|
|
|
|
শ্যামপুরে দু’টি বাসের মুখোমুখি ধাক্কা, জখম ১২ |
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর |
দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন যাত্রী আহত হলেন। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়া শ্যামপুরের রায়দিঘিতে বাগনান-শ্যামপুর রাস্তায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। বহু বার আবেদন-নিবেদন করেও রাস্তা সারানোর ব্যাপারে উদ্যোগী হয়নি প্রশাসন। তার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, দুর্ঘটনার মূল কারণ ওভারটেক। আহতদের প্রথমে পটলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁদের মধ্য থেকে ৪ জনকে গুরুতর অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ‘রেফার’ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে এ দিন বেলা ১০টা নাগাদ। বাগনান-শ্যামপুর রাস্তা ধরে হাওড়া-গাদিয়াড়া রুটের বাসটি দ্রুত গতিতে গাদিয়াড়ার দিকে আসছিল। উল্টো দিক থেকে বাগনান-গড়চুমুক রুটের বাসটি আসছিল বাগনানের দিকে। দুই চালকই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
মুখোমুখি ধাক্কা লাগে বাস দু’টির। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে আনে।
বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটির হাল গত প্রায় ছ’মাস ধরে বেহাল। তৈরি হয়েছে বড় বড় গর্ত। তার ফলে যাত্রীদের বাসে বা গাড়িতে চেপে প্রাণ হাতে করে যাতায়াত করতে হয়। খারাপ রাস্তার জন্যই এ দিন দু’টি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। স্থানীয় যুব কংগ্রেস নেতা মঞ্জুর আলম বলেন, “বেহাল রাস্তা মেরামতির দাবিতে আমরা প্রশাসনের কাছে বহু বার স্মারকলিপি দিয়েছি। বাস মালিকেরাও এক সপ্তাহ বাস চালানো বন্ধ রেখেছিলেন একই দাবিতে। প্রশাসন রাস্তা মেরামতির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনও কাজ হয়নি। তার ফলেই এ দিনের দুর্ঘটনাটি ঘটল।”
অন্য দিকে এ বিষয়ে পুলিশের বক্তব্য, একটি বাস গাড়িকে ওভারটেক করতে গিয়ে অন্য বাসে ধাক্কা মারে। রাস্তার হাল যে খারাপ, তা অবশ্য মেনে নিয়েছেন পুলিশ কর্তারাও।
এ দিকে, দুর্ঘটনার পরেই রাস্তায় যানজট হয়। পুলিশ ব্রেকডাউন ভ্যান এনে দু’টি বাসকে সরিয়ে দেওয়ার আগে পর্যন্ত প্রায় দু’ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। যানজটে ফেঁসে দুর্ভোগে পড়েন বহু সাধারণ মানুষ। পূর্ত (সড়ক) দফতরের হাওড়া ডিভিশন সূত্রের খবর, রাস্তা মেরামতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। |
|
|
|
|
|