বদলি হলেন জেলার মোট ৩১ জন এসআই। বর্ধমান থানার ১০ জন এসআই-এর মধ্যে ৭ জনকেই বদলি করা হয়েছে জেলার নানা থানা ও ফাঁড়িতে। মার্চের শেষে হওয়া এই বদলি প্রসঙ্গে জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “সবই রুটিন বদলি।”
বর্ধমানের যে এসআই-রা বদলি হয়েছেন, তাঁদের মধ্যে রনবীর বাগ গিয়েছেন আউশগ্রামের ছোঁড়া ফাঁড়িতে। মহিলা এসআই নিতু সিংহকে পাঠানো হয়েছে গলসিতে। সুদীপ দাশগুপ্ত খণ্ডঘোষ থানার ওসি হয়েছেন। অরুণ বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে কাটোয়া আদালতের জিআরও পদে। রফিকুল ইসলাম গিয়েছেন আউশগ্রাম থানায়। মলয় দাস গলসি থানায়। বর্ধমানের শক্তিগড় ফাঁড়ির ভারপ্রাপ্ত এসআই বক্তিয়ার হোসেন গিয়েছেন কেতুগ্রাম থানায়। |
কিছু দিন আগেই সাসপেন্ড হন বর্ধমান থানার এসআই দুর্গাদাস ভট্টাচার্য। পুলিশ সূত্রের খবর, দেওয়ানদিঘিতে দুই সিপিএম নেতা খুনের ঘটনায় ময়না-তদন্ত রিপোর্ট আদালতে সময় মতো পেশ করতে না পারার জেরেই সাসপেন্ড হতে হয় তাঁকে। ওই সময়ে ‘শো-কজ’ করা হয়েছিল বর্ধমানের তৎকালীন আইসি স্বপন বন্দ্যোপাধ্যায়কেও। পরে তাঁকে জেলা গোয়েন্দা দফতরে বদলি করা হয়। গত ২২ মার্চ আইসি পদে যোগ দিয়েছেন দিলীপ গঙ্গোপাধ্যায়।
তবে বর্ধমানের এই সাত জন এসআই বদলি হওয়ার সঙ্গে ওই দুই সিপিএম নেতার খুনের ঘটনার কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন পুলিশ সুপার। বদলির পিছনে নির্দিষ্ট কোনও কারণ নেই দাবি করে তিনি জানান, বর্ধমান থানার সাব ইন্সপেক্টারদের অনেকেরই এক বছর হয়ে গিয়েছিল। তাই তাঁদের বদলি করা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, “বর্ধমানের ক্রমেই গুরুত্ব বাড়ছে। বাড়ছে অপরাধও। তাই বর্ধমান থানায় তরুণ এসআই বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। অপরাধ কমাতে তরুণ অফিসার মোতায়েন করার কথা পুলিশ সুপার বললেও, তা কমার অবশ্য বিশেষ লক্ষণ নেই বলে দাবি শহরবাসীর। শহরে চুরি-ছিনতাই বেড়ে গিয়েছে বলেও অভিযোগ বাসিন্দাদের।
এ দিকে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় যে দু’জন জুনিয়র ডাক্তারের নামে থানায় অভিযোগ করা হয়েছে, তাঁদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনার প্রতিবাদে শহরের সাংবাদিকেরা বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রবিবারও তাঁরা শহরে বিক্ষোভ মিছিল করেন। সাধারণ মানুষের কাছে থেকে ঘটনার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে গণসাক্ষরও সংগ্রহ করা হয়। এই গণসাক্ষর করা দাবিপত্র রাজ্যপালের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্দোলনে নামা সাংবাদিকেরা। পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এ দিন সন্ধ্যায় মোমবাতি মিছিলও করা হয়। |