সাঁতারুকে বৃত্তি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
প্রতিবন্ধীদের জাতীয় সাঁতার প্রতিযোগতায় একটি রুপো ও চারটি ব্রোঞ্জ জয়ী শ্রেয়া ভট্টাচার্যকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিল জেলা ওয়েলফেয়ার দফতর। ধাত্রীগ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী এই সাঁতারুকে যাতে স্কলারশিপ প্রদান করা হয়, তার জন্য কালনার মহকুমাশাসক সুমিতা বাগচি ওই দফতরে যোগাযোগ করেন। তিনি বলেন, “শ্রেয়ার এক বছরের স্কলারশিপের টাকা চলেও এসেছে। খুব শীঘ্রই ওর স্কুল কর্তৃপক্ষের হাতে তা তুলে দেওয়া হবে।”
|
জয়ী জিবিএফসি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুরের টাউন ক্লাবের মাঠে চলছে মহকুমা ক্রীড়া সংস্থা
আয়োজিত হকি লিগ। রবিবার বিশ্বনাথ মশানের তোলা ছবি। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হকি লিগে রবিবার টাউন ক্লাব মাঠের খেলায় বিজয়ী হল জিবিএফসি। তারা সানডে ক্লাবকে ২-১ গোলে হারায়। বিজয়ী দলের হয়ে গোল করেন আফতাব খান ও রোহিত মুর্মু। বিজিত দলের হয়ে গোলটি করেন লালন পাসোয়ান। ম্যাচটি পরিচালনা করেন নবকুমার রায়, আসরাফ খান।
|
টি-টোয়েন্টিতে জয়ী রাধানগর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বিসিসি মাঠে রবিবারের খেলায় বিজয়ী হল রাধাননগর এসি। তারা ৪৭ রানে সানডে সিএ-কে হারায়। প্রথমে ব্যাট করে রাধাননগর ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। জবাবে সানডে সিএ-র ইনিংস ১২০ রানে শেষ হয়ে যায়। বিজয়ী দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন কিট্টু দত্ত। এছাড়া বল হাতে ১৩ রানে ৩টি উইকেটও দখল করেন তিনি। এ দিন আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হল সেল আইএসপি। তারা রাধাননগর সিসি-কে ৮৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে সেল আইএসপি ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে। জবাবে ৭০ রানে রাধানগর সিসি-র।
|
অনূর্ধ্ব ১৪ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট লিগে শনিবারের প্রথম খেলায় ইয়ং স্পোর্টিং ২৫ রানে হারায় ডিএম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে। প্রথমে ব্যাট করে ইয়ং স্পোর্টিং ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে। রোহিত মিশ্র ৩৫ রানে করেন। জবাবে ৭৫ রানেই ডিএম বিবেকানন্দের ইনিংস শেষ হয়ে যায়। বিজয়ী দলের হয়ে শুভম শর্মা ১৫ রানে ৪টি উইকেট তুলে নেয়। অপর খেলায় ক্লাব স্যান্টোস ৫৫ রানে বিদ্যাসাগর এসসিএ-কে হারায়। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১১৫ রান করে ক্লাব স্যান্টোস। নীরজ পাসোয়ান ৪২ রান করেন। জবাবে ৬০ রানে বিদ্যাসাগর এসসিএ সব উইকেট হারিয়েছে। ম্যাচ পরিচালনা করেন বামদেব প্রসাদ, মিহির ঘটক ও চন্দন চট্টোপাধ্যায়। |