টুকরো খবর
বধূ নির্যাতনের নালিশ ইঁদপুরে
বধূ নির্যাতনের অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। বাঁকুড়ার ইঁদপুর থানার সাকরা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, সাকরা গ্রামের বাসিন্দা রুমা মণ্ডল নামে এক বধূকে রবিবার বিকেলে শ্বশুরবাড়ির লোকেরা মারধর করেছে বলে অভিযোগ ওঠে। রুমাদেবী ইঁদপুর থানায় তাঁর স্বামী রেবানন্দ মণ্ডল, শ্বশুর রাখহরি মণ্ডল ও শাশুড়ি বাসন্তী মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার সন্ধ্যায় অভিযুক্তদের তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করে। রুমাদেবীর অভিযোগ, “আট বছর আগে বিয়ে হয়েছে। তার পর থেকে নানা কারণে আমার উপরে অত্যাচার চালায় শ্বশুরবাড়ির লোকেরা। রবিবার দুপুরে তাঁরা ফের আমাকে মারে।” সোমবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

স্কুলের নলকূপে দূষিত জল
স্কুলের নলকূপ থেকে দূষিত পানীয় জল ওঠায় সমস্যায় পড়েছে ইন্দাস ব্লকের ছোট গোবিন্দপুর এস এন পাঁজা হাইস্কুলের পড়ুয়া ও শিক্ষকেরা। সোমবার বিষয়টি নজরে আসার পরে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরে একটি দল ওই স্কুলে যায়। জলের নমুনা সংগ্রহ করা হয়। এ দিন নলকূপের জলে দুর্গন্ধের কথা জেনে প্রধান শিক্ষক ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। খবর পেয়ে ওই স্কুলে আসেন আকুই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার সঙ্গীতা দে। ইন্দাস ব্লকের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র (পরিকল্পনা) হরিপদ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দলও যায়। সঙ্গীতাদেবী বলেন, “পরীক্ষার পরই আসল কারণ জানা যাবে। আপাতত ওই নলকুপের জল ব্যবহার না করার জন্য বলা হয়েছে।” ইন্দাসের বিডিও চয়নকুমার সাহা বলেন, “জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।” ইন্দাস ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পীযূষকান্তি দত্ত বলেন, “স্কুলের পাশের দু’টি নলকূপ ব্যবহারের জন্য বলা হয়েছে।”

স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রবিন বাউড়ি। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের কর্পূরবাগান এলাকায়। রবিবার রাতে তাঁকে ধরার পর সোমবার রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে কর্পূরবাগান এলাকারই বাসিন্দা নিশা ওঝার (২৩) সঙ্গে বিয়ে হয়েছিল রবিনবাবুর। বিয়ের পর থেকে ওই দম্পতি রঘুনাথপুর থানার বিলতোড়া গ্রামে রবিনের মেসোমশাই টুডু বাউরির বাড়িতে থাকতেন। শনিবার রাতে সেখানেই অগ্নিদগ্ধ হন নিশাদেবী। তাঁকে প্রথমে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সেখানেই মারা যান তিনি। পরে ওই বধূর মা নমিতা ওঝা পুলিশের কাছে তাঁর মেয়ের শ্বশুরবাড়ির দশ জনের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। অন্য দিকে, রবিবার সন্ধ্যায় বধূ নির্যাতনের অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইঁদপুর থানার সাকরা গ্রামের।

কর্মী সম্মেলন
তৃণমূলের রঘুনাথপুর বিধানসভা এলাকার সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলন হয়ে গেল রবিবার। নিতুড়িয়ার সড়বড়ি মোড়ের সম্প্রীতি ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। সংগঠন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে গৃহীত কর্মসূচীর বিষয়ে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দাদের অবহিত করা ও প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্মেলনে।

স্ত্রী ‘খুনে’ ধৃত স্বামী
স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। নাম রবিন বাউরি। বাড়ি পুরুলিয়া শহরের কর্পূরবাগান এলাকায়। রবিবার রাতে তাঁকে ধরার পর সোমবার রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে তাঁর ১৪ দিনের জেল হাজত হয়। তিন বছর আগে কর্পূরবাগান এলাকারই বাসিন্দা নিশা ওঝার (২৩) সঙ্গে বিয়ে হয়েছিল রবিনবাবুর। শনিবার রাতে অগ্নিদগ্ধ হন নিশাদেবী। চিকিৎসাধীন অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে তিনি মারা যান।

বাড়িতে আগুন
আগুনে বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটল পুঞ্চার লাখরা গ্রামে। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যা নাগাদ স্থানীয় বাসিন্দা রঞ্জিত মুখোপাধ্যায়ের বাড়ির সামনের চালাঘরে আগুন লাগে। দমকল এসে পৌঁছানোর আগেই বাড়িটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.