|
|
|
|
যাদবপুর ও উত্তরবঙ্গে অস্থায়ী উপাচার্য নিয়োগ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
যাদবপুর ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করা হচ্ছে অস্থায়ী ভাবে। সোমবার রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি বা বেসু-র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক অভিজিৎ চক্রবর্তী যাদবপুরের নতুন উপাচার্য হচ্ছেন। আর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদে আসছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সমীরকুমার দাস। রাজ্যে সরকার বদলের পরে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নতুন আইন প্রণয়ন করা হয়েছে। আইন অনুযায়ী তিন সদস্যের ‘সার্চ’ বা সন্ধান কমিটি গড়ে উপাচার্য বাছাই করার কথা।
আইনটি বলবৎ হওয়ার পরে এই প্রথম উপাচার্য নিয়োগ করা হচ্ছে। সার্চ কমিটি গড়ে তাদের সুপারিশ পাওয়ার আগেই যাদবপুর ও উত্তরবঙ্গে উপাচার্যের পদ শূন্য হওয়ায় রাজ্য অস্থায়ী ভাবে ২ শিক্ষককে সেখানে ওই দায়িত্ব দিচ্ছে। ২ উপাচার্যেরই মেয়াদ হবে সর্বাধিক ছ’মাস। তার মধ্যে সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী স্থায়ী উপাচার্য নিযুক্ত হলে অস্থায়ী উপাচার্যদের কার্যকাল তখনই শেষ হবে।
যাদবপুরের বর্তমান উপাচার্য প্রদীপনারায়ণ ঘোষ ২০০৭-এর অক্টোবরে ওই দায়িত্ব নেন। অক্টোবরেই তাঁর চার বছরের কার্যকাল শেষ হয়েছে। তার পরে ছ’মাসের জন্য তা বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে ১৪ এপ্রিল। যাদবপুরের পূণর্র্ সময়ের উপাচার্য বাছাই করবে ৩ সদস্যের সার্চ কমিটি। সেই কমিটিতে আছেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেসের প্রাক্তন অধিকর্তা গোবর্ধন মেটা, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দকৃষ্ণন ও পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। নতুন উপাচার্য বেছে নেওয়ার আগে অভিজিৎবাবুকে অস্থায়ী ভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অরুণাভ বসু মজুমদারের কার্যকাল শেষ হচ্ছে ৩১ মার্চ। তার পরে অস্থায়ী ভাবে ওই দায়িত্ব নেবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমীরবাবু। সেই সময়ের মধ্যেই সার্চ কমিটি গড়ে নতুন উপাচার্য বাছাই করা যাবে বলে উচ্চশিক্ষা দফতরের আশা। |
|
|
|
|
|