নাইট শিবির সরগরম
আজ ইডেনের পিচ পরীক্ষায় গম্ভীর
প্রাক্তন নাইট অধিনায়ক অধিনায়ক শহর ছাড়ার দিনই কলকাতায় ঢুকে পড়লেন বর্তমান নাইট নেতা। সোমবার পুণের শিবিরে যোগ দিতে উড়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আবার এ দিনই রাতে কেকেআরের দুনিয়ায় ঢুকে পড়লেন গৌতম গম্ভীর। তবে মাত্র চব্বিশ ঘণ্টার জন্য।
পুরোদমে শিবিরে যোগ দেওয়া ৩ এপ্রিলের আগে সম্ভব নয়। কিন্তু ইডেনের উইকেট কেমন হয়েছে, শিবিরের অবস্থা ঠিক কী, সমস্ত বুঝে নিতে এ দিন চলে এলেন গম্ভীর। একই দিনে নাইটদের শিবিরে যোগ দিলেন ফর্মে থাকা বাংলার অলরাউন্ডার লক্ষ্মীরতন শুক্ল। প্র্যাক্টিস শেষে লক্ষ্মী বলছিলেন, “এ বারের আইপিএলে ভাল কিছু করতে চাই। আলাদা করে কথা বলব রুডি ওয়েবস্টারের সঙ্গে। ভাল শুরু করে তাড়াতাড়ি আউট যাতে না হই, সেটা দেখতে হবে।”
হ্যালো কলকাতা। শহরে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। সোমবার রাতে।
দুপুরে ইডেনে কোচ ট্রেভর বেলিসের সামনে মহড়া লক্ষ্মীর। -নিজস্ব চিত্র
মঙ্গলবার সকালে ইডেনে যাওয়ার কথা গম্ভীরের। তবে সে দিনই ফিরে যাচ্ছেন। অন্য দিকে, সৌরভ পুণে রওনা হওয়ার আগে জানিয়ে রাখলেন, এ বারের আইপিএলে ভাল কিছু করার স্বপ্ন নিয়েই যাচ্ছেন তিনি।
তামিম ইকবালের পাশাপাশি মাইকেল ক্লার্ককেও পুণের নেওয়া নিয়ে কথা চলছে। ক্লার্ক আবার এ দিন জানিয়েছেন, আইপিএলের প্রস্তাব তাঁর কাছে আছে। সব কিছু ভেবেও দেখছেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি তিনি। পুণে-র নেতা সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই দুই ক্রিকেটারের সইসাবুদ না হয়ে যাওয়া পর্যন্ত মুখ খুলতে চাইছেন না। সাংবাদিকদের এ দিন তিনি বলেছেন, “আগে সই হোক। সব কিছু চূড়ান্ত হলে তার পর যা বলার বলব।” তবে পুণে-র টিম নিয়ে এ বার আশাবাদী সৌরভ। বলেছেন, “টিমের ভারসাম্য বেশ ভাল হয়েছে। ভাল বিদেশি যেমন আছে, তেমনই ভাল ভারতীয় ক্রিকেটারও আছে।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.