বেরোচ্ছে সেই দিন প্রার্থীর বয়স থাকতে হবে ২৩-৩৫ বছরের মধ্যে।
• সাধারণ প্রার্থীরা মোট তিনবার আর তফসিলি জাতি এবং জনজাতিরা পাঁচবার সুযোগ পাবেন এই পরীক্ষায় বসার। |
|
• ভবিষ্যতে আর্কিয়োলজি নিয়ে পড়তে চাই। কোথায় কোথায় পড়তে পারি?
বিবেক, দমদম
সাধারণত আর্কিয়োলজি বিষয়টি এখানে স্নাতকোত্তর স্তরেই পড়ানো হয়। প্রধানত আর্কিয়োলজিতে এম এ, কিছু ডিপ্লোমা কোর্স এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন আর্কিয়োলজি পড়ানো হয়। সাধারণ স্নাতক স্তরে অ্যানথ্রোপলজি, ইতিহাস বা সোশিয়োলজি থাকলে এই বিষয়টিতে স্নাতকোত্তরে সুবিধা হয়। তবে, অন্যান্য বিষয় নিয়ে পড়েও এই বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়া যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে (http://www.caluniv.ac.in/) এই বিষয়ে মাস্টার্স এবং পিএইচ ডি করা যায়। স্নাতকোত্তরে ভর্তি হতে বি এ-তে ৫২ শতাংশ অথবা বি এসসি-তে ৩৫ শতাংশ নম্বর প্রয়োজন। বিশ্বভারতীতে (www.visvabharati.ac.in)-এ কালচার অ্যান্ড আর্কিয়োলজিতে তিন বছরের বি এ কোর্স রয়েছে। এ ছাড়া এখানে ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিয়োলজিতে ২ বছরের মাস্টার্স ডিগ্রিও পড়ানো হয়। নতুন দিল্লির ইনস্টিটিউট অব আর্কিয়োলজি (http://asi.nic.in/asi_training_institute.asp), অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের কলেজেস অব আর্টস অ্যান্ড কমার্স, বিশাখাপত্তনম, বেনারস হিন্দু ইউনিভার্সিটি (http://www.bhu.ac.in/), আমদাবাদে গুজরাত ইউনিভার্সিটি (http://www.gujaratuniversity.org.in/web/index.asp), কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় (http://www.kuk.ac.in/), অন্ধ্র ইউনিভার্সিটি (http://www.andhrauniversity.info/) প্রভৃতিতে আর্কিয়োলজির বিভিন্ন কোর্স রয়েছে।
নতুন দিল্লির ইনস্টিটিউট অব আর্কিয়োলজি-তে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন আর্কিয়োলজি পড়া যায়। মাস্টার্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেলে লিখিত পরীক্ষায় বসা যায়। এ ছাড়া, দিল্লি ইনস্টিটিউট অব হেরিটেজ রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট (www.dihrm.delhigout nic.in) মাস্টার ইন কনসার্ভেশন, প্রিজারভেশন অ্যান্ড হেরিটেজ ম্যানেজমেন্ট এবং মাস্টার ইন আর্কিয়োলজি অ্যান্ড হেরিটেজ ম্যানেজমেন্ট-এরও কোর্স করায়। দু’টি কোর্সই ২ বছরের।
• ভবিষ্যতে নিউট্রিশন-এ অনার্স পড়তে চাই। উচ্চ মাধ্যমিকে কী কী বিষয় থাকতে হবে? কোন কোন কলেজে পড়ানো হয়? কোথায় এই বিষয়ে এম এ করার সুযোগ আছে?
পল্লব রায়, পাইকপাড়া
উচ্চ মাধ্যমিক স্তরে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি থাকলে নিউট্রিশন (অনার্স) পড়ার ক্ষেত্রে সুবিধা হয়। অন্ততপক্ষে কেমিস্ট্রি থাকতেই হবে। কেননা, নিউট্রিশন (অনার্স) পড়ার জন্য পাস-এ কেমিস্ট্রি থাকা বাধ্যতামূলক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মহারানি কাশীশ্বরী কলেজ, উইমেন্স কলেজ, জয়পুরিয়া (মর্নিং), নেতাজিনগর কলেজ, বিহারীলাল কলেজ, আমতা কলেজ, রায়দিঘি কলেজ, বজবজ কলেজ ইত্যাদিতে নিউট্রিশন অনার্স আছে। এ ছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে আসানসোল কলেজ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে কাঁচরাপাড়া কলেজ ইত্যাদিতে অনার্স পড়া যায়।
নিউট্রিশনে এম এসসি করা যায় বিহারীলাল কলেজ (কলকাতা বিশ্ববিদ্যালয়)-এ। এখানে বি এসসি (অনার্স) কোর্সটি শুধু মেয়েদের জন্য সংরক্ষিত হলেও মাস্টার ডিগ্রি ছেলে-মেয়ে উভয়েই পড়তে পারে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি-র অধীনে মা সারদা কলেজ (সেলফ ফিনান্স), রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ ইত্যাদিতে এম এসসি করা যায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ফুড অ্যান্ড নিউট্রিশন-এ এম এসসি করা যায়। সারা ভারতে নানান বিশ্ববিদ্যালয়ে নিউট্রিশনে এম এসসি কোর্স রয়েছে।
|
|
ফোকাস
শমিত কর
শিক্ষক, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় |
|
• ভবিষ্যতে সোশিয়োলজি নিয়ে পড়তে চাই। রাজ্যে ও বাইরে কোথায় পড়া যাবে? এই বিষয় স্নাতক হয়ে স্নাতকোত্তর স্তরে অন্য কোনও বিষয়ে নিয়ে পড়া যাবে কি?
অভিষেক বসু, বর্ধমান
আর্টস, সায়েন্স বা কমার্স যে-কোনও শাখা থেকেই পড়তে আসা যায় সোশিয়োলজিতে। কলকাতা, বর্ধমান, কল্যাণী, উত্তরবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মতো বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক কলেজেই সোশিয়োলজি অনার্স পড়া যায়। এই বিষয়ে মাস্টার্স করা যায় প্রেসিডেন্সি, কলকাতা, রবীন্দ্রভারতী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান, কল্যাণী, বিদ্যাসাগর, ইগনু এবং নেতাজি সুভাষ মুক্ত ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে। সোশিয়োলজিতে অনার্স করে ইন্টারন্যাশনাল রিলেশনস, ইতিহাস, মাস কমিউনিকেশন, জার্নালিজম, সোশাল ওয়ার্ক ইত্যাদি বিষয়ে মাস্টার্স করা যায়। রাজ্যের বাইরে এই বিষয়ে একাধিক প্রতিষ্ঠানে এম এ পড়া যায়। যেমন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি স্কুল অব ইকনমিক্স, হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি ইত্যাদি। |
|
দেশের ভিতরে পড়াশোনা, ট্রেনিং-এর নানান সুযোগসুবিধের
বিষয় জানানো হবে এই কলামে। এ বিষয়ে প্রশ্ন পাঠাও।
খামের উপর লেখো:
হোম পেজ, প্রস্তুতি,
আনন্দবাজার পত্রিকা,
এ বি পি প্রাঃ লিঃ,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|