টুকরো খবর
আটক বেআইনি সিলিন্ডার, ধৃত
সাধারণ গ্রাহকদের রান্নার গ্যাস পেতে হয়রানির কারণ খুঁজতে বেশ কিছুদিন ধরেই গোপনে অনুসন্ধান চালাচ্ছিলেন ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। তারই সূত্র ধরে সোমবার নদিয়ার একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে আচমকা হানা দেন তারা। নবদ্বীপ এবং চাকদহ থেকে তাঁরা বেশ কিছু বড় সিলিন্ডার, কিছু ছোট সিলিন্ডার এবং গাড়িতে গ্যাস ভরার যন্ত্রপাতি আটক করেন। নবদ্বীপ থেকে কাউকে ধরা না গেলেও চাকদহের ঝাউতলা থেকে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। ধৃত টিঙ্কু দের কাছ থেকে ১০টি সিলিন্ডার এবং গ্যাস ভরার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এ প্রসঙ্গে ইন্ডিয়ান অয়েলের ডেপুটি ম্যানেজার (এলপিজি সেল) অমরনাথ মুখোপাধ্যায় বলেন, “নবদ্বীপের কলাবাগান এলাকা থেকে আমরা ২৪টি বেআইনিভাবে মজুত করা গ্যাস সিলিন্ডার, পাঁচটি গাড়িতে গ্যাস ভরার যন্ত্র-সহ নানা জিনিসপত্র উদ্ধার করেছি। এখানে শুধু নয় এখানে ছোট সিলিন্ডারে গ্যাস ভরার বেআইনি ব্যবসাও চলছিল।” অমরনাথবাবু আরও জানান, এই ধরণের বেআইনি কাজকর্মের জন্যই সাধারণ গ্রাহকেরা গ্যাস পেতে নাজেহাল হন। আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কারা, কীভাবে, কাদের মদতে এই ধরনের বেআইনি কাজকর্ম চালাচ্ছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

ধর্ষণের চেষ্টা
পড়শি এক যুবকের বিরুদ্ধে রানিতলার পূর্ব নসিপুর গ্রামের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। সোমবার ওই ঘটনার পর থেকেই ওই কিশোর পলাতক। আর লোক লজ্জায় গায়ে কেরোসিন ঢেলে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই কিশোরী। আশঙ্কাজনক অবস্থায় তাকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছেয়। ভগবানগোলা ব্লকের রানিতলার ওই গ্রামের কিশোরীর পরিবারের অভিযোগ পুলিশ একটটু তৎপর হলেই ওই যুবককে ধরতে পারত। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই ঘটনার সময়ে বাড়িতে কেউ ছিল না। পরিবারের সকলেই বীরভূম জেলার পাথরচাপড়ির মেলায় গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই প্রতিবেশী যুবক বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই কিশোরী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন।”

স্বামীকে খুনের দায়ে যাবজ্জীবন
স্বামী খুনের দায়ে অর্পিতা বিশ্বাস নামে এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত। সোমবার ওই সাজা ঘোষণা করেন রানাঘাট আদালতের অতিরিক্ত জেলা দায়েরা জজ ফার্স্ট ট্র্যাক কোর্টের কল্লোল চট্টোপাধ্যায়। সরকারি আইনজীবী তাপস কুণ্ডু বলেন, “শুক্রবার ওই মহিলাকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। এতদিন তিনি জামিনে মুক্ত ছিলেন। এ দিন তাঁর সাজা ঘোষণা হয়।” আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালের ৩১ মার্চ রাতে হাঁসখালির দক্ষিণপাড়ার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস খুন হন। অর্পিতাদেবীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন বিছানায় প্রশান্তবাবুর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। প্রতিবেশীদের কথায় জানা যায়, খুনের সময়ে ঘরের মধ্যে অর্পিতাদেবী ছিলেন।”

স্ত্রী খুন, স্বামী ধৃত
এক মহিলাকে খুন করার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার নাম দীপা দেবনাথ (২২)। রবিবার রাতে চাকদহের ঘূর্ণি ঝাউতলার বাড়ি থেকে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, আড়াই বছর আগে রঞ্জিত দেবনাথের সঙ্গে দীপার বিয়ে হয়। তাঁদের একটি ছেলেও রয়েছে। দীপার বাপের বাড়ির লোকের অভিযোগে রঞ্জিতকে গ্রেফতার করা হয়। মৃতার বাবা হরবিলাস দেবনাথ বলেন, “ব্যবসা করবে বলে রঞ্জিত আমার কাছে ৫০ হাজার টাকা চেয়েছিল। দিতে পারিনি। সেই রোষে ও মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।”

ছাত্র সংঘর্ষে বন্ধ দুই কলেজ
ক্রিকেট খেলা নিয়ে গণ্ডগোলের জেরে বন্ধ হয়ে গেল দুটি কলেজ। দুই কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আপাতত চার দিনের জন্য বন্ধ করা হয়েছে ডোমকলের বসন্তপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও পলিটেকনিক কলেজ। রবিবার ক্রিকেট খেলার সময়ে দুই কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার থেকে ফের দুই কলেজের ছাত্রদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বসন্তপুর এডুকেশন সোসাইটিক সম্পাদক আনারুল ইসলাম, বলেন, “কাল ক্রিকেট খেলা নিয়ে গণ্ডগোল হয়েছিল। আজও কলেজে উত্তেজনা ছড়ায়। দুই কলেজের হস্টেল কাছাকাছি। ফলে আবাসিক ছাত্রদের মধ্যে ঝামেলা হয়। আমরা চার দিনের জন্য কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

দুর্ঘটনায় মৃত্যু
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে বেলডাঙা-১ ব্লকের মাড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ছবি বিবির (২৮)। বাড়ি মির্জাপুরে। রবিবার সন্ধ্যায় সরুলিয়া মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ বাইকটিকে আটক করলেও চালক পলাতক।

অস্ত্র-সহ ধৃত
অস্ত্র-সহ নাজিমুদ্দিন থানদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে জলঙ্গির বালিবোনা গ্রামে। পুলিশ জানায়,গ্রামে গণ্ডগোলের হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে সকলে পালিয়ে যায়। নাজিমুদ্দিনের কাছে একটি পাইপগান পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম রবি দাস (৬০)। বাড়ি বীরনগরের ময়রাপুকুর এলাকায়। সোমবার সকালে বীরনগরের খড়দাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরে দেহ আটকে রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা।

নিখোঁজ পরীক্ষার্থী
নিখোঁজ হয়ে গিয়েছেন স্বাতী শিকদার নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাড়ি শিমুলতলা অরবিন্দনগরে। ২৩ মার্চ থেকে নিখোঁজ ঘূর্ণি হাইস্কুলের ওই ছাত্রী। মেয়েটির বাবা সিদ্ধেশ্বর শিকদার বলেন, “ওই দিন রাতে টিভি দেখা নিয়ে ওর মা বকাবকি করার পর থেকেই মেয়ের কোনও খোঁজ পাচ্ছি না।”

দেহ উদ্ধার
কল্যাণীর তালতলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে বছর পঁয়ত্রিশের ওই যুবককে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.