টুকরো খবর |
ঘাটালে প্রৌঢ়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
আদিবাসী এক প্রৌঢ়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ঘাটাল থানার শিমুলিয়া গ্রামে। টুনি মান্ডি (৫০) নামে ওই প্রৌঢ়া শিমুলিয়া গ্রামেই বাপের বাড়িতে থাকতেন। পুলিশ জানিয়েছে, নৃশংস ভাবে খুন করা হয়েছে ওই মহিলাকে। মাথা ও দেহের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের একাধিক কোপ রয়েছে। গলার অর্ধেক কাটা। ঘটনাস্থলে লঙ্কার গুঁড়োও মিলেছে। খুনের কারণ জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়না-তদন্তের জন্য ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে।
টুনিদেবীর শ্বশুরবাড়ি আরামবাগে। তাঁর কোনও ছেলে-মেয়ে নেই। বছর ১২ আগে শ্বশুরবাড়ি থেকে তিনি শিমুলিয়া গ্রামে বাপের-বাড়ি চলে আসেন। তারপর থেকেই স্বামীর সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। মা খাঁদি মান্ডির কাছে থাকতেন। দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। রবিবার রাত আটটা নাগাদ টুনিদেবী রানিরবাজারে পুজো দেখতে গিয়েছিলেন। রাত দশটা পর্যন্ত তাঁকে সেখানে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। টুনিদেবীর দাদা গোপালবাবু বলেন, “রাতে বোন বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। এ দিন সকালে রানিরবাজার সংলগ্ন শিমুলিয়ার মাঠে বোনের মৃতদেহ পড়ে আছে বলে খবর পাই।” খুনের কারণ নিয়ে পুলিশের মতোই ধোঁয়াশায় নিহতের পরিজনেরা। গোপালবাবু বলেন, “বোনকে কারা, কেন খুন করল, বুঝতে পারছি না। পুলিশকেই তদন্ত করতে বলেছি। এক সপ্তাহের মধ্যে দোষীকে খুঁজে বার করার দাবি জানিয়েছি।”
|
স্ত্রীকে খুনের চেষ্টা, গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বিছানায় বিষধর সাপ ছেড়ে স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। স্ত্রীর নামে রাখা বিমার টাকা হাতাতেই গুণধর শ্যামল এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। তাঁকে গ্রেফতার করেছে রামনগর থানার পুলিশ। অফিসার ইনচার্জ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, কিসমত থিয়র গ্রামের বাসিন্দা গুণধর স্ত্রী বাসন্তীর নামে বিভিন্ন সংস্থায় কয়েক লক্ষ টাকার বিমা করেছিল। সেই টাকা হাতানোর লক্ষ্যে গত বৃহস্পতিবার গুণধর এক সাপুড়ের থেকে বিষাক্ত সাপ এনে স্ত্রীর বিছানায় ছেড়ে দেয়। বাসন্তীদেবীর অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার গুণধরকে গ্রেফতার করে। কাঁথি আদালতে হাজির করা হলে বিচারক ধৃতকে জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
ব্লক সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল রামনগর-১ ব্লকে। রবিবার বিকেলে নিমতলা হাইস্কুল মাঠের এই সম্মেলনে মোবাইল টাওয়ার কর্মীদের ৮ ঘণ্টা কাজের সময়, প্রভিডেন্ট ফান্ড ও ব্যাঙ্কের মাধ্যমে বেতন-প্রদানের দাবি জানানো হয়। অসংগঠিত শ্রমিকদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সংগঠনের কর্মীদের আরও উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস, কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী, শ্রমিক নেতা শিবনাথ সরকার প্রদীপ দে, অতনু গিরি প্রমুখ।
|
দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মোটরসাইকেলের ধাক্কায় মারা গেলেন এক পথচারী। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে সুতাহাটা বাজার এলাকায়। মৃতরঞ্জিতকুমার নায়েক (৬৫) স্থানীয় বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিলেন রঞ্জিতবাবু। তখনই পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক তাঁকে ধাক্কা মারে। রঞ্জিতবাবু ছাড়াও আহত হন মোটরবাইকের পিছনের আসনে বসে থাকা আরোহী। তাঁদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে মারা যান রঞ্জিতবাবু। আহত অন্য জনকে সোমবার কলকাতায় স্থানান্তরিত করা হয়। মৃতের পরিবারের তরফে ওই মোটরবাইক চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মোটরবাইকটি আটক করেছে। তবে চালক পলাতক।
|
খড়্গপুরে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকের একটি নির্মীয়মাণ কারখানার সামনে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। নেতৃত্ব দেন সংগঠনের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সভাপতি অলোকেশ মহাপাত্র, সাধারণ সম্পাদক অমিত পাণ্ডে প্রমুখ। অভিযোগ, কারখানা তৈরির কাজে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের মধ্যে কয়েক জনকে সম্প্রতি অন্যায় ভাবে ছাঁটাই করা হয়েছে। তাঁদের ফের কাজে নেওয়ার দাবিতেই এ দিন নির্মীয়মাণ কারখানার সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস।
|
স্থায়ী বেতনের দাবি আশাকর্মীদের |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সাম্মানিকের বদলে স্থায়ী বেতনের দাবি তুললেন আশাকর্মীরা। রবিবার কাঁথি দেশপ্রাণ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত আশাকর্মীদের ব্লক সম্মেলনে এই দাবি জানান ছন্দাশ্রী গায়েন, খুকু মাইতি, নীলিমা সাহু, সবিতা মাইতিরা। সম্মেলনে উপস্থিত দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা তৃণমূল নেতৃত্বের মাধ্যমে রাজ্য সরকারের কাছে এই দাবি জানানো হবে বলে আশ্বাস দেন। আশাকর্মীদের পোলিও কর্মসূচিতে যুক্ত করার পরিকল্পনা চলছে বলেও জানান তরুণবাবু।
|
তৃণমূলের জয় |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির নির্বাচনে চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর মনোনীত প্রার্থীরা সমস্ত আসনে জিতে যাওয়ায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। পরিচালন সমিতির ১৫টি আসনের মধ্যে ৮টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা। বাকি ৭টি আসনে ভোট হয় রবিবার। শুভেন্দু অধিকারী-সহ তৃণমূলের ৭ প্রার্থী জয়ী হন। জয়ীদের মধ্যে ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান চন্দন সিংহ, জেলার সহ-সভাধিপতি মামুদ হোসেনও রয়েছেন।
|
কলেজে আলোচনা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সোম ও মঙ্গলবারদু’দিন ধরে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে ‘আচরণবিদ্যা ও অস্তিত্ব: প্রসঙ্গ জীববৈচিত্র সংরক্ষণ’ শীর্ষকে জাতীয় পর্যায়ের এক আলোচনাচক্র অনুষ্ঠিত হচ্ছে। ইউজিসি-র অর্থ-সাহায্যে কলেজের জীববিদ্যা বিভাগের উদ্যোগেই এই আলোচনাচক্র। |
|