টুকরো খবর
ক্রিকেট নিয়ে বচসা
কাজোড়া-লছিপুরে ক্রিকেট নিয়ে ঝামেলা, ভাঙচুর ক্লাবঘরে।
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটি ক্লাবের সদস্যদের সঙ্গে বিবাদে জড়ালেন স্থানীয় এক দল যুবক। অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দু’পক্ষই। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কাজোড়া লছিপুর এলাকায়। স্থানীয় যুবক যোগী নুনিয়ার অভিযোগ, শনিবার দুপুরে ক্রিকেট খেলা নিয়ে বচসা হলে তাঁকে গোবিন্দ পাসোয়ান, সদানন্দ মিস্ত্রি নামে স্থানীয় দুই যুবক মারধর করে। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে কাজোয়া হাসপাতালে ভর্তি করান। তিনি কাজোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ দিকে, অভিযুক্ত গোবিন্দ পাসোয়ানের পাল্টা অভিযোগ, যোগী নুনিয়া, দিনদয়াল সাউ-সহ কয়েক জন শনিবার রাতে বিনা প্ররোচনায় তাদের ক্লাবে চড়াও হয় ও ভাঙচুর চালায়। সদস্যদের মারধর করে। তিনিও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

কর্মবিরতি প্রত্যাহার করলেন আইনজীবীরা
আসানসোল আদালতের কর্মবিরতি তুলে নিলেন আইনজীবীরা। শনিবার বিকেলে কর্মবিরতি প্রত্যাহার করা হয় বলে জানান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী মণ্ডল। তিনি জানান, সরকারের পক্ষ থেকে একটি ফটোকপির যন্ত্র দেওয়া হয়েছে। ফলে রায়ের নকল পেতে আর অসুবিধা থাকল না। এর পরেই তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করেন। প্রসঙ্গত, বিচারকের রায়ের প্রত্যায়িত নকল না পাওয়ার জন্য ১৫ মার্চ থেকে তাঁরা ১৬ দিন ধরে লাগাতার কর্মবিরতি শুরু করেন। দুর্ভোগে পড়েন সাধারণ বিচারপ্রার্থীরা। মহকুমাশাসক (আসানসোল) সন্দীপ দত্ত জানান, শনিবার থেকে আইনজীবীরা স্বাভাবিক কাজকর্ম শুরু করেছেন।

বজ্রাঘাতে জখম দু’জন, ক্ষতিগ্রস্ত বাড়ি
ছবি: শৈলেন সরকার।
বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে শনিবার বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আসানসোল শিল্পাঞ্চলে। বজ্রাঘাতে জখম হয়েছেন দু’জন। ক্ষতি হয়েছে ঘরবাড়ির। গাছ পড়ে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিপর্যয়ও হয়েছে। হিরাপুর থানার বড়তোড়িয়ায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আব্দুুল দাস নামে এক ব্যক্তির বাড়ি। জখম হন পরিবারের দুই সদস্য। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আসানসোল শহর-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। ফলে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে আসানসোল শহর, সালানপুর, দোমহানি অঞ্চলে। রবিবার দুপুরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

মাদক খাইয়ে লুঠ
মাদক মেশানো খাবার খাইয়ে দুই যাত্রীর সর্বস্ব লুঠ করল দুষ্কৃতীরা। রবিবার ভোরে আসানসোল স্টেশন থেকে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে রেলপুলিশ। তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। রেল পুলিশ জানিয়েছে, ওই দই ব্যক্তির নাম মহম্মদ নিসার আলি ও হরি মিলন। বাড়ি বিহারের দ্বারভাঙা এলাকায়। তাঁরা পুলিশকে জানিয়েছেন, টাটা ছাপড়া এক্সপ্রেস চেপে বিহারে যাচ্ছিলেন। পথে দুই সহযাত্রী তাঁদের খেজুর খেতে দেয়। এর পরেই অচেতন হয়ে পড়েন তাঁর। তাঁদের সর্বস্ব খোওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পথ দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। রবিবার বিকেলে দুর্গাপুরের কাদা রোডে ২ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর স্বামী। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সোনালি রুইদাস (৫৪)। বাড়ি বেনাচিতিতে। এ দিন স্বামী সুবোধবাবুর সঙ্গে তিনি মোটরবাইকে চড়ে অন্ডালের দিকে যাচ্ছিলেন। কাদা রোডের কাছে একটি লরি পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনালিদেবীর।

তালা ভেঙে চুরি
তালা ভেঙে চুরি হল দুর্গাপুরের প্রণবানন্দ অ্যাভিনিউয়ের একটি বাড়িতে। গৃহকর্তা অমিত সরকার পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, বুধবার বিকেল সাড়ে ৩টে নাগাদ তিনি বাড়ি তালাবন্ধ করে বাইরে গিয়েছিলেন। ফিরে দেখেন, দরজার তালা ভাঙা। উধাও গয়না, টাকা-সহ বেশ কিছু সামগ্রী। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কার্যালয় ‘ভাঙচুর’
বেনাচিতির মসজিদ মহল্লার নাগরিক উন্নয়ন কমিটির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠল। শনিবার গভীর রাতের ঘটনা। পুলিশের কাছে এই নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংগঠনের সহ-সভাপতি মহম্মদ নিসারের অভিযোগ, তাঁদের এক সদস্যকে মারধরও করেছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খোঁজে চার দিকে তল্লাশি চালানো হচ্ছে।

পানীয় জলের দাবি
পর্যাপ্ত পানীয় জল সরবরাহের দাবিতে রবিবার প্রায় ২ ঘণ্টা জামুড়িয়া বাইপাস রাস্তা অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিয়মিত পানীয় জল পান না তাঁরা। যা মেলে তা-ও যথেষ্ট নয়। জল পড়ার গতি এতটাই কম যে সকলের কাছে তা পৌঁছয় না। পরে পুলিশ গিয়ে সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

দুর্গাপুরে এক্সপো
হ্যান্ডলুম এক্সপো শুরু হল দুর্গাপুরের গাঁধীমোড় ময়দানে। শনিবার মেলার উদ্বোধন করেন রাজ্যের সেচ এবং ক্ষুদ্রশিল্প ও টেক্সটাইলস্ দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া। উপস্থিত ছিলেন বিজ্ঞান ও কারিগরি শিক্ষা মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা, এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

ঝুলন্ত দেহ উদ্ধার
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সিটি সেন্টারের একটি আবাসনে দেহটি মেলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌরভ সামন্ত (২৩)। ময়না-তদন্তের পরে মৃত্যুর যথাযথ কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.