টুকরো খবর
অস্বাভাবিক মৃত্যু বৃদ্ধার, গ্রেফতার ৪
সম্পত্তির জন্য এক বৃদ্ধাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর মেয়ে, জামাই ও দুই নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হাসনাবাদের ভেবিয়ার সাদিগাছি গ্রামের বাসিন্দা অসুস্থ আরতি বাছাড়কে (৭০) ভর্তি করানো হয়েছিল বসিরহাট হাসপাতালে। কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানান, তাঁর পেটে কীটনাশক মিলেছে। আরতিদেবীর ভাই শৈলেন মণ্ডলের অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার বৃদ্ধার মেয়ে কামনা মণ্ডল, জামাই বাসুদেব মণ্ডল, দুই নাতি বিষ্ণুপদ এবং বিজয়কে গ্রেফতার করে। শনিবার ধৃতদের বসিরহাট এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক তাঁদের ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরতিদেবী তাঁর কয়েক বিঘার জমির কিছুটা মেয়ের নামে লিখে দিয়েছেন। বাসুদেব বাকি জমির জন্য আরতিদেবীকে নানা ভাবে চাপ দিতেন এবং মারধর করতেন বলে অভিযোগ। গত বৃহস্পতিবার সকালে ফের জমি নিয়ে দু’জনের বিবাদ হয়। শৈলেনবাবুর অভিযোগ, “মেয়ে-জামাই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য দিদিকে মারধর করত। এ দিন পরিকল্পনা করে দিদিকে কীটনাশক খেতে বাধ্য করেছে।” বাসুদেবের অবশ্য দাবি, তাদের ফাঁসানো হয়েছে। শাশুড়ির তিন বিঘা জমি হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছিলেন তাঁর ভাই। তা নিয়ে গণ্ডগোল চলছিল। তার জেরেই শাশুড়ি কীটনাশক খান। শৈলেনবাবু এ অভিযোগ মানেননি।

বধূ অগ্নিদগ্ধ, ধৃত স্বামী-সহ ২
৫০০ টাকা নিয়ে বচসার জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে এক ব্যক্তি এবং তাঁর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে হাসনাবাদের ঘূর্ণি গ্রামের ঘেরিপাড়ার বাসিন্দা রসিদা বিবি নামে ওই মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় বসিরহাট হাসপাতালে ভর্তি করান গ্রামবাসীরা। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে রসিদা জানিয়েছেন, সম্পত্তির জন্য স্বামী রহিম গাজি ও তাঁর প্রথম পক্ষের দুই ছেলে তাঁর উপরে অত্যাচার চালাচ্ছিল। এদিন তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে। পুলিশ রহিম গাজি এবং তাঁর প্রথম পক্ষের বড় ছেলে মন্টু গাজিকে গ্রেফতার করে। ছোট ছেলে রহমান পলাতক বলে পুলিশ জানিয়েছে।

অটোর ধাক্কায় মৃত্যু যুবকের
অটো রিকশার ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে বাদুড়িয়ার কলিঙ্গা গ্রামের ব্রাহ্মণপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম সুব্রত মণ্ডল (৩৭)। বাড়ি রঘুনাথপুর গ্রামে। তিনি পেশায় কাঠের মিস্ত্রি ছিলন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে সুব্রত সাইকেলে দোকানের দিকে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে অটোটি এসে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়েন সুব্রত। অটোটি উল্টে যায়। জখম হন অটোর পাঁচ যাত্রী। সকলকে বসিরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে সুব্রতকে কলকাতায় আনা হচ্ছিল। পথেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরে ক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট বেনা-আঁধারমানিক রোড অবরোধ করে ওই রাস্তায় গাড়ি আস্তে চালানোর দাবি তোলেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।

জিতল সিটু
ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্রিটানিয়া ইঞ্জিনিয়ারিং কারখানার সমবায় নির্বাচনে সব ক’টি আসনেই জয়ী হল সিটু। রবিবার ওই নির্বাচন হয়েছে। মোট ছ’টি আসনের সব ক’টিতেই প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন আইএনটিইউসি এবং আইএনটিটিইউসি জোটপ্রার্থীরা। আগেও ওই কারখানার সমবায় সিটুর হাতেই ছিল। বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বামেদের ভরাডুবির পরেও ওই এলাকারই ব্রিটানিয়া ইঞ্জিনিয়ারিং কারখানার সমবায় নির্বাচনে এই ‘সাফল্য’ নিয়ে সিটু যথেষ্ট উজ্জীবিত।

বাসন্তী পুজো
উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৈরামপুরে গত বুধবার থেকে শুরু হয়েছে বাসন্তী পুজো ও মতুয়া মহাসম্মেলন। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে কবিগান, ধর্ম নিয়ে আলোচনা সভা, যাত্রা, নাম সংকীর্তন-সহ নানা অনুষ্ঠানের।

‘জালিয়াতি’, ধৃত
জাল নোটে প্রায় ১৫ হাজার টাকা রাখার অভিযোগে রবিবার বারুইপুর স্টেশন থেকে দু’জন গ্রেফতার হল। পুলিশের দাবি, ধৃত আমিরুল লস্কর ও ফিরোজ মোল্লা জানায়, তারা মালদহ থেকে নোট এনে দক্ষিণ শহরতলিতে বিক্রি করে। অন্য দিকে, ঋণ শোধ না করার অভিযোগে শনিবার পুরুলিয়া থেকে এক জনকে ধরে কলকাতা পুলিশ। বছরখানেক আগে এক মহিলা অভিযোগ করেন, প্রদীপ তাঁর ৪০ হাজার টাকা শোধ করেননি। তদন্তে জানা যায়, আরও অনেকের টাকাই হাতিয়েছেন প্রদীপ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.