দাঁড়িয়ে থাকা যাত্রীভর্তি একটি অটোরিকশার পিছনে বেসরকারি বাস ধাক্কা মারায় অটোর এক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। আহতদের ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে স্রোতের পোল বাস মোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম নুর ইসলাম লস্কর (৬৫)। বাড়ি উস্থি। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে পৌনে ১১টা নাগাদ ওই মোড়ে কলকাতাগামী অটোটি দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাচ্ছিল। সেই সময় একই দিকে যাওয়া এস ডি ১১ রুটের একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোটির পিছনে ধাক্কা মারে। অটোর সামনে দাঁড়িয়ে ছিল একটি ট্রেকার ও একটি গাড়ি। ধাক্কার চোটে অটোটি সামনের ওই দু’টি গাড়িকেও ধাক্কা মারে। এতে অটো ও ট্রেকারের মোট ১৫ জন জখম হন। স্থানীয় মানুষ তাঁদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কার পরে অটোটি সজোরে সামনের দু’টি গাড়িকে ধাক্কা দিলে তার জেরে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডায়মন্ড হারবার থেকে অটো, ট্রেকার ও যাত্রীবাহী গাড়িটি রেষারেষি করে আসছিল। সেই কারণেই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সবকটি গাড়িকেই আটক করা হয়েছে। তবে চালকেরা পলাতক। |