অমিতের বদলে অসীম, ‘ভুল’ কবুল বেচারামের
রাজ্য বাজেট নিয়ে বিধানসভায় আলোচনা করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের বদলে ‘ভুল’ করে প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের নাম বলে বসলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। বিষয়টি নিয়ে বিরোধী সদস্যরা আপত্তি জানালে সোমবার বিধানসভায় হইচই শুরু হয়। পরিস্থিতি সামাল দেন ডেপুটি স্পিকার সোনালি গুহ। তিনি বলেন, “বেচারাম নতুন বিধায়ক। একজন নতুন সদস্যের এই ভুল হতেই পারে।”
তবে ঘটনা হল, বিধানসভায় ওই ভাবে কোনও মন্ত্রীর নাম নেওয়া যায় না। যে কোনও বিতর্কে সংশ্লিষ্ট মন্ত্রীর পদকে (মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ইত্যাদি) সম্বোধন করে বক্তৃতা করতে হয়। পরে বেচারামও বলেন, “আমি জানতাম না, সভায় এ ভাবে কোনও মন্ত্রীর নাম নিয়ে বক্তৃতা করা যায় না।” সেদিক দিয়ে দেখলে বেচারামের রাজ্যের বর্তমান বা প্রাক্তন কোনও অর্থমন্ত্রীরই নাম করে কিছু বলার কথা নয়। হরিপালের বিধায়ক এদিন বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের কৃষির ‘বেহাল’ অবস্থা নিয়ে সভায় বক্তৃতা করছিলেন। হরিপালের বিধায়কের ‘ভ্রান্তি’ ছাড়াও ঘটনাচক্রে রবিবার হরিপালেই তৃণমূলের সম্মেলনে গোলমাল নিয়েও এদিন বিধানসভায় হট্টগোল হয়। হরিপালের ঘটনায় সিপিএমকেই ‘দায়ী’ করেছিলেন তৃণমূল নেতৃত্ব। এ দিন বিধানসভায় ‘জিরো আওয়ারে’ তৃণমূল নেতৃত্বের ওই বক্তব্যের প্রতিবাদ করে সিপিএমের বিধায়ক আনিসুর রহমান অভিযোগ করেন, এ ধরনের কোনও ঘটনা ঘটলেই তদন্ত না-করেই তাঁদের দলকে দায়ী করা হচ্ছে! হরিপালের ঘটনায় রাজ্যের পর্যটনমন্ত্রী রচপাল সিংহের গাড়ি ভাঙচুরের কথা উল্লেখ করে আনিসুর বলেন, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ওই ঘটনা ঘটেছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.