নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে দেওয়ালে ছবি এঁকে প্রচার শুরু হয়েছে আগেই। এ বার সামাজিক বন্ধুত্বের ওয়েবসাইট ‘ফেসবুকে’ আবেদন ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করলেন শহরের বাসিন্দারা। ওই ঘটনায় খুশি আয়োজক সংস্থা সুভাষ মঞ্চের কর্তারা। সংস্থার আহ্বায়ক প্রবাল রাহা বলেন, “আমি নিজে ফেসবুক ব্যবহার করতে পারি না। শহরের যে বাসিন্দারা সেখানে প্রচার চালাচ্ছেন তাদের সঙ্গে পরিচয় নেই। তবে আমরাও চেয়েছিলাম নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধের আন্দোলন যেন কোনও নির্দিষ্ট গন্ডিতে বাঁধা না থাকে। তাই ফেসবুকে প্রচারের কথা শুনে ভাল লাগছে।”
ফেসবুকে যারা প্রচারে নেমেছেন তাঁদের অন্যতম শিক্ষক অরিন্দম ভট্টাচার্য বলেন, “সংবাদপত্রে অভিনব উদ্যোগের কথা শুনে বসে থাকতে পারিনি। আমরাও চাই সুস্থ পরিবেশ। তাই শহরের দেওয়ালের মতো ফেসবুকের দেওয়ালকেও প্লাস্টিক বিরোধী প্রচারে সামিল করেছি।” সুভাষ মঞ্চের উদ্যোগে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ক্ষতিকর দিক তুলে ধরে শহরের বিভিন্ন দেওয়ালে ছবি আঁকার অভিনব প্রতিযোগিতা শুরু হয়েছে গত সোমবার থেকে।
প্রতিযোগিতা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিযোগিতার প্রথম দিন শহরের চিত্র শিল্পীদের একটি গোষ্ঠীর তরফে পুরসভা ভবনের দেওয়ালে ছবি আঁকা হয়। পরে ওই উদ্যোগে সামিল হয়েছেন অনেকেই। নর্থ ইস্ট কনটেমপোরারি আর্টিস্ট সংস্থার পক্ষ থেকে শহরের রায়কত পাড়া, শান্তিপাড়া এলাকার দেওয়ালে ছবি আঁকা হয়েছে। শহরের পান্ডাপাড়া এলাকায় ছবি আঁকার কাজ শুরু হবে। ছবি এঁকে শহরে প্লাস্টিক ক্যারিব্যাগের দূষণকে রুখে দেওয়ার ওই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রচার শুরু হয়েছে ফেসবুকে। |