বিচারাধীন এক জেলবন্দীর অস্বাভাবিক মৃত্যু হল পুরুলিয়া জেলা সংশোধানাগারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অক্ষয় মল্লিক (৩১)। তিনি পুরুলিয়া শহরের গাড়িখানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর ২৫ অগস্ট গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া মফস্সল থানার পুলিশ সুরুলিয়া গ্রাম থেকে শেখ কেরামত নামে এক রিকশা চালককে গ্রেফতার করেছিল। তাঁর বাড়ি পাড়া থানা এলাকার হরিহরপুর গ্রামে। কেরামতের কাছ থেকে পুলিশ ৬ কিলো ১৫০ গ্রাম আফিম উদ্ধার করে। কেরামতকে ধরার সময় অক্ষয় মল্লিককে পুলিশ পালিয়ে যেতে দেখে। ওই দিনই পুরুলিয়া মফস্সল থানায় শেখ কেরামত ও অক্ষয় মল্লিকের নামে মামলা হয়। অক্ষয় মল্লিক তারপর থেকে বহুদিন নিখোঁজ ছিলেন। তিনি আদালতে আগাম জামিনের আবেদনও করেন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপর চলতি বছরের ৬ জানুয়ারি পুরুলিয়া সদর থানায় অক্ষয় মল্লিক আত্মসমর্পণ করেন। আদালতের নির্দেশে পুরুলিয়া জেলা সংশোধানাগারে তাঁর স্থান হয়।
পুলিশ ও জেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ সংশোধনাগারের মধ্যে একটি পরিত্যক্ত বাথরুমে জেলবন্দীরা অক্ষয়বাবুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এ দিনই সংশোধনাগারে বন্দী মাওবাদীরা বিচারে বিলম্বের অভিযোগে বিক্ষোভ দেখানোয় মৃতদেহ উদ্ধারে অসুবিধা হয়। জেল সূত্রে খবর, সন্ধ্যার দিকে অক্ষয়বাবুর মৃতদেহ উদ্ধার করা হয়। জেল সুপার বিদ্যুৎ রায় বলেন, “সোমবার সকালে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। বিক্ষোভের জেরে মৃতদেহ উদ্ধারে দেরি হয়। নিয়মানুযায়ী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তদন্ত হয়েছে। মৃতদেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।”
এ দিকে মৃতের বাবা ভাস্কর মল্লিক তাঁর ছেলের মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে না চাইলেন এখনও পর্যন্ত তিনি কোথাও অভিযোগ করেননি। |