জলস্তর নামছে, দাবি করলা-ধরলা সংস্কারের
লস্তর নামছে। শুকিয়ে যাচ্ছে চাষের মাঠ। পর্যাপ্ত সেচের ব্যবস্থা করে ওই সমস্যা মেটাতে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ প্রকল্পের (এনআরইজিএস) মাধ্যমে ময়নাগুড়ির জরদা ও ধরলা নদীর পুরোটা সংস্কারের দাবি উঠল। বিভিন্ন কৃষক সংগঠনের নেতৃত্ব মনে করেন বর্ষার আগে ওই কাজ হলে শীতের মরশুমে সেচের জলের জন্য চাষিদের নাকাল হতে হবে না। পাশাপাশি নদীতে মাছের সংখ্যা বাড়বে। কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এনআরইজিএস প্রকল্পের মাধ্যমে কয়েক বছর আগে নদী সংস্কারের কাজ শুরু করেন ময়নাগুড়ির খাগরাবাড়ি-১ এবং ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। প্রায় দেড় কিলোমিটার এলাকা খনন করে জরদা নদীর গতি ফেরানোর কাজ চলছে। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নদী সংস্কারের ওই কাজ নিয়ে বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জাতীয় স্তরের বিশেষজ্ঞরা প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জরদা নদী এলাকা ঘুরে দেখেন। ময়নাগুড়ি ব্লক প্রশাসনের কর্তাদের কাছ থেকে প্রকল্পের নমুনা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় চালু করতে উদ্যোগী হন তাঁরা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও প্রকল্পের বিষয়ে খোঁজ শুরু হয়। কিন্তু যে অভিনব উদ্যোগকে ঘিরে এত হইচই ধারাবাহিকতার অভাব দেখে সেটার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ময়নাগুড়ির বিডিও সম্রাট চক্রবর্তী বলেন, “প্রকল্পের কাজ চলবে।”
প্রশাসনের ওই বক্তব্যের উপরে অবশ্য এলাকার কৃষক নেতারা খুব একটা ভরসা রাখতে পারছেন না। তাঁরা জানান, বেড়ে চলা জলের সমস্যা মেটাতে ব্লক জুড়ে নদী সংস্কারের কাজ করা জরুরি। সেটাই হচ্ছে না। সামান্য কিছু অংশে নদীর জলধারা গতিপথ ফিরে পেলেও বিরাট অংশ পলি ও জঞ্জাল জমে এখনও মৃতপ্রায়। যে অংশ সংস্কার করা হচ্ছে সেটা উপরের অংশ থেকে ভেসে আসা জঞ্জাল ও মাটিতে কয়েক দিনের মধ্যে মজে যাচ্ছে। কৃষক সভার ময়নাগুড়ি ব্লক সম্পাদক নির্মল চৌধুরী বলেন, “বিক্ষিপ্তভাবে সংস্কারের কাজ করে সেচের সমস্যার সমাধান হবে না। ধারাবাহিক ভাবে পরিকল্পনা মাফিক কাজ হওয়া প্রয়োজন।” এ দিকে শহর সংলগ্ন এলাকায় জরদা নদী সংস্কারের কাজ হলেও ধরলা নদী অধরা থাকায় বিভিন্ন মহলে ক্ষোভ বাড়ছে।
কিষাণ তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ি ব্লক সভাপতি বাবলু রায় বলেন, “ধরলা নদী পাড়ে রয়েছে ময়নাগুড়ি, বার্নিশ ও মাধাবডাঙা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। কয়েক বছর আগেও ওই নদীর জলে চাষের কাজ চলত। কিন্তু সংস্কারের অভাবে নদী মজে যাওয়ায় এখন সেচের জল মিলছে না। চাষের মাঠ শুকিয়ে যাচ্ছে। ওই বিপদ এড়াতে আমরা দ্রুত ধরলা নদী খননের দাবি জানিয়েছি।” একই দাবি সংযুক্ত কিষাণ সভার। তবে শুধুমাত্র সেচের সমস্যা নয়। পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির অভিযোগ, ধরলা নদী মজে যাওয়ায় অন্তত ২ হাজার মৎস্যজীবী বেকার হয়েছেন। তাঁরা ওই নদীর মাছ ধরে সংসার চালাতেন। সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক শিবেন পৈত বলেন, “সমস্যার কথা কয়েকবার প্রশাসনের কর্তাদের বলা হয়েছে। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ প্রকল্পের মাধ্যমে ধরলা নদী খননের দাবিও জানানো হয়েছে। সেটা হলে প্রচুর মানুষ মাছ ধরে রোজগারের সুযোগ পাবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.