|
|
|
|
সমর-মানসের দলীয় বিবাদ ‘ক্লোজড চ্যাপ্টার’ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় ও সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিবাদ আর বিধানসভার কক্ষে নিয়ে যেতে রাজি নয় কংগ্রেস। বিষয়টিকে ‘ক্লোজড চ্যাপ্টার’ বলেই ব্যাখ্যা করছেন দলীয় নেতৃত্ব।
গত বুধবার মানসবাবুর অনুপস্থিতিতে সভায় তাঁর নাম না-করে ঘরশত্রু ‘বিভীষণ’ বলে মানসবাবুকে আক্রমণ করেন সমরবাবু। টেন্ডার ডাকা নিয়ে সেচ দফতর দুর্নীতি করছে বলেও অভিযোগ করেন সমরবাবু। সভায় কংগ্রেসেরই মন্ত্রীর বিরুদ্ধে তাঁর ওই মন্তব্যের জন্য শুক্রবার দলীয় বৈঠকে ভুল স্বীকার করে ক্ষমা চান সমরবাবু। তাতেও ‘সন্তুষ্ট’ হননি দলীয় বিধায়কদের একাংশ। তাঁরা চেয়েছিলেন, দু’এক দিনের মধ্যে সভাতেও ভুল স্বীকার করতে হবে সমরবাবুকে। সেই কারণে, সোমবার সমরবাবু ‘পয়েন্ট অফ ইনফর্মেশন’ এনে তাঁর ওই মন্তব্য প্রত্যাহার করবেন বলে ভেবেছিলেন কংগ্রেস বিধায়করা। কিন্তু এ দিন সমরবাবু এ ব্যাপারে কক্ষে কিছুই বলেননি বা বলার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুমতিও চাননি।
যার কারণ ব্যাখ্যা দিয়ে কংগ্রেস পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব বলেন, “দলের মধ্যে সমরবাবু একবার ক্ষমা চেয়েছেন। তার পরেও দাবি উঠেছিল, উনি সভায় ওই কথা আর এক বার বলুন। কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া হয়েছে। এখন ওটা ক্লোজড চ্যাপ্টার।” তবে এ ভাবে দলীয় বিবাদ মেটানোর জন্য সভায় অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্পিকার। তাঁর মন্তব্য, “সমরবাবুর মন্তব্যের লিখিত জবাব তো মন্ত্রী একবার দিয়েছেন। তার পরেও আবার সমরবাবু সভায় ওঁর মন্তব্য প্রত্যাহার করবেন, এটা হয় নাকি! আর কংগ্রেস বা সমরবাবু কারও তরফেই আমার কাছে পয়েন্ট অফ ইনফর্মেশনের আর্জি আসেনি।” |
|
|
|
|
|