তুমি যদি মনের মত চাকরি পেতে চাও সে ক্ষেত্রে তোমাকে নিজের দোষগুণ ভাল করে চিনে রাখতে হবে। সেই সঙ্গে আরও একটা জরুরি জিনিস তোমার তৈরি করে রাখা প্রয়োজন। ভাল একটা সি ভি। কারণ নিয়োগকর্তা আগেই তোমার সঙ্গে মুখোমুখি পরিচিত নাও হতে পারেন। তিনি তোমাকে প্রথম জানবেন এই সি ভি-র মাধ্যমেই। মনে রেখো, ভাল সি ভি লেখার সময়ে কিছু বিষয় মাথায় রাখা চাই। যেমন, প্রথমেই শুরু করো পার্সোনাল স্টেটমেন্ট দিয়ে। তোমার সি ভি-তে এটা থাকবে একেবারে শুরুতে, মূল বক্তব্যের আগে। এখানে খুব সংক্ষেপে নিজের ব্যক্তিত্ত্ব, গুণাবলি এবং অর্জিত সাফল্য সম্বন্ধে দেওয়া থাকবে। পার্সোনাল স্টেটমেন্ট যদি ভাল করে লেখা যায় তা হলে সেটি সঙ্গে সঙ্গেই নিয়োগকর্তাদের নজর কাড়ে এবং তোমার সম্পর্কে  জানার জন্য তাঁদের আগ্রহও বাড়ে। নীচে কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্য দেওয়া হল। এর পর একটি সি ভি-তে লেখা পার্সোনাল স্টেটমেন্টের উদাহরণ দেওয়া হল। সেখানে যে বাক্য বা বাক্যাংশগুলি রয়েছে তার মধ্যে থেকে বিভিন্ন শব্দ বা বাক্যাংশ এক একটি চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনার ক্ষেত্রে প্রাসঙ্গিক। কোন বর্ণনা কোন বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা নির্ণয় করো:
Education, character, knowledge, experience, success
Well organized, highly motivated communications strategy advisor. Economics graduate with recent professional experience developing communication strategy for positive change. Currently completing Masters in Development Studies with specific focus on sustainability. Fluent spoken and written English. Self motivated, resourceful and able to motivate others, with excellent communication and interpersonal skills.
যেমন ধরো, education-এর ক্ষেত্রে তোমার উত্তর হওয়া উচিত Currently completing Masters in Development Studies with specific focus on sustainability.
ছবি: সুমন চৌধুরী
উপরের প্রত্যেকটি বাক্যেরই একটি বিশেষ ধর্ম রয়েছে। নীচে কতকগুলি প্রশ্ন দেওয়া হল। সেই অনুসারে বাক্যগুলিকে প্রশ্নগুলির উত্তর অনুসারে সাজাও।
a) What sort of person am I?
b) What is my area of professional expertise?
c) What is my most important qualification?
d) What is my most relevant skill for the job?
e) What am I doing at the moment?
পার্সোনাল স্টেটমেন্ট-এ আকর্ষণীয় বাক্য ব্যবহার করার জন্য তুমি নীচের টেবিল থেকে বিভিন্ন শব্দ বা বাক্যাংশ ব্যবহার করতে পারো।
একটা উদাহরণ দিই। যেমন, Highly experienced accounts manager with excellent communication skills. এ বার বাকিগুলো নিজেরা করে ফেল।
এ বার আসি তোমার ট্রান্সফারেবল স্কিলস বা সচল দক্ষতার বিষয়ে। নীচে কতগুলি ট্রান্সফারেবল স্কিল-এর তালিকা দেওয়া হল। শিক্ষা, কাজের অভিজ্ঞতা, শখ ইত্যাদির উদাহরণের মাধ্যমে এই দক্ষতাগুলি তুমি তোমার সি ভি-তে তুলে
ধরতে পারো।
কথোপকথনের দক্ষতা (কমিউনিকেশন স্কিলস), বিদেশি ভাষার দক্ষতা (ফরেন ল্যাঙ্গোয়েজ স্কিলস), বিচারশক্তির দক্ষতা (ইন্টেলেকচুয়াল স্কিলস), অন্যদের সঙ্গে মিলেমিশে কাজ করার দক্ষতা (ইন্টারপার্সোনাল স্কিলস), প্রযুক্তিগত দক্ষতা (আই টি স্কিলস), সংখ্যা বিশ্লেষণের দক্ষতা (নিউমারেসি স্কিলস), সংস্থাগত দক্ষতা (অর্গানাইজেশনাল স্কিলস), বিশ্লেষণী ক্ষমতা (রিসার্চ স্কিলস)।
কতকগুলি বাক্য দেওয়া হল নীচে। প্রত্যেকটি বাক্যের পাশে বন্ধনীতে কিছু ট্রান্সফারেবল স্কিলস উল্লেখ করা হল। এদের মধ্যে কোন ট্রান্সফারেবল স্কিলটি সংশ্লিষ্ট বাক্যে নেই সেটা খুঁজে বার কর।
১) In May 2005 I successfully completed a ten person expedition to the Himalayas (motivation/teamwork/achievement/creativity). এখানে creativity ট্রান্সফারেবল স্কিল টি নেই। বাকিগুলো করে ফেল।
২) My role was to assist the project team in devising and implementing strategies to communicate this message to local residents in different parts of Africa (commmunication/ teamwork/ creativity/ organization)
৩) As the sole Japanese speaker I acted as a spokesman for our group, negotiating bookings and negotiating the itinerary. (interpersonal skills/ communication/ analysis/ negotiation)
৪) I organized and led sports and drama activities at a summer school. (organization/ leadership/ motivation/ writing)
৫) The nature of the project meant that I had to travel extensively at a short notice and share basic living conditions. (flexibility/ teamwork/ research/ interpersonal skills)
৬) I am currently completing in depth research on reforestation techniques for my dissertation. (independence/ analysis/ research/ teamwork) বাক্যগুলির শূন্যস্থান এমন ভাবে পূরণ কর যাতে সেগুলি তোমার পক্ষে ইতিবাচক ভাবনা সৃষ্টি করে।
১) My role was to _____________
২) As the ____________ I acted as ____________
৩) The nature of ___________ meant that I had to ___________
৪) Within this role I was responsible for ____________
৫) To do this effectively, I had to ____________তুমি যখন তোমার পূর্ব চাকরির অভিজ্ঞতা এবং সাফল্য সম্পর্কে সি ভি তে লিখতে চাইছ, তখন সেখানে ব্যক্তিগত সর্বনাম না দিয়ে বরং পাস্ট সিম্পল ক্রিয়াপদ ব্যবহার করো। যেমন, I chaired weekly team meetings না লিখে chaired weekly meetings লেখো। পেশাগত অভিজ্ঞতা বণর্না করার ক্ষেত্রে তুমি বিভিন্ন অ্যাকশন ব্যবহার কর। যেমন, achieved, anticipated, approved, arranged, budgeted, calculated, chaired, collaborated, compiled, convinced, coordinated, created, delegated, demonstrated, designated, developed, formulated, established, identified, implemented, operated, organized, increased, motivated, negotiated, planned, presented, recommended, represented, supervised, trained, taught.
একটা উদাহরণ দিলে আরও যদি তোমার শিক্ষাগত যোগ্যতাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়, তা হলে সেটিকেই সি ভি তে প্রথম দিকে রাখো। এটা বলছি কারণ তুমি যদি সদ্য স্নাতক স্তরে পাশ করে থাক এবং তোমার ফল খুব ভাল থাকে, তা হলে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এটি একটি জরুরি শর্ত হয়ে দাঁড়াবে।
মডিফায়ার- অভিজ্ঞতা/ দক্ষতা অ্যাডজেকটিভ-১ ব্যক্তি অ্যাডজেকটিভ-২
Communication Skills Creative Accounts Manager recent experience in Custom oriented English speaker deep
Extremely experienced recent graduate with excellent knowledge of Highly resourceful sales professional extensive skills in range of Results focused self starter proven

শ্রীলাহিড়ী ইউনাইটেডওয়ার্ল্ড স্কুল অব বিজনেস-এ কমিউনিকেশন স্কিল-এর শিক্ষক



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.