|
|
|
|
রাস্তা সংস্কার-সম্প্রসারণে পূর্বে বরাদ্দ ১১১ কোটি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
চলতি আর্থিক বছরে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন সড়ক উন্নয়নে বিআরজিএফ প্রকল্পে বিশেষ বরাদ্দ হিসাবে ১১১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তাগুলি সংস্কারের পাশাপাশি সম্প্রসারণও করা হবে ওই টাকায়। দ্রুত এই কাজ শুরু করার জন্য গত সোমবার জেলা পরিষদের পূর্ত স্থায়ী সমিতির বৈঠকে আলোচনা হয়। তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজ দ্রুত শুরু করতে পূর্ত দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক হয়েছে। শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।”
‘পিছিয়ে পড়া’ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিআরজিএফ প্রকল্পে (ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্র্যান্ট ফান্ড) অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। মূলত রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মাধ্যমে ওই অর্থ বরাদ্দ করা হয় জেলা পরিষদকে। চলতি আর্থিক বছরে ওই প্রকল্পে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সড়ক মেরামত ও সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তার পরেই কেন্দ্রীয় সরকার জেলার ১২টি সড়ক মেরামত ও সম্প্রসারণের জন্য ১১১ কোটি ৪৩ লক্ষ ৭৩ হাজার টাকা বরাদ্দ করেছে।
পূর্ত দফতরের অধীনে থাকা পাঁশকুড়া-দুর্গাচক রাজ্য সড়কের ২০.৪৫ কিলোমিটার অংশ সম্প্রসারণ ও সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে ২৫ কোটি ৯৭ লক্ষ টাকা। তমলুক-ময়না সড়কের ৮.৫ কিলোমিটার অংশ সম্প্রসারণ ও সংস্কারের জন্য ৮ কোটি ৫ লক্ষ টাকা, মহিষাদল-গেঁওখালি সড়কের (৭ কিলোমিটার) জন্য ৬ কোটি ৬২ লক্ষ, কাঁথি-জুনপুট (৭ কিলোমিটার) রাস্তার জন্য ৬ কোটি ৮ লক্ষ, পটাশপুর-বাঁঙ্গুচক (১২ কিলোমিটার) রাস্তার জন্য ৭ কোটি ৬১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এ ছাড়াও দিঘা-ফোরসোর (৬ কিলোমিটার) রাস্তা মেরামতের জন্য ২ কোটি ৬৯ লক্ষ, এগরা-রামনগর (১০ কিলোমিটার) রাস্তার জন্য ৬ কোটি ৭৫ লক্ষ, বালিঘাই-মোহনপুর (৬.৫ কিলোমিটার) রাস্তার জন্য ৩ কোটি ১৪ লক্ষ, আলংগিরি-বিলবড়া-কসবাগোলা রাস্তা ( ৭ কিলোমিটার) মেরামতের জন্য ৩ কোটি ১০ লক্ষ, মুণ্ডমারি-ময়না সড়কের (১০ কিলোমিটার) জন্য ৪ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্ত দফতরের অধীনে থাকা কাঁথি-বেলদা রাজ্য সড়কের প্রায় ৩৫ কিলোমিটার অংশ মেরামতের জন্য ২৪ কোটি ৪ লক্ষ টাকা ও কাঁথি-দিঘা রাজ্য সড়কের প্রায় ২৬ কিলোমিটার অংশ মেরামতের জন্য ১২ কোটি ৯৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে জেলার ১২টি রাস্তা মেরামত ও সম্প্রসারণে ১১১ কোটি ৪৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। |
|
|
|
|
|