দিন কয়েক আগে তেহট্ট মহকুমা আদালতে ছেলেদের বিরুদ্ধে খোরপোষের মামলা করেছিলেন তিনি। সোমবার ছিল সেই মামলার শুনানি। আর এ দিন আদালতেই এসে শুনানি শুরু হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন সাফাইজান বেওয়া (৭৫) নামে ওই বৃদ্ধা। তাঁকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, মারা গিয়েছেন বৃদ্ধা। পুলিশ ও আদালতসূত্রে জানা গিয়েছে তেহট্টের কানাইনগর এলাকার রাজাপুর গ্রামে বাড়ি সাফাইজানের। বছর তিনেক আগে মারা গিয়েছেন তাঁর স্বামী। তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে রয়েছেন পাঁচ ছেলে। তেহট্ট মহকুমা আদালতের আইনজীবি মৃন্ময় দত্ত বলেন, ‘‘গত ৬ মার্চ ওই ফৌজদারী কার্যবিধির ১২৫ ধারায় পাঁচ ছেলের বিরুদ্ধে একটি খোরপোষের মামলা করেন। সেই সঙ্গে অন্তবর্তীকালীন খোরপোষের জন্যও তিনি আদালতে একটি আবেদন করেন। এছাড়াও তিনি অসুস্থ জেনেও ছেলেরা তাঁকে খেতে দেয় না, দেখভাল করে না ও কোনরকম সাহায্য করে না বলেও অভিযোগ জানিয়েছিলেন।”
সোমবার সেই মামলার শুনানি ছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। ছোট মেয়ে অনিতা বিবির সঙ্গে এ দিন তিনি আদালতে এসেছিলেন। সকাল প্রায় সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করছিলেন কিন্তু শুনানি শুরু হওয়ার আগেই তিনি আদালতের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে সঙ্গে সঙ্গে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি মারা যান। ওই প্রৌঢ়ার মেজ ছেলে গোলাম মালিথ্যা বলেন, ‘‘মা তো আমাদের কাছেই থাকতেন। কিছুদিন হ’ল মা বোনের বাড়িতে গিয়েছিলেন। আমরা আনতেও গিয়েছিলাম কিন্তু অসুস্থ বলে তিনি আসতে চান নি। তবে মা যে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন এটা আমরা কেউই জানতাম না।’’ |