লিয়নেল মেসিদের বার্সেলোনার কাছে চ্যাম্পিয়ন্স লিগে তাঁর ছেলেরা ১-৭ পর্যুদস্ত হওয়ার পর থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল। অবশেষে শনিবার বুন্দেসলিগায় ফ্রেইবার্গের মতো মাঝারি মাপের ক্লাবের কাছেও ঘরের মাঠে ০-২ হারার পরে সিদ্ধান্তটা নিয়েই নিলেন বায়ার্ন লিভারকুসেন কর্তারা। ছাঁটাই করে দেওয়া হল ক্লাবের ভারতীয় বংশোদ্ভূত বাঙালি কোচ রবিন দত্তকে।
শনিবার হারার পরেই সাতচল্লিশ বছরের রবিন দত্তের সঙ্গে চুক্তি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়। তাঁর জায়গায় জরুরি ভিত্তিতে লিভারকুসেনের যুব দলের কোচ সাশা লেওয়ান্ডোস্কি এবং ক্লাবের প্রাক্তন সেন্টার-হাফ সামি হাইপিয়াকে দায়িত্ব দেওয়া হচ্ছে। রবিন দত্তের কোচিংয়ে শেষ পাঁচটা ম্যাচ বিশ্রী হেরেছে লিভারকুসেন। তাতে খেলোয়াড় ও ক্লাব কর্তাদের পাশাপাশি সমর্থকদের মধ্যেও একটা অসন্তোষ তৈরি হয়েছিল। ক্লাবের অন্যতম তারকা, প্রাক্তন জার্মানি অধিনায়ক মাইকেল বালাকের সঙ্গে মতবিরোধ তৈরি হওয়াটাও বাঙালি কোচের বিরুদ্ধে গিয়েছে।
মাস খানেক আগে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখকে হারিয়ে সাড়া ফেলেছিল লিভারকুসেন। সেই সময় লিগে চতুর্থ স্তানটা দখলের লড়াইয়ে ছিল তারা। কিন্তু তার পর থেকে ধারাবাহিক হারতে থাকে এবং লিগ টেবিলে নেমে যায় ছ’নম্বরে। রবিন দত্ত লিভারকুসেনের দায়িত্ব নিয়েছিলেন গত গ্রীষ্মে। পুরনো কোচ জুপ হেইনকেস বায়ার্ন মিউনিখে চলে যাওয়ায় তাঁকে আনা হয়েছিল। কিন্তু ইদানীং পরিস্থিতি যে দিকে মোড় নিয়েছিল, তাতে রবিন দত্তকে যে সরানো হবেই, সেটা বোঝাই যচ্ছিল। কফিনে শেষ পেরেকের কাজটা করে ফ্রেইবার্গ ম্যাচ। |