পেশাদার জীবনের সব থেকে কঠিন সময়টা কাটিয়ে উঠলেন টাইগার উডস। পিজিএ ট্যুরের আর্নল্ড পামার আমন্ত্রণী গল্ফ পাঁচ শটে জেতায় ৩০ মাসের খেতাব খরা শেষ হল তাঁর। ২০০৯-এ যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর থেকে ব্যক্তিগত জীবনের নানা উথাল-পাথাল ছায়া ফেলেছিল সর্বকালের অন্যতম সেরার খেলায়। ২০০৯-এর পর কোনও টুর্নামেন্ট জেতেননি ১৪টি মাস্টার্স খেতাবের মালিক। |
ট্রফি নিয়ে উডস। ছবি: রয়টার্স |
গতকাল সেই দুঃস্বপ্ন পেরিয়ে এসে প্রায় শাপ-মুক্তির আনন্দে উডস বলেছেন, “এটা মেজর জেতার মতো ব্যাপার নয় ঠিকই। কিন্তু এত আনন্দ আগে পাইনি।” বে হিল গল্ফ ক্লাব অ্যান্ড লজ কোর্সে গ্রেম ম্যাকডাওয়েলকে হারিয়ে ৭২তম পিজিএ খেতাব জেতার সঙ্গে সঙ্গে মুঠো করা ডান হাত আকাশে ছুড়ে দেন উডস। খানিকটা আবেগপ্রবণ হয়ে বন্ধুদের ধন্যবাদ দিয়ে বলেন, “যারা সাহায্য করেছে, তাদের ধন্যবাদ। সত্যিই ভীষণ কঠিন সময় গিয়েছে।” দু’সপ্তাহ পরেই আগাস্টা মাস্টার্স। তার আগে জয়ে ফেরা উডসকে তাতাচ্ছে। বলেছেন, “এখানে যে ছন্দ পেলাম, আশা করি সেটা আগাস্টায় ধরে রাখতে পারব।” |