ক্রিস গেইলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বহু প্রতীক্ষিত চুক্তি হওয়ার দিন ক্যারিবিয়ান দল এক দিনের সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ হাতছাড়া করল। যে সুযোগ অনেক দিন পরে ওয়েস্ট ইন্ডিয়ানদের সামনে এসেছিল।
গত কাল সেন্ট লুসিয়ায় পঞ্চম তথা শেষ ওয়ান ডে শেন ওয়াটসনরা ৩০ রানে জেতায় অস্ট্রেলিয়া সিরিজ ২-২ রেখে দিল। তৃতীয় ম্যাচটি ‘টাই’ হয়েছিল। অস্ট্রেলিয়া (৫০ ওভারে ২৮১-৯) অনেক সহজেই জিততে পারত। ওয়েস্ট ইন্ডিজ ৩২তম ওভারে ১১৭-৭ হয়ে যাওয়ার পরে অধিনায়ক ডারেন স্যামি ৯ নম্বরে নেমে অপ্রত্যাশিত ভাবে ৫০ বলে ৮৪ করে সিরিজ জয়ের একটা স্বপ্ন জাগান। শেষ পর্যন্ত অবশ্য তাঁর দলের ইনিংস ১৬ বল বাকি থাকতে ২৫১ রানে শেষ হয়।
ক্যারিবিয়ান ক্রিকেটের পক্ষে যেটা ভাল খবর, ধুন্ধুমার বাঁ-হাতি ওপেনার গেইলের আবার জাতীয় দলে প্রত্যাবর্তনের পরিস্থিতি তৈরি হওয়া। বোর্ডের আর্থিক চুক্তির বিরুদ্ধে বিদ্রোহ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কর্তাদের প্রতি বিষোদ্গারের জেরে গেইল ২৩ মার্চ ২০১১-র পরে জাতীয় দলের হয়ে আর খেলেননি। এর মধ্যে অবশ্য তিনি আইপিএল, বিগ ব্যাশ, বিপিএলের মতো ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে চুটিয়ে ব্যাট করে নিজের ব্যাটিং ফর্মের প্রমাণ দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের চুক্তিপত্রে সই করার পাশাপাশি গেইল বোর্ডকে একটি চিঠি দিয়েছেন। যে চিঠির পিছনে সেন্ট ভিনসেন্ট প্রধানমন্ত্রীর অবদান আছে বলে ক্যারিবিয়ান ক্রিকেটমহলে খবর। ধরা হচ্ছে, চিঠিটা গেইলের বোর্ডের কাছে তাঁর মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা। গেইলকে ঠিক কবে ওয়েস্ট ইন্ডিজ দলে দেখা যাবে সেটা অবশ্য বোর্ডের তরফে এখনও পরিষ্কার জানানো হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বুধবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ। পরের ম্যাচটি ৩০ মার্চ। তার পরে টেস্ট সিরিজ, ৭ এপ্রিল থেকে। যদিও তত দিনে আইপিএল শুরু হয়ে যাবে যেখানে গেইল আছেন বেঙ্গালুরু দলে।
|