গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে তা কর্মীদের জানাতে সভা ডাকলেন মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। আজ, মঙ্গলবার কালিম্পংয়ের টাউন হলে সভা করবেন তিনি। সেখানে মোর্চার তরাই ও ডুয়ার্সের নেতা-কর্মীদের ডাকা হয়েছে। মোর্চা সূত্রের খবর, কোন পরিপ্রেক্ষিতে তারা তরাই ও ডুায়ার্সের অন্তর্ভূক্তি ছাড়াই জিটিএ’তে নির্বাচনের জন্য রাজি হয়েছেন ওই সভায় তা ব্যাখ্যা করবেন গুরুঙ্গ। মোর্চার প্রচার সচিব তথা কালিম্পংয়ের বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী বলেন, “তরাই ও ডুয়ার্স নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মহাকরণে দলের সভাপতির কী কথা হয়েছে সে ব্যপারে অবগত করাতেই সভা ডাকা হয়েছে। তরাই ও ডুয়ার্সের প্রতিনিধিরা সেখানে থাকবেন।” এদিকে, শুধু তরাই ও ডুয়ার্সের নয়, ‘জিটিএ’ প্রক্রিয়ারই বিরোধিতা করেছে আদিবাসী বিকাশ পরিষদ। এদিন পরিষদের রাজ্য সভাপতি বীরসা তিরকি অভিযোগ করে বলেন, “৯ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন যে কমিটি তৈরি করা হয়েছে তাঁদের মধ্যে ৪ জনই সক্রিয় মোর্চা সমর্থক। অবশিষ্ট ৫ জনের মধ্যে একজনও আদিবাসী সমাজের প্রতিনিধি নেই। তাদের ৪ সদস্যের সঙ্গে যদি আরেকজন সদস্য সহমতপোষণ করেন তাহলেই তরাই ডুয়ার্সের বিষয়ে মোর্চার দাবি প্রতিষ্ঠিত হবে। তাই পুরো প্রক্রিয়ার বিরোধিতা করছি আমরা।” পরিষদ নেতা ও ডুয়ার্স তরাই জয়েন্ট অ্যাকশন কমিটি’র আহ্বায়ক তেজকুমার টোপ্পো বলেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হোক। তার পরেই লাগাতার জনসভা শুরু করা হবে।” পাশপাশি তরাই ও ডুয়ার্স অ্যাকশন কমিটির তরফে ১০ ও ১১ই এপ্রিলের ডাকা বন্ধ সফল করতে তারা রাস্তায় নামবেন বলেও জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, “যে সব রাজনৈতিক দল ডুয়ার্স ও তরাইকে জিটিএ’তে অন্তর্ভূক্তির পক্ষে আগামী পঞ্চায়েত ভোটে তাদের বিরোধিতা করবে পরিষদ।” |