পুকুরঘাট নোংরা করার অভিযোগকে কেন্দ্র করে গোলমাল বাধল রানিগঞ্জের চার নম্বর ওয়ার্ডে। রবিবার বিকেলে চুনভাটি পাঁচ নম্বর মহল্লার কয়েক জন বাসিন্দার সঙ্গে গোলমাল বাধে সংলগ্ন জিরাডাঙার জনা কয়েক বাসিন্দার। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। একটি কার্তুজ ও একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। |
পাঁচ নম্বর মহল্লার বাসিন্দা সাগর সাউ, মুন্না সাউদের অভিযোগ, “দু’টি পাড়ার মাঝে একটি জলাশয় রয়েছে। সুরজ মাঝির নেতৃত্বে জিরাডাঙার কয়েক জন বাসিন্দা পুকুরের ঘাট নোংরা করা হচ্ছে বলে তাদের মারধর শুরু করে। প্রতিবাদ করতে গেলে তারা টাঙ্গি, শাবল নিয়ে ৫ নম্বর মহল্লায় চড়াও হয়। টাঙ্গির আঘাতে সুভাষ গুপ্ত, রঞ্জিত রায় নামে দুই বাসিন্দা জখম হন। তাদের আলুগড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।” এ দিকে, সুরজ মাঝির পাল্টা অভিযোগ, “দীর্ঘ দিন ধরে এই পুকুরের মহিলারা কোনও কাজে গেলে তাদের সঙ্গে অভব্য আচরণ করে ৫ নম্বর মহল্লার কিছু যুবক। জল কমে যাওয়ার ঘাট সংস্কারের কাজ চলছে। এই অবস্থায় ঘাটটি নোংরা করার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। ওদের হাতে মার খেয়ে জিরাডাঙার বাসিন্দা সুকু মাঝি, রামকুমার মাঝি ও সোনা মাঝি জখম হয়েছেন।”
তৃণমূল নেতা অলোক সিংহ জানান, ওই এলাকায় জলের সমস্যা প্রকট। পুরসভার ৫ নম্বর মহল্লায় একটি ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হলেও তা সপ্তাহে দু’দিন বন্ধ থাকে। পুরসভাকে বিষয়টি জানানো হয়েছে। পুকুরের জল নিয়ে ওই দুই পাড়ার মধ্যে ঝামেলা লেগেই থাকে বলে দাবি করেন তিনি। রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্র জানান, পুর এলাকায় জল সরবরাহ নিয়ে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। |