টুকরো খবর
ফর্ম পূরণের অনুমতি মিলল
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের স্নাতকস্তরের ৪০ পড়ুয়ার পরীক্ষার ফর্ম পূরণ করার অনুমতি দিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাল, বুধবার ছাত্রছাত্রীদের ফর্ম পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকের পর সোমবার বিকালে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানান। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত কলেজের স্নাতক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়াদের পরীক্ষার ফর্ম পূরণ করা হয়। কিন্তু শারীরিক অসুস্থতা, আর্থিক সঙ্কট সহ নানা কারণে কলেজের তিনটি বর্ষের স্নাতক ও পাসকোর্সের ওই ৪০ জন পড়ুয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণ করতে পারেননি। ৪০ জনের ফর্ম পূরণের দাবিতে অধ্যক্ষকে ঘেরাও অবস্থান বিক্ষোভ করে ছাত্র পরিষদ।

হাসপাতালে বসে পরীক্ষা
বেসরকারি নার্সিংহোমে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন কালিয়চকের মুজমপুর এইচএসএসবি হাই স্কুলের সানজিরা খাতুন। এদিন সকাল ৭টা ৫ মিনিটে পুত্রের জন্ম দেন মালদহের একটি বেসরকারি নার্সিংহোমে। সন্তান প্রসবের পরেই পরীক্ষায় বসার ইচ্ছে প্রকাশ করেন তিনি। খবর পেয়ে সংসদের পক্ষ থেকে এই বেসরকারি নার্সিংহোমে পরীক্ষা নেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়। মা ও শিশু দুজনেই সুস্থ আছে।

বিপাকে পড়ুয়ারা
কলেজে পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাঁরা অনুপস্থিত ছিলেন বলে রেজাল্টে উল্লেখ থাকায় বিপাকে ছাত্রছাত্রীদের একাংশ। ইসলামপুর কলেজে দ্বিতীয় বর্ষের রেজাল্টে এমন ঘটনা ঘটেছে ৬০ পড়ুয়ার ক্ষেত্রে। অভিযোগ, তারা নির্দিষ্ট দিনেই পরীক্ষা দিয়েছেন। অথচ রেজাল্টে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে অনেকেই অনুপস্থিত। অধ্যক্ষ উতত্থ্য বন্দ্যোপাধ্যায় বলেন, “ছাত্রছাত্রীদের লিখিত অভিযোগ জমা দিতে বলেছি। তাদের উপস্থিতি খতিয়ে দেখা হবে।”

বাস বন্ধের ডাক চাঁচলে
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চাঁচল ডিপো রক্ষার দাবিতে নাগরিক মঞ্চ আজ, মঙ্গলবার পরিবহণ ধর্মঘট ডাক দিল। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই ধর্মঘট চলবে। গত ২৯ ফেব্রুয়ারি থেকে ডিপোর সামনে বসে আন্দোলন করছে মঞ্চ। সমর্থন জানিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে যান উত্তর মালদহ সাংসদ মৌসম বেনজির নূর, চাঁচলে কংগ্রেস বিধায়ক আসিফ মেহবুব, মালতিপুর আরএসপি বিধায়ক আবদুর রহিম বক্সি, হরিশ্চন্দ্রপুরের ফরওয়ার্ড ব্লক বিধায়ক তজমূল হোসেন।

বোমার মশলা উদ্ধার
কৌটো বোমা সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনাকে ঘিরে মালদহের চাঁচলের মল্লিকপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার একটি কালভার্টের পাশ থেকে বোমা-সহ, সুতলি, বারুদ উদ্ধার করে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.