চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাইরের মাঠে পরীক্ষা রিয়াল মাদ্রিদ ও চেলসির। রিয়াল মাদ্রিদের সামনে সাইপ্রাসের এপিওইএল নিকোসিয়া, চেলসির সামনে বেনফিকা।
সাইপ্রাসে রোনাল্ডোদের দেখতে টিকিটের হাহাকার। নিকোসিয়ার সার্বিয়ান কোচ জোবানোভিচ তাঁর ব্রাজিলিয়ান গুস্তাফো ছাড়া সবাইকে পাচ্ছেন। মোরিনহো পাচ্ছেন না জাভি আলন্সো, দিয়ারাকে। তবে তিনি রোনাল্ডো, কাকা, ওজিল, বেঞ্জিমা, খাদেইরা-দের প্রথম দলে রাখছেন। |
বেনফিকা ম্যাচে চেলসির প্রধান বাধা আর্জেন্তিনার পাবলো আইমার ও ব্রাজিলের লুইজাও। চেলসির কোচ রবের্তো দি’মাতিও ইঙ্গিত দিয়েছেন, তিনি তোরেসের বদলে দ্রোগবাকেই প্রথম দলে রাখবেন। ল্যাম্পার্ড, টেরি, খুয়ান মাতা, অ্যাশলে কোলপ্রথম দলে থাকছেন। ল্যাম্পার্ড সতীর্থদের সাবধান করে দিয়েছেন। বলেছেন, খুব সতর্ক না থাকলে বিপদ। বেনফিকা এখন পর্তুগালে পোর্তোর সঙ্গে লড়ছে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এক পয়েন্টে পিছিয়ে। চেলসি প্রিমিয়ার লিগে লিগ দৌড়ে নেই।
চ্যাম্পিয়ন্স লিগে এই পর্বে সেরা ম্যাচ বুধবার, বার্সেলোনা বনাম এসি মিলান। মিলান ধাক্কা খেয়েছে তাদের এক নম্বর স্টপার থিয়াগো সিলভা চোট পেয়ে বাইরে চলে যাওয়ায়। |