পরিত্যক্ত এক জায়গা থেকে ৮০টি বোমা উদ্ধার করল মঙ্গলকোটের পুলিশ। শনিবার মঙ্গলকোটের টালিপাড়া এলাকার ঘটনা। তবে কীভাবে ওই বোমা টালিপাড়ায় এল তা নিয়ে ধন্দে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলকোট গ্রামে তৃণণূলের দু’টি গোষ্ঠীর মধ্যে বিবাদ রয়েছে। তার জেরে কিছুদিন আগে কচি শেখ নামে এক তৃণমূল কর্মী খুন হন। সেই কারণেই ওই বোমাগুলি মজুত করা হয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান। কিছুদিন আগে মঙ্গলকোট থেকে ৮০ কিলোগ্রাম গাঁজাও উদ্ধার করে তারা। গাঁজা পাচার করার অভিযোগে স্থানীয় কুরাম্বা গ্রামের সৈয়দ শেখকে গ্রেফতার করে তারা। ওই রাতেই গোতিষ্ঠা গ্রাম থেকে পাইপগান-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে মঙ্গলকোট থানার পুলিশ। ধৃতের নাম হানিফ মণ্ডল। বাড়ি চাকদা থানায়। পুলিশ জানায়, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে শুক্রবার সকালে বোমাবাজি হয়েছিল সেখানে।
|
গলসির মজিদপুর পঞ্চায়েতের সিপিএমের প্রধান আগস্টিন টুডুকে পঞ্চায়েত দফতরেই মারধরে অভিযুক্ত পাঁচ তৃণমূল নেতা ও কর্মীকে জামিন দিল আদালত। শনিবার বর্ধমানের সিজেএম আদালতের ভারপ্রাপ্ত বিচারক ভাস্কর মজুমদার এই জামিন দিয়েছেন। অভিযুক্তদের আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন, “মারধরের ঘটনায় প্রধান যে আহত হয়েছিলেন, তার কোনও প্রমাণ হাজির করতে পারেনি পুলিশ। তাঁর পোশাক ছেঁড়া এবং পঞ্চায়েত দফতর ভাঙচুরের কোনও প্রমাণও দিতে পারেনি গলসি থানা। আদালতে তাই অভিযুক্তদের জামিন মিলেছে।”
|
একটি মোটরভ্যানে চেপে গাঁজা পাচার করতে গিয়ে রবিবার সকালে পুলিশের হাতে ধরা পড়ল চার জন। ধৃত আনারুল শেখ, প্রতীম বিশ্বাস, আতিউল শেখ এবং আদিত্য ঘোষের বাড়ি পারুলডাঙা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ধৃতেরা এ দিন ২৩ কেজি গাঁজা পাচার করছিল। সমুদ্রগড় এলাকায় তারা ধরা পড়ে যায়। তবে কোথায় গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও জানতে পারেনি পুলিশ।
|
শহরে রিকশা ভাড়া নির্দিষ্ট করে দিতে চলেছে কালনা পুরসভা। শনিবার বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক বসে পুরসভায়। সেখানে রিকশাচালকদের বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদেরও ডাকা হয়েছিল। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের কোন রাস্তায় কত টাকা ভাড়া হবে, তা ওই সভায় ঠিক করা হয়েছে। কালনা পুরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু জানান, দ্রুত পুরসভার তরফে বিভিন্ন জায়গায় ওই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, শহরের কোন কোন জায়গায় রিকশা দাঁড়াবে তা নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে। দীর্ঘ দিন ধরেই রিকশা ভাড়া নিয়ে সাধারণ মানুষের নানা অভিযোগ ছিল।
|
কালনা ২ ব্লকের দত্তদরিয়াটন গ্রামকে বিবেক গ্রাম হিসাবে চিহ্নিত করে তাকে ঢেলে সাজতে বিধানসভায় দাবি তুললেন পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ। বিধায়ক জানান, বিবেকানন্দের পৈত্রিক বাসভূমি ছিল ওই গ্রামে। তাঁর লেখা বইতেও দত্তদরিয়াটনের নাম আছে। অথচ, এমন এক গ্রামের কথা অনেকে জানেনই না। তিনি বলেন, “গ্রামে একটি গ্রন্থাগার স্থাপন এবং রাস্তাঘাটের উন্নতি করার পরিকল্পনা যাতে গৃহীত হয়, সে ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।” |