|
|
|
|
ব্যাঙ্ক সুদ এখনও টেক্কা দিচ্ছে ক্ষুদ্র সঞ্চয়কে |
অমিতাভ গুহ সরকার |
শিল্পমহলের আশা এবং সাধারণ মানুষের আশঙ্কা ছিল, সুদ কমতে পারে এপ্রিল থেকে। মূল্যবৃদ্ধির তেজ তেমন না কমায় শিল্পঋণে সুদ কমেনি। বিপরীত চিত্র দেখা গিয়েছে কোনও কোনও জমা প্রকল্পের ক্ষেত্রে। এপ্রিল মাস থেকে সুদ বেড়েছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে। ছোট মেয়াদে সুদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-ও। ফলে সাধারণ মানুষ খুশি। ডাকঘর সঞ্চয় প্রকল্পে নতুন সুদের হার প্রযোজ্য থাকবে নতুন আর্থিক বছরের (২০১২-’১৩) শেষ দিন পর্যন্ত।
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদ বাড়ানো হয়েছে ২০ থেকে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত। এতেও পিপিএফ ছাড়া তেমন আকর্ষণ বাড়েনি বেশির ভাগ প্রকল্পের। ব্যাঙ্ক আমানতের উপর সুদ এখনও টেক্কা দিচ্ছে এই সব প্রকল্পকে। পিপিএফ-এর উপর করমুক্ত সুদ ৮.৬ শতাংশ থেকে বেড়ে ৮.৮ শতাংশ হওয়ায় খুশিতে ডগমগ এই প্রকল্পের গ্রাহকেরা। অন্য দিকে সংস্থাগত প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমে ৮.২৫ শতাংশ হওয়ায় তাকে বেশ বেমানান লাগছে পিপিএফ-এর পাশে। পি পি এফ অ্যাকাউন্টে বাড়তি সুদের পুরো ফায়দা নিতে হলে চলতি বছরের গোড়াতেই অর্থাৎ এপ্রিল মাসেই জমা করতে হবে ১ লক্ষ টাকা। যাঁদের পক্ষে সম্ভব হবে না, তাঁরা প্রতি মাসে জমা করুন সামর্থ অনুযায়ী।
ডাকঘর মাসিক আয় প্রকল্পে সুদের হার বেড়ে হয়েছে ৮.৫ শতাংশ। সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্পে নতুন সুদের হার এখন ৯.৩ শতাংশ। ৫ এবং ১০ বছর মেয়াদি জাতীয় সঞ্চয়পত্রে এ বার থেকে সুদ দেওয়া হবে যথাক্রমে ৮.৬ এবং ৮.৯ শতাংশ হারে। টাইম ডিপোজিট বা মেয়াদি জমায় সর্বাধিক সুদের হার ৮.৫ শতাংশ। ব্যাঙ্কের মেয়াদি জমায় সুদ এখনও এই সব প্রকল্পের থেকে বেশি। সঙ্গের সারণিতে দেখানো হল, কোন প্রকল্পে সুদ ঠিক কতটা বেড়েছে।
এ দিকে ডাকঘর সেভিংস অ্যাকাউন্টে সুদ ৪ শতাংশ থেকে বাড়ানো হয়নি। অন্য দিকে, কোনও কোনও বেসরকারি ব্যাঙ্ক সুদ দিচ্ছে ৫ থেকে ৭ শতাংশ হারে। এই উঁচু সুদের মোকাবিলা করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ বছর পর্যন্ত মেয়াদের জমায় সুদ বাড়িয়েছে আকর্ষণীয় হারে। সেভিংস অ্যাকাউন্টে ১০,০০০ টাকা পর্যন্ত সুদ এ বার থেকে থাকবে করমুক্ত। এই সুযোগ নিতে বেশি সুদের সন্ধানে পা বাড়ানো যেতেই পারে। এ প্রসঙ্গে মনে রাখা ভাল, যে-কোনও ব্যাঙ্কে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি) দ্বারা গ্যারান্টি প্রদত্ত। অর্থাৎ ঝুঁকির চিন্তা ঝেড়ে ফেলা যেতেই পারে।
আসা যাক শেয়ার ব্যজার প্রসঙ্গে। পুরনো বছরের শেষ কাজের দিনটি মন্দ যায়নি শেয়ার বাজারের কাছে। আগের কয়েক দিন বেশ দুর্বল থাকার পর শুক্রবার সেনসেক্স এক ধাক্কায় উঠেছে ৩৪৬ অঙ্ক। আজ ২০১২-’১৩ সালে প্রথম খুলবে শেয়ার বাজার। নানা রকম অনুকূল এবং প্রতিকূল শর্তের প্রভাবে বাজার এখনও দিশাহীন। আর কয়েক দিনের মধ্যে শুরু হবে বার্ষিক ফলাফল প্রকাশের পালা। বাজারকে চাঙ্গা রাখতে প্রথম দিকেই কয়েকটি ভাল ফলাফল হাতে আসা প্রয়োজন। সামগ্রিক ভাবে ফলাফলে উন্নতি ঘটবে, এমন আশা অবশ্য শেয়ার বাজার করছে না।
এ দিকে, দু’দফায় সিআরআর কমানোয় বাজারে নগদের জোগান কম-বেশি ৮০,০০০ কোটি টাকা বাড়া সত্ত্বেও এখনও জোগানে ঘাটতি আছে বলে মনে করা হচ্ছে। মূল্যবৃদ্ধির হার খুব একটা নতমস্তক না-হওয়ায় এপ্রিল মাসে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমানোর পথে হাঁটবে, এমন আশা অনেকেই করছেন না। কোনও কোনও ব্যাঙ্ক গৃহঋণে সুদ এর মধ্যেই সামান্য কমানোর কথা ঘোষণা করেছে। উৎপাদন শুল্ক এবং পরিষেবা কর বৃদ্ধির পুরো প্রভাব আর কয়েক দিনের মধ্যেই বাজারে স্পষ্ট হবে। এর ফলে চাপ বাড়বে সাধারণ মানুষের উপর।
প্রত্যক্ষ করের দিক থেকে প্রথম স্তরের করদাতাদের তেমন কোনও লাভই হয়নি। অন্য দিকে পরোক্ষ করের চাপ তাঁদের সইতে হবে প্রতিনিয়ত সারা বছর ধরে। বাজেট থেকে বেশি সুবিধা পেয়েছেন তৃতীয় স্তরের করদাতারাই। |
|
|
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প নতুন সুদের হার |
|
|
মেয়াদ
|
সুদের হার (শতাংশ)
|
প্রকল্প |
বছর |
৩১ মার্চ ২০১২ পর্যন্ত |
১ এপ্রিল ২০১২ থেকে |
মাসিক আয় প্রকল্প |
৫ |
৮.২ |
৮.৫ |
জাতীয় সঞ্চয়পত্র |
৫ |
৮.৪ |
৮.৬ |
জাতীয় সঞ্চয়পত্র |
১০ |
৮.৭ |
৮.৯ |
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) |
১৫ |
৮.৬ |
৮.৮ |
প্রবীণ নাগরিক প্রকল্প |
৫ |
৯.০ |
৯.৩ |
মেয়াদি আমানত |
১ |
৭.৭ |
৮.২ |
মেয়াদি আমানত |
২ |
৭.৮ |
৮.৩ |
মেয়াদি আমানত |
৩ |
৮.০ |
৮.৪ |
মেয়াদি আমানত |
৫ |
৮.৩ |
৮.৫ |
রেকারিং ডিপোজিট |
৫ |
৮.০ |
৮.৪ |
সেভিংস অ্যাকাউন্ট |
— |
৪.০ |
৪.০ |
|
|
|
|
|
|
|