ললিত মোদীর সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। আজ লন্ডনের হাই কোর্টে প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার ক্রিস কেয়ার্নসের বিরুদ্ধে মামলায় হারলেন বহিষ্কৃত আইপিএল কমিশনার মোদী। ক্ষতিপূরণ হিসেবে মোদীকে দিতে হবে ৯০ হাজার পাউন্ড বা ৭৩ লক্ষ টাকা।
মোদী অভিযোগ করেছিলেন ২০০৮ সালে বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএলে চন্ডীগড় লায়ন্সের অধিনায়ক হিসেবে ম্যাচ গড়াপেটা করেন কেয়ার্নস। টুইটারে ২০১০ সালে এই অভিযোগ করেছিলেন মোদী। ন’দিন ধরে দু’পক্ষের বিবৃতি শোনার পরে বিচারপতি ডেভিড বিন রায় দেন মোদীর বিপক্ষে। আদালত জানিয়েছে, অভিযোগের স্বপক্ষে মোদী কোনও যুক্তিসঙ্গত প্রমাণ দিতে পারেননি। আগামী ২৮ দিনের মধ্যে মোদীকে দিতে হবে অর্ধেক টাকা আর রায়ের বিরুদ্ধে আবেদন করা জন্য সময় পাচ্ছেন ২০ এপ্রিল পর্যন্ত।
তাঁর রায়ে বিচারপতি বলেছেন, “এক জন পেশাদার ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ সবচেয়ে মারাত্মক। এতে তার চরিত্র ও দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন করা হয়।” সঙ্গে যোগ করেছেন, “এটা জঙ্গি হানা বা যৌন নিগ্রহের মতো সাংঘাতিক কিছু না হলেও এক জন ক্রীড়াবিদের বিরুদ্ধে এর চেয়ে গুরুতর অভিযোগ হতে পারে না।” মোদীর পক্ষে আদালতে বলা হয়েছিল, কেয়ার্নস দুর্নীতিপরায়ণ। স্বয়ং কেয়ার্নস জানিয়েছিলেন, গোড়ালির চোটের জন্য আইসিএলে খেলতে পারেননি, যা তিনি ঘোষণা করেননি। কেয়ার্নস জানিয়েছেন, ম্যাচ গড়াপেটার অভিযোগ তাঁর বিবাহিত জীবনেও প্রভাব ফেলেছিল। “আমার ব্যক্তিগত জীবনও এই অভিযোগের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল,” বলেছেন তিনি।
২০১০ সালে কেয়ার্নসকে আইপিএল থেকে বাইরে রাখার অজুহাত হিসেবে আইসিএলে ম্যাচ গড়াপেটার কথা বলেছিলেন মোদী। অভিযোগ ওঠার প্রায় সঙ্গে সঙ্গেই মানহানির মামলা করেন কেয়ার্নস। |